প্রকাশ্য এলাকায় থুতু ফেললে হবে জেল ও জরিমানা || গুটকা,তামাক,মদ বিক্রি বন্ধের নির্দেশ

Strict Ban on Sale of Liquor , Gutka and Tobacco
গুটকা,তামাক,মদ বিক্রি বন্ধের নির্দেশ


Strict Ban on Sale of Liquor , Gutka and Tobacco :  করোনা মোকাবিলায় মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স এর তরফ জারি করা হল জাতীয় নির্দেশিকা । যেখানে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে পাবলিক এলাকা , কর্মক্ষেত্র , এবং শিল্প ক্ষেত্র গুলির ক্ষেত্রে । চলুন দেখে নেওয়া যাক সাধারন মানুষের জন্য কি  কি নির্দেশ জারি হল -

সার্বজনীন এলাকায় প্রদত্ত নির্দেশ


১ . সার্বজনীন এলাকা বা প্রকাশ্য এলাকায় এবং কর্মক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামুলক করা হল ।

২. যারা সার্বজনীন এলাকা , কর্মক্ষেত্রে  বা পরিবহন ক্ষেত্রে দায়িত্বে আছেন তাদের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে ।

৩. দেশের কোন প্রতিষ্ঠানই প্রকাশ্য এলাকায় ৫ জন বা তাঁর বেশি জমায়েত করতে পারবে না ।

৪. যেকোনধরনের বিবাহ অনুষ্ঠান অথবা মৃতদেহের সৎকার্য করতে হলে তা জেলা শাসকের তত্বাবধানে করতে হবে ।

৫. প্রকাশ্য এলাকায় থুতু ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গন্য হবে । জরিমানাও করা হতে পারে ।

৬. গুটকা,তামাক,মদ বিক্রি বন্ধের নির্দেশ ।
  

কর্মক্ষেত্রে প্রদত্ত নির্দেশ


১. প্রত্যেক কর্মক্ষেত্রে তাপমাত্রা স্ক্রিনিং এর ব্যবস্থা থাকতেই হবে । একইসাথে উপযুক্ত জায়গায় স্যানিটাইজার থাকতে হবে । 

২. প্রত্যেক শিফট এর মধ্যে অন্ততপক্ষে এক ঘণ্টার তফাৎ থাকতে হবে । লাঞ্চ ব্রেক যেন অবশ্যই সামাজিক দুরত্ত্ব বজায় রেখে করা হয় ।

৩. ৬৫ বছরের উর্ধ্বের মানুষ , অন্য রোগে আক্রান্ত মানুষ , এবং ৫ বছর বা তাঁর কম বয়সের শিশুর পিতামাতাকে ঘরে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

৪. সকল সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের কর্মীদের আরোগ্য সেতু App টি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে ।

৫. প্রত্যেক শিফটের মাঝে যেন সকল কর্মক্ষেত্রের এলাকাকে স্যানিটাইজ করা হয়  ।

৬. কর্মক্ষেত্রে বড় মিটিং না করার নির্দেশ ।


উৎপাদন ক্ষেত্রে কিছু নির্দেশ 

১. উৎপাদন ক্ষেত্রের সাধারন এলাকাগুলিকে নিয়মিত পরিস্কার করতে হবে । এবং হাত ধোয়ার বাধ্যতামূলক ব্যবস্থা থাকতে হবে । 

২.   দুটি শিফট এর মধ্যে যেন অবশ্যই কিছুটা সময় পার্থক্য থাকতে হবে । ক্যান্টিনে সামাজিক দূরত্ব বজায় রাখার উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে । 

৩. স্বাস্থ্যবিধি সম্পর্কিত ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে ।




    MOST IMPORTANT LINKS    

শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post