'ইয়াস' ঘূর্ণিঝড় এর মোকাবিলায় হেল্পলাইন চালু করলো বিদ্যুৎ দফতর

Power department launches helpline deal Yass cyclone


আমফানের ভয়াবহ স্মৃতি এখনো কাটেনি আর তার একবছরের মধ্যেই আবার আসতে চলেছে 'ইয়াস' আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ কলকাতায় আছড়ে পড়তে পারেইয়াস আর সেই আমফানের স্মৃতি কে মনে করেই প্রসাশনের তরফ থেকে নানা ব্যাবস্থা নেওয়া শুরু করা হয়েছে ঘুর্ণিঝড়ের মোকাবিলায় বার হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য বিদ্যুৎ দফতর থেকে আগাম পদক্ষেপ নেওয়ার পাশাপাশি, জনসাধারণের সুবিধার্থে ২টি হেল্পলাইন চালু করা হয়েছে ২৫ মে থেকে এই হেল্পলাইন নম্বরটি চালু করা হবে

Cick To Join Our - Whatsapp Group


৮৯০০৭৯৩৫০৩  ৮৯০০৭৯৩৫০৪ হেল্পলাইন নম্বর ২টি ২৫ তারিখ থেকে কন্ট্রোল রুম থেকে পরিচালিত হবে। ওই দিন থেকেই কন্ট্রোল রুমে থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এস সুরেশকুমার বিদ্যুৎ বণ্টন বিভাগের সিএমডি-রা। হেল্পলাইনে কোনও অভিযোগ পেলে তা সরাসরি অধস্তন কর্মীদের সঙ্গে যোগাযোগ করে দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা হবে



মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, আমরা গত বারের আমফান  থেকে শিখেছি। আর সেই শিক্ষা থেকেই  আমরা এই কাজটা করতে পারছি। তাই আমরা ঘুর্ণিঝড়ের অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছি। আমাদের আধিকারিকরা গত - দিন ধরেই প্রস্তুতির যাবতীয় কাজ শুরু করে দিয়েছেন। তাই যদি বার ঝড়ের তান্ডব যতই বেশি হোক , আমরা দৃঢ়তার সঙ্গে তার মোকাবিলা করতে পারব

 



হেল্পলাইন নম্বরগুলি যাতে সঠিক ভাবে কাজ করে, কেও অসুবিধায় পড়লে যাতে যোগাযোগ করতে কোনো অসুবিধা ভোগ করতে না হয়, সেজন্য নিচুতলার প্রস্তুতিও ইতিমধ্যে সেরে ফেলেছে বিদ্যুৎ দফতর। উত্তর দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতেই মূলত প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ দফতর।

 

 

সংশ্লিষ্ট জেলাগুলিতে ইতিমধ্যে ১৮,৩০৫টি পোল, ২৫৫ কিমি কন্ডাকটর (ওয়ার), ৪৫০টি ট্রান্সফর্মার সহ সমস্ত সরঞ্জাম পাঠানো হয়েছে। পাশাপাশি, কলকাতা শহর লাগোয়া বজবজ, মহেশতলা, হাওড়া উত্তর ২৪ পরগনায় সিইএসসি অধীনস্থ অঞ্চলগুলির প্রতিটি থানায় ২টি করে বিদ্যুৎ দফতরের দল রাখা হবে বলেও জানানো হয়েছে। যাতে 'ইয়াস' এর প্রভাবে মানুষ কে ভোগান্তিতে না পড়তে হয়


CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post