৩ রা মে পর্যন্ত দেশের সমস্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বাতিল করল ভারতীয় রেল

Extended Cancellation of Passenger Train Services
যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ


Extended Cancellation of Passenger Train Services: ভারতীয় রেল বিশেষ এক নোটিশ জারি করে সমস্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের যে নির্দেশ তাঁর সময়সীমা ৩ রা পর্যন্ত বর্ধিত করা হল ।

করোনা পরিস্থিতি মোকাবিলার কারনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । নোটিশে বলা হয়েছে মেল , প্যাসেঞ্জার , মেট্রো তথা সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচলই বন্ধ থাকবে আগামী ৩রা মে পর্যন্ত । 

তবে সেই মর্মে এও বলা হয়েছে সমস্ত যাত্রীদের তাদের ভাড়ার সবটুকুই ফেরৎ দিয়ে দেওয়া হবে । কবে ট্রেন চলাচল আবার পুনরায় শুরু হবে তা পরিস্থিতির উপর বিবেচনা সিদ্ধান্ত নেওয়া হবে ।

মালবাহী এবং পার্সেলবাহী ট্রেনের ক্ষেত্রে অবশ্য ছাড় দেওয়া হয়েছে । তা আগের মতই চলবে । 





    MOST IMPORTANT LINKS    

শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post