WB Govt Announce Giving 10000 rs

WB Govt Announce Giving 10000 rs : পূজোর আগেই বিরাট সুখবর । দ্বিতীয়ার দিন বড় ঘোষণা রাজ্য সরকারের । ছাত্র – ছাত্রীদের জন্য বিরাট সুখবর । দূর্গা পূজোর আগেই পাওয়া যাবে ট্যাবের টাকা । শুক্রবার অর্থাৎ আজ থেকেই ট্যাবলেট কেনার জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের টাকা ঢোকানো হবে । একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে পাবে । নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে, দূর্গা পূজোর আগেই পড়ুয়ারা ট্যাবের টাকা পেয়ে যাবে । ১৬ লক্ষ পড়ুয়া এই টাকা পাবে । জানা যাচ্ছে এর জন্য মোট ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে

জানা যাচ্ছে, আরও আগে এই টাকা দেওার কথা ছিল । রাজ্য সরকারের সেপ্টেম্বর মাসেই ট্যাবের টাকা দেওার কথা ছিল । কিন্তু বন্যা পরিস্থির কারণে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল । কিন্তু দেরি হলেও, আজ দ্বিতীয়ার দিন রাজ্য সরকার ঘোষণা করেছেন । পূজোর আগেই সমস্ত একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ট্যাবের টাকা পেয়ে যাবে ।  

রাজ্য সরকার এই প্রকল্পটির নাম দিয়েছে তরুণের স্বপ্ন’ । এই প্রকল্পের মূল উদ্দেশ্য ডিজিটাল শিক্ষা । প্রথম দিকে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এই টাকা দেওয়া হত কিন্তু পরে একাদশ শ্রেণীর পড়ুয়াদের এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাই একাদশ এবং দ্বাদশ শ্রেন্র পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে ট্যাব কেনার জন্য । এই টাকা সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাশাপাশি মাদ্রাসা সংখ্যালঘু স্কুলের পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পায় ।

 এই পোস্টটি আপনার জন্য কতটা উপকারী হল, তা আমাদের জানান। শেয়ার করতে ভুলবেন না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন NIOS NEWS হোয়াটস অ্যাপ চ্যানেলে

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post