Vishwakarma Yojana Apply Online


Vishwakarma Yojana Apply Online : কেন্দ্র সরকারের নতুন একটি স্কিমের খবর নিয়ে চলে এসেছি । মহিলাদের জন্য একটি দুর্দান্ত স্কিম । মহিলাদের স্বনির্ভর করার জন্য কেন্দ্র সরকারের অনেক স্কিম রয়েছে । তার মধ্যে এটি হচ্ছে একটি নতুন স্কিম । বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রী
বিশ্বকর্মা যোজনা সম্পর্কে শোনা যাচ্ছে । এই স্কিমে কেন্দ্র সরকারের পরিচালিত একটি নতুন স্কিম । এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কারিগরি শিক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় । এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের আর্থিক সাহায্যের মাধ্যমে স্বনির্ভর করে তোলার চেষ্টা করা হচ্ছে । এই প্রকল্পের অধীনস্থ একটি পরিকল্পা হচ্ছে Free Sewing Machine’ প্রদান প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন কেনার জন্য আর্থিক সাহায্য করা হয় এবং সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় ।  

বিনামূল্যে সেলাই মেশিন স্কিম ২০২৪ (Free Sewing Machine) –

দেশের পিছিয়ে পড়া এবং আর্থিক ভাবে অনগ্রসর মহিলাদের জন্য কেন্দ্র সরকার নানান স্কিম চালু করেছেন । তার মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন স্কিম ২০২৪ হচ্ছে একটি । প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার একটি গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে এটি । যে স্কিমের মাধ্যমে মহিলাদের সেলাইয়ের কাজ শেখানো এবং মেশিন কেনার জন্য আর্থিক সাহায্য করা হয় । এই স্কিমের মাধ্যমে প্রত্যেক উপভোক্তাদের ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয় । জানা গেছে, ২০২৪ সালে টাকার পরিমাণ বাড়ানো হবে । মহিলাদের স্বনির্ভর করার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে । এই টাকাটি সেলাই মেশিন কেনার জন্য দেওয়া হবে তাদের । ইতি মধ্যেই এই প্রকল্পে আবেদন শুরু হয়ে গেছে । দেশের বিভিন্ন প্রান্তের প্রশিক্ষণ কেন্দ্র গুলিতে আবেদনকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । এই স্কিমে আবেদন করার কোন সময়সীমা নেই । আবেদন করতে চাইলে প্রার্থীরা সংশ্লিষ্ট জেলা অথবা ব্লক দপ্তরের অফিস থেকে বিস্তারিত তথ্য জানতে পারে ।

প্রার্থীর যোগ্যতা –

এই স্কিমে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেআর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর মহিলাদের আবেদন করার জন্য বয়স হতে হবে ২০ – ৪০ এর মধ্যে । আবেদনকারীর মাসিক পারিবারিক আয় হতে হবে ১২ হাজার টাকা

কীভাবে আবেদন করবেন ?

১) প্রার্থীকে প্রশিক্ষণ নেওয়া জন্য প্রথমে আবেদন করতে হবে ।

২) কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।

৩) ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন সেখানে নানা ধরণের প্রশিক্ষণের জন্য আলাদা আলাদা আবেদনপত্র রয়েছে ।

৪) ওখান থেকে সেলাই সংক্রান্ত আবেদনপত্র বেছে নিয়ে সঠিক ভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং সেটি জমা করতে হবে ।

৫) আবেদনপত্র জমা করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাছের প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে হবে ।

৬) প্রশিক্ষণ সম্পূর্ণ হলে প্রার্থীকে সেলাই মেশিন কেনার জন্য আর্থিক সাহায্য করা হবে ।

আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

১. আধার কার্ড

২. বার্থ সার্টিফিকেট

৩. ইনকাম সার্টিফিকেট

৪. প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)

৫. বিধবা সার্টিফিকেট (যদি থাকে)

৬. মোবাইল নম্বর

 প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।  


আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now


 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post