রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বছরে বিভিন্ন সময় নানান পদে নিয়োগের পরীক্ষা নেয় । যেমন
- লোকোপাইলট, ইঞ্জিনিয়ার,
টেকনিশিয়ান,
জুনিয়র
অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি । রেলওয়ে রিক্রুটমেন্ট
বোর্ডের তরফে তাদের সারা বছরের পরীক্ষার সময়সূচি
প্রকাশ করা হয়েছে । RRB Annual Calendar প্রকাশ করা হয়েছে । যেখানে সমস্ত পদের জন্য কবে কোন
পরীক্ষা নেওয়া হবে সেই তথ্য জানানো হয়েছে এই ক্যালেন্ডারের মাধ্যমে । RRB –র অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে
। চলুন দেখে নেওয়া যাক রেলের
চাকরির জন্য কবে কোন পরীক্ষা নেওয়া হবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য ।
কবে কোন পদের পরীক্ষা নেওয়া হবে ?
বার্ষিক কর্মসূচি অনুসারে কোন পদে
কবে পরীক্ষা নেওয়া হবে তার তথ্য নিচে দেওয়া হল ।
১)
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট
নিয়োগ করা হবে । এই পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলবে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ।
২)
এরপর এপ্রিল মাস থেকে নিয়োগ করা হবে টেকনিশিয়ান পদের জন্য । যেটি চলবে জুন মাস পর্যন্ত ।
৩)
এছাড়া নন-টেকনিকাল পদের জন্যও প্রার্থী নির্বাচন করা হবে । নন-টেকনিক্যাল বিভাগের মধ্যে আছে – তিনটি পে লেভেলের গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল বিভাগের নিয়োগ । ২০২৪ সালের জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই এই পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে ।
৪)
মিনিস্টারিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিতে নিয়োগ হবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের
মধ্যে ।
ALP পদে কর্মী নিয়োগ –
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া
শুরু হয়েছে ২০/০১/২০২৪ থেকে । যেখানে ৫৬৯৬ টি শূন্যপদে প্রার্থী নির্বাচন করা
হবে । আগামী ১৯/০২/২০২৪ তারিখ পর্যন্ত এই পদে আবেদন করা যাবে । প্রার্থীদের জন্য
একটি বিশেষ সুবিধা রয়েছে । আবেদন করার সময় আবেদনে কোন ভুল থাকলে সেটি সংশোধন করা যাবে
। প্রার্থীরা ভুল আবেদনপত্র সংশোধন করতে পারবে ২০/০২/২০২৪ – ২৯/০২/২০২৪ পর্যন্ত । রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বার্ষিক সময়সূচিতে
অনুসারে সবার আগে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের
জন্য নিয়োগ করা হবে ।
ALP নিয়োগের পরীক্ষা কবে হবে?
জানা যাচ্ছে, ২০২৪ সালেই এই পদের
পরীক্ষা নেওয়া হবে । জুন ও আগস্ট মাসের মধ্যেই এই পদের জন্য সিবিটি মোডের পরীক্ষা হবে । দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে সেপ্টেম্বর মাসে এবং অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে নভেম্বর মাসে
। বাছাই করা প্রার্থীদের ডকুমেন্ট যাচাইয়ের জন্য ডাকা হবে ২০২৪
এর শেষদিকে ।
টেকনিশিয়ান পদে নিয়োগ –
জানা যাচ্ছে, এই পদের পর
টেকনিশিয়ান পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে । এই পদে ৯০০০ টি শূন্যপদ থাকবে ।
আগামী মার্চ মাসেই এই পদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে । যেটি চলবে এপ্রিল মাস
পর্যন্ত ।
RRB CALANDER 2024 - Download Now
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন