Commercial LPG Cylinder Price Hike : সামনেই পূজো
তার আগেই বাড়ল রান্নান গ্যাসের দাম । শুনেই কপালে হাত মানুষজনের । প্রায় ৫০ টাকার কাছাকাছি
বেড়েছে গ্যাসের দাম । সেপ্টেম্বর মাসের পর অক্টোবরেও রেহায় পেলনা গ্রাহকেরা । সেপ্টেম্বর
মাসে LPG সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ৩৯ টাকা । পূজোর আগে গ্যাসের দাম বাড়ায় বহু
মানুষ চিন্তায় পড়ে গেছেন । পর পর দুই মাসে বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম ।
অক্টোবরে
গ্যাসের দাম বেড়েছে ঠিকই, তবে সেটি বাণিজ্যিক LPG সিলিন্ডারের । গৃহস্থালীর ১৪ কেজি ওজনের
সিলিন্ডারে কোনরকম দাম বাড়ানো
হয়নি । তেল বিপন্ন সংস্থা গুলি জানিয়েছেন, ১৯ কেজি বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ৪৮.৫০ টাকা
বাড়ানো হয়েছে । সেপ্টেম্বর মাসে বাণিজ্যিক
সিলিন্ডারের দাম বাড়িয়ে ১,৬৯১.৫০ টাকা দাম
হয়েছিল । এর পাশাপাশি ৫
কেজির ফ্রি ট্রেড LPG সিলিন্ডারের দাম বেড়েছে ১২ টাকা করে
।
প্রত্যেক মাসের শুরুতেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফে রান্নার গ্যাস এবং জেট ফুয়েলের সংশোধিত দাম ঘোষণা করা হয় । বাজারের অবস্থা দেখে দাম কমানো এবং বাড়ানো হয় । এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম, বৈদেশিক মুদ্রার হার, কর নীতি এবং সরবরাহ ও চাহিদা অনুসারে বেশ কিছু বিষয়ের উপর গ্যাসের দাম পরিবর্তন হয়ে থাকে । বিশেষজ্ঞদের মতে, দুর্গাপুজো এবং দীপাবলির মতো বড় উৎসবের আগে গ্যাসের দাম বাড়ার ফলে ব্যবসায়িক জগতে বড় প্রভাব পরবে বলে মনে করা হচ্ছে ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন NIOS NEWS হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন