WB Govt Announce Giving 10000 rs : পূজোর আগেই বিরাট সুখবর । দ্বিতীয়ার দিন বড় ঘোষণা রাজ্য সরকারের । ছাত্র – ছাত্রীদের জন্য বিরাট সুখবর । দূর্গা পূজোর আগেই পাওয়া যাবে ট্যাবের টাকা । শুক্রবার অর্থাৎ আজ থেকেই ট্যাবলেট কেনার জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের টাকা ঢোকানো হবে । একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে পাবে । নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে, দূর্গা পূজোর আগেই পড়ুয়ারা ট্যাবের টাকা পেয়ে যাবে । ১৬ লক্ষ পড়ুয়া এই টাকা পাবে । জানা যাচ্ছে এর জন্য মোট ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে ।
জানা যাচ্ছে, আরও আগে এই টাকা দেওার কথা ছিল । রাজ্য সরকারের সেপ্টেম্বর
মাসেই ট্যাবের টাকা দেওার কথা ছিল । কিন্তু বন্যা পরিস্থির কারণে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল । কিন্তু দেরি হলেও,
আজ দ্বিতীয়ার দিন রাজ্য সরকার ঘোষণা করেছেন । পূজোর আগেই সমস্ত একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ট্যাবের
টাকা পেয়ে যাবে ।
রাজ্য সরকার এই প্রকল্পটির নাম দিয়েছে ‘তরুণের স্বপ্ন’ । এই প্রকল্পের মূল
উদ্দেশ্য ডিজিটাল শিক্ষা
। প্রথম দিকে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এই টাকা দেওয়া হত কিন্তু পরে একাদশ
শ্রেণীর পড়ুয়াদের এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাই একাদশ এবং দ্বাদশ
শ্রেন্র পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে ট্যাব কেনার জন্য । এই টাকা সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাশাপাশি মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুলের পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পায় ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন NIOS NEWS হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন