Handmade Jewelry Business : আজকের প্রতিবেদনে
আমরা একটি দুর্দান্ত ব্যবসা নিয়ে আলোচনা করব । যা খুব সহজেই বাড়িতে বসে করা যাবে ।
বাড়ির মহিলা স্ব-নির্ভর করে তুলছে এই ব্যবসা । আজ যে ব্যবসার কথা বলব সেটি হচ্ছে অলংকার
তৈরির ব্যবসা । অলংকারের ব্যবসায় আপনাকে স্ব-নির্ভর করে তুলবে । মাত্র কিছু টাকা বিনিয়োগ
করে বাড়িতেই শুরু করে ফেলুন এই ব্যবসা ।
অলংকার এমন
একটি জিনিস যা নারীর সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে
দেয় । গহনা ভালোবাসে না এরকম নারী হয়তো খুঁজেই পাবেন না । তাহলে ভেবে দেখুন তো এই জিনিসের
ব্যবসা শুরু করলে কেমন হবে । তবে আজ সোনা, রুপো বা মুক্তার গহনার কথা বলবো না । আজ
আমরা কথা বলবো কাঠের গহনার ব্যবসার বিষয়ে । মেয়েরা সোনা, রুপো, হিরে, মুক্তার গহনার পাশাপাশি মাটির এবং কাঠের
গহনাও পরতে ভালোবাসে । বর্তমানে এইসবের বেশ চাহিদা রয়েছে । তাই এই ব্যবসা শুরু করলে
মাসিক আয় হবে ভালো ।
সোনা,
রুপো, হিরে, মুক্তার মত ভারি গহনার পাশাপাশি অফিস
হোক বা ঘুরতে যাওয়া
পোশাকের সঙ্গে তাল মিলিয়ে কাঠের গহনা পরতে দেখা যায় ।
বর্তমানে বহুমূল্যের গহনার
সঙ্গে পাল্লা দিচ্ছে কাঠের অলংকার । ট্রেন্ডিং কাঠের তৈরি
নানা অলংকার গৃহবধূদের স্ব – নির্ভর হতে
সাহায্য করছে ।
এই গহনা তৈরি
করার জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন নেই । কাঠ, সুতো ও
বিভিন্ন ধরনের পুঁথি লাগে এই অলংকার বানাতে । খুব সহজেই
হাতের মাধ্যমে নানান অলংকার বানানো যায় । গহনা বানানোর পর সেগুলিকে অ্যাক্রলিক
রঙের প্রলেপ দেওয়া হয় যাতে তার সৌন্দর্য
আরও বেড়ে যায় । কাঁচামাল কিনতে খুব বেশি খরচ হবে না । সামান্য পরিশ্রমে মাসে ভালো টাকা
ইনকাম করতে পারবেন । এই ধরনের নানান গহনা গুলি খুব সহজেই ২৫০ – ৩০০ টাকায় বিক্রি করতে পারবেন ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন NIOS NEWS হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন