Best LIC Scheme for Investment : অর্থ বিনিয়োগের
কথা ভাবলেই প্রথম যে জায়গাটির নাম মাথায় ভেসে উঠে সেটি হচ্ছে LIC । ভারতবর্ষের বহু
মানুষ LIC –তে বিনিয়োগ করতে পছন্দ করে । দেশজুড়ে LIC –র বিভিন্ন স্কিম খুবই জনপ্রিয়
। আজ LIC –র একটি দুর্দান্ত স্কিম সম্পর্কে আলোচনা করব । যেখানে বিনিয়োগ করলে ভালো
উপার্জন হবে ।
আজ যে স্কিম
সম্পর্কে আলোচনা করব । সেটি LIC – র Jeevan Pragati Plan । এই স্কিমে বহু মানুষ বিনিয়োগ করা
শুরু করেছে । এখানে বিনিয়োগকারীর অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে
। তাই আজই বিনিয়োগ করুন এই স্কিমে । এই স্কিমে কীভাবে কত টাকা বিনিয়োগ করতে হবে ।
জীবন প্রগতি স্কিম -
যেসব গ্রাহক
এই স্কিমে বিনিয়োগ করতে চান তাদের ২০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে । গ্রাহকদের প্রত্যেক
মাসে ৬ হাজার টাকা করে জমা করতে হবে । অর্থাৎ প্রত্যেক দিন ২০০ টাকা করে জমা করতে হবে
এই স্কিমে । বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর বয়স হতে সর্বনিম্ন ১২ এবং সর্বচ্চ ৪৫ বছর
। এই স্কিমে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীকে গুরুত্বপূর্ণ নথি -জীবন প্রগতি প্ল্যানে লিঙ্ক করতে, তার জন্য গ্রাহকের কয়েকটি গুরুত্বপূর্ণ
নথি থাকতে হবে ।
যেমন - ব্যাঙ্কের
পাসবুক, আধার কার্ড, প্যান কার্ড,
মোবাইল নাম্বার ইত্যাদি ।
কীভাবে ২৮ লক্ষ টাকা পাবেন?
এই
স্কিমের তহবিল গণনা করা হয়, তাহলে ধরে নেওয়া হয় যে
বিনিয়োগকারী প্রত্যেক দিন ২০০ টাকা করে জমা করে । অর্থাৎ সে মাসে ৬ হাজার টাকা করে
জমা করছে এবং বছরে ৭২ হাজার টাকা জমা করবে । এই স্কিমে ২০ বছরের জন্য বিনিয়োগ করা যায়
। এই হিসাব অনুসারে গ্রাহক ১৪ লক্ষ ৪০ হাজার টাকা জমা করবে । এর মাধ্যমেই গ্রাহকের ২৮ লক্ষ টাকার একটি তহবিল তৈরি হবে ।
কীভাবে আবেদন করবেন?
এই সুবিধা
পাওয়ার জন্য গ্রাহকে জীবন প্রগতি
স্কিমের জন্য আবেদন করতে হবে
। তার জন্য তাকে LIC –র অফিসে যেতে হবে । সেখানে গিয়ে একটি আবেদনপত্র নিতে হবে । আবেদনপত্রটি
সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে । তারপর আবেদনপত্র এবং
টাকাটি LIC –র অফিসে জমা দিতে হবে ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন