বিরাট খবর : স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে অবশ্যই দেখুন

State Bank NEFT service internet banking closed 14 hours



করোনা কালে প্রায় সব সরকারি বেসরকারি অফিস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সংক্রমনের প্রকোপ কমানোর জন্য। শুধুমাত্র কয়েকটি অতি প্রয়োজনীয় পরিষেবা চালু রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষকে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। আর সেই অতি প্রয়োজনীয় পরিষেবার মধ্যে অন্যতম হলো ব্যাংক। যদিও ব্যাংকের সময়সীমা কিছুটা কাটছাঁট করা হয়েছে। করোনা পরিস্থিতির জন্য বর্তমানে ব্যাংক সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকে। তবে  গ্রাহক দের কথা চিন্তা করে ইন্টারনেট ব্যাংকিং, এটিএম পরিষেবা গুলি ২৪ ঘন্টা চালু রাখায় কোনো নিষেধাজ্ঞা দেয়নি সরকার।

Cick To Join Our - Whatsapp Group



২১ মে থেকেই অনলাইন পরিষেবার প্রযুক্তিগত উন্নতি শুরু করেছে স্টেট ব্যাঙ্ক। বৃহস্পতিবার ব্যাঙ্ক তার গ্রাহকদের জানায়, এই সময় অনলাইন পরিষেবার একটু সমস্যা হবে। গ্রাহকদের আরও সুবিধার জন্যই এই উন্নতির কাজ করা হচ্ছে।
আর সে জন্য শনিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ১৪ ঘণ্টা স্টেট ব্যাঙ্কের ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (এনইএফটি) পরিষেবা বন্ধ থাকবে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়নো ইয়নো লাইট পরিষেবাও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।


আরও জানানো হয়, ২২ মে ব্যাঙ্কের কাজ শেষ হওয়ার পরে রিজার্ভ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের এনইএফটি পরিষেবার প্রযুক্তিগত উন্নতির কাজ করবে। তাই শনিবার রাত ১২টা ০১ মিনিট থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্কের এনইএফটি পরিষেবা, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়নো ইয়নো লাইট পরিষেবা বন্ধ থাকবে। তবে রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট (আরটিজিএস) পরিষেবা চালু থাকবে। স্টেট ব্যাঙ্কের তরফে টুইট করে কথা জানানো হয়েছে।

ব্যাঙ্কের তরফে গ্রাহকদের এই সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশও করা হয়

 



CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post