Bank Holiday List in October 2024

 Bank Holiday List in October 2024 : অক্টোবর মাসে ব্যাংকে কোন গুরুত্বপূর্ণ কাজ আছে নাকি ? থাকলে শীঘ্রই সমস্ত কাজ শেষ করে নিন । চলতি মাসে বেশ কিছুদিন বন্ধ থাকবে ব্যাংক । ইতিমধ্যেই পূজোর মরশুম পড়ে গেছে । রাত পোহালেই আগামী কাল মহালয়া । এই মাসে বেশ কিছুদিন ব্যাংক বন্ধ থাকবে । তাই হুট করে ব্যাংকে পৌঁছে যাবেন না । ব্যাংকে যাওয়ার আগে জেনে নিন কবে কবে ব্যাংক বন্ধ থাকবে ।

শনিবার রবিবারের পাশাপাশি বিভিন্ন উৎসব, জাতীয় ছুটি, আঞ্চলিক ধর্মীয় উৎসবের জন্য ব্যাংক বন্ধ থাকে । যে ছুটিগুলি রাজ্যভেদে পরিবর্তিত হয়। তাই ব্যাঙ্কে জরুরি কোনো কাজ থাকলে, আগে থেকেই আপনার স্থানীয় ব্যাঙ্ক শাখার সঙ্গে যোগাযোগ করে ছুটির তালিকা দেখে নেওয়া উচিত।

 

২০২৪ সালের অক্টোবরের ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা:

)  ০১/১০/২০২৪ তারিখ জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের কারণে ছুটি।  

) ০২/১০/২০২৪ তারিখ মহাত্মা গান্ধী জয়ন্তী/মহালয়া অমাবস্যা 

) ০৩/১০/২০২৪ তারিখ নবরাত্রি শুরু (রাজস্থানে বন্ধ ব্যাঙ্ক)

) ০৬/১০/২০২৪ তারিখ সাপ্তাহিক ছুটি - রবিবার

) ১০/১০/২০২৪ তারিখ মহা সপ্তমী/দুর্গাপুজো/দশেরা

) ১১/১০/২০২৪ তারিখ মহাষ্টমী/মহানবমী

) ১২/১০/২০২৪ তারিখ বিজয়া দশমী মাসের দ্বিতীয় শনিবার

) ১৩/১০/২০২৪ তারিখ সাপ্তাহিক ছুটি - রবিবার

) ১৪/১০/২০২৪ তারিখ গ্যাংটক দুর্গাপুজো এবং দশেরা।

১০) ১৬/১০/২০২৪ তারিখ লক্ষ্মী পুজো

১১) ১৭/১০/২০২৪ তারিখ মহর্ষী বাল্মীকী জয়ন্তী (কর্ণাটক, অসম, হিমাচলে বন্ধ ব্যাঙ্ক)

১২) ২০/১০/২০২৪ তারিখ সাপ্তাহিক ছুটি - রবিবার

১৩) ২৬/১০/২০২৪ তারিখ যোগদান দিবস (জম্মু কাশ্মীর)  এবং মাসের চতুর্থ শনিবার

১৪)  ২৭/১০/২০২৪ তারিখ সাপ্তাহিক ছুটি - রবিবার

১৫) ০৩/১০/২০২৪ তারিখ দীপাবলি কালীপুজো

 

অক্টোবর মাসে ব্যাঙ্কের ছুটির সংখ্যা বেশিরভাগই স্থানীয় উৎসব এবং শনিবার রবিবারের কারণে। আপনার যদি ব্যাঙ্কে জরুরি কোনো কাজ থাকে, তাহলে অবশ্যই ছুটির দিনগুলো মাথায় রেখে আগাম পরিকল্পনা করুন এবং ছুটির দিন গুলি বাদ দিয়ে ব্যাংকে যান ।

Disclaimer

এই প্রবন্ধে প্রদত্ত তথ্যগুলি নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। তবে, স্থানীয় ব্যাঙ্ক শাখার সঙ্গে যোগাযোগ করে ছুটির তালিকা যাচাই করে নেওয়া উচিত। প্রবন্ধের বিষয়বস্তু শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং এটি কোনো আইনি পরামর্শ হিসেবে গণ্য করা উচিত নয়।

 এই পোস্টটি আপনার জন্য কতটা উপকারী হল, তা আমাদের জানান। শেয়ার করতে ভুলবেন না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন NIOS NEWS হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post