প্রধানমন্ত্রী প্রত্যেক ভারতবাসীর ব্যাঙ্ক আকাউন্টে ১৫ হাজার টাকা পাঠাচ্ছেন || জানুন এর সত্যতা !
প্রধানমন্ত্রী প্রত্যেকে ভারত বাসীর আকাউণ্টে ১৫ হাজার টাকা পাঠাচ্ছেন? |
PM Modi gives 15000 rs to the indian people : প্রধানমন্ত্রী প্রত্যেক ভারতবাসীর ব্যাঙ্ক আকাউন্টে ১৫ হাজার টাকা করে পাঠাচ্ছেন এমনই দাবী করা হয়েছে সোশ্যাল মিডিয়ার একটি মেসেজে ।
কি দাবী করা হয়েছে ?
ভাইরাল সেই মেসেজে বলা হয়েছে বর্তমান কঠিন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী সকল ভারতবাসীকে ১৫ হাজার টাকা সাহায্য করছে । এই টাকা পাওয়ার জন্য আপনাকে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফর্ম পুরন করতে হবে ।
অতিরিক্ত কিছু তথ্য
সেই মেসেজে একটি লিঙ্ক দেওয়া হয়েছে । যে লিঙ্কে ক্লিক করলেই আপনার কাছে একটি ওয়েবসাইট খুলে যাবে । যেখানে সব থেকে প্রথমে রয়েছে প্রধানমন্ত্রীর একটি সুন্দর ছবি । ছবির পাশে বড় বড় হরফে '15000 rs' লেখা আছে ।
তাঁর নিচে একটি ক্যাপশন দেওয়া আছে " সবকা সাথ , সবকা বিকাশ" । এবং ছবির নিচে বড় বড় হরফে লেখা আছে " প্রধান মন্ত্রী যোজনা ২০২০" ।
ছবিটির নিচে একটি লেখা স্ক্রলিং করছে । যেখানে হিন্দিতে লেখা আছে "ফর্ম ভর কর আপনে ১৫ হাজার রুপিয়া প্রাপ্ত করে " ।
যার নিচে একটি ফর্ম রয়েছে । যেখানে আপনার নাম , ফোন নাম্বার , ঠিকানা এবং পিন কোড দেওয়ার জায়গা রয়েছে । দাবী করা হচ্ছে আপনাকে ১৫ হাজার টাকা পেতে গেলে এই ফর্ম পূরণ করতে হবে ।
নিচে সেই অয়েবসাইট টির স্ক্রিনশট দেওয়া হল -
নিচে সেই অয়েবসাইট টির স্ক্রিনশট দেওয়া হল -
ভাইরাল মেসেজটির সত্য না মিথ্যা ?
এই ভাইরাল সম্পুর্ন মিথ্যা । প্রত্যেক ভারতবাসীর ব্যাঙ্ক আকাউণ্টে ১৫ হাজার টাকা দেওয়ার কোন ঘোষনা প্রধানমন্ত্রীর তরফ থেকে করা হয় নি । এই ভাইরাল মেসেজে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে একটি ফর্ম দেওয়া হয়েছে । এই ফর্ম পূরণ করলেই আপনার নাম , ফোন নাম্বার তাদের কাছে চলে যাবে । এবং সেই তথ্য তারা যেমন খুশি ভাবে ব্যবহার করতে পারে ।
অর্থাৎ সেই তথ্য নিয়ে আপনার ব্যাঙ্ক আকাউণ্টেও হানা দিতে পারে । তাই ১৫ হাজার টাকা পাওয়ার লোভে এই ধরনের কোন ফর্ম ফিলাপ করবেন না । নাহলে হয়তো ব্যঙ্কে যেটুকু টাকা আছে সেটাও হারাতে পারেন ।
এবিষয়ে PIB FACT CHECK টুইটার হ্যান্ডেল ও এই মেসেজটিকে মিথ্যা বলে টুইট করেছে -
दावा : कठिन परिस्तिथियों के बीच, पीएम हर भारतीय को 15 हजार रुपय की मदद दे रहे हैं जिसे प्राप्त करने के लिए दिए गए लिंक पर क्लिक करके फॉर्म भरना होगा।— PIB Fact Check (@PIBFactCheck) April 14, 2020
तथ्य :यह दावा बिलकुल झूठ है,व दिया गया लिंक फर्जी है|
कृप्या अफवाहों और जालसाज़ों से दूर रहें| pic.twitter.com/BrgEJYeUCW
প্রধানমন্ত্রী কি তাহলে ব্যাঙ্কে টাকা পাঠাচ্ছে না ?
করোনা ভাইরাস মোকাবিলায় প্রধান মন্ত্রী একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন । যার নাম দেওয়া হয়েছে "প্রধানমন্ত্রী গরীব কল্যান প্যাকেজ" । এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী ৫০০ টাকা করে লক্ষ কোটি ব্যাঙ্কে এই টাকা পাঠাচ্ছেন । তবে এই টাকা পাওয়ার জন্য কোন ফর্ম পূরণ করার দরকার নেই ।
কেন্দ্রীয় সরকারের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুসারে আপনি এই প্রকল্পের আওতায় এলে আপনার আকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে এই ৫০০ টাকা ঢুকে যাবে । এর জন্য কোথাও কোন ফর্ম ফিলাপ করতে হবে না । কোন নেতা মন্ত্রীকেও ধরার দরকার নেই ।
তবে সব ধরনের সেভিংস আকাউণ্টে এই টাকা ঢূকছে না । প্রধানমন্ত্রী ডাকে যে জন ধন আকাউন্ট খোলা হয়েছিল শুধুমাত্র সেই আকাউণ্টেই এই ৫০০ টাকা জমা পড়ছে ।
প্রধানমন্ত্রী গরীব কল্যান প্যাকেজ সম্বন্ধিত বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন ।
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE
You are great sir
ReplyDeleteThis is fake news friends, They can steal your details,
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন