RRB Calender 2024

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বছরে বিভিন্ন সময় নানান পদে নিয়োগের পরীক্ষা নেয় । যেমন - লোকোপাইলট, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি । রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে তাদের সারা বছরের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে । RRB Annual Calendar প্রকাশ করা হয়েছে । যেখানে সমস্ত পদের জন্য কবে কোন পরীক্ষা নেওয়া হবে সেই তথ্য জানানো হয়েছে এই ক্যালেন্ডারের মাধ্যমে । RRB –র অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । চলুন দেখে নেওয়া যাক রেলের চাকরির জন্য কবে কোন পরীক্ষা নেওয়া হবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য     

কবে কোন পদের পরীক্ষা নেওয়া হবে ?

বার্ষিক কর্মসূচি অনুসারে কোন পদে কবে পরীক্ষা নেওয়া হবে তার তথ্য নিচে দেওয়া হল ।

১) অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হবে । এই পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলবে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ।

২) এরপর এপ্রিল মাস থেকে নিয়োগ করা হবে টেকনিশিয়ান পদের জন্য । যেটি চলবে জুন মাস পর্যন্ত ।

৩) এছাড়া নন-টেকনিকাল পদের জন্যও প্রার্থী নির্বাচন করা হবে । নন-টেকনিক্যাল বিভাগের মধ্যে আছেতিনটি পে লেভেলের গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল বিভাগের নিয়োগ ২০২৪ সালের জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই এই পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে । 

৪) মিনিস্টারিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিতে নিয়োগ হবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে

 
ALP পদে কর্মী নিয়োগ –

 

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০/০১/২০২৪ থেকে । যেখানে ৫৬৯৬ টি শূন্যপদে প্রার্থী নির্বাচন করা হবে । আগামী ১৯/০২/২০২৪ তারিখ পর্যন্ত এই পদে আবেদন করা যাবে । প্রার্থীদের জন্য একটি বিশেষ সুবিধা রয়েছে । আবেদন করার সময় আবেদনে কোন ভুল থাকলে সেটি সংশোধন করা যাবে । প্রার্থীরা ভুল আবেদনপত্র সংশোধন করতে পারবে ২০/০২/২০২৪ – ২৯/০২/২০২৪ পর্যন্ত । রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বার্ষিক সময়সূচিতে অনুসারে সবার আগে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য নিয়োগ করা হবে

ALP নিয়োগের পরীক্ষা কবে হবে?

 

জানা যাচ্ছে, ২০২৪ সালেই এই পদের পরীক্ষা নেওয়া হবে । জুন আগস্ট মাসের মধ্যেই এই পদের জন্য সিবিটি মোডের পরীক্ষা হবে । দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে সেপ্টেম্বর মাসে এবং অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে নভেম্বর মাসে । বাছাই করা প্রার্থীদের ডকুমেন্ট যাচাইয়ের জন্য ডাকা হবে ২০২৪ এর শেষদিকে

টেকনিশিয়ান পদে নিয়োগ –

জানা যাচ্ছে, এই পদের পর টেকনিশিয়ান পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে । এই পদে ৯০০০ টি শূন্যপদ থাকবে । আগামী মার্চ মাসেই এই পদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে । যেটি চলবে এপ্রিল মাস পর্যন্ত । 


RRB CALANDER 2024 - Download Now



প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

 

 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post