Krishan Bikash Patra : আমরা প্রত্যেকেই আর্থিক সঞ্চয় করতে ভালোবাসি । কিন্তু নানান কারণে সেটি করা হয় না । ভবিষ্যৎ এর কথা ভেবে আর্থিক সঞ্চয় করা উচিৎ । ভবিষ্যৎ সুরক্ষিত ক্ষেত্রে অর্থিক সঞ্চয় অতন্ত্য গুরুত্বপূর্ণ । বিনিয়োগ করতে চাইলেও বিনিয়োগের সঠিক স্থান খুঁজে পাওয়া যায় না । আমরা বুঝতে পারিনা কোথায় বিনিয়োগ করলে ভালো লাভ হবে । আর্থিক সঞ্চয় করলেই তো হয় না, সেখান থেকে লাভ না হলে বিনিয়োগ করে কোন লাভ নেই । আমাদের জন্য ভালো অপশন বলা যেতে পারে, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প । সরকারি বহু স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ নিশ্চিত ভাবেই ভালো রিটার্ন পাবেন । আজ কয়েকটি প্রকল্পের কথা বলবো, যেখানে বিনিয়োগ করলে টাকা হতে পারে দিগুন ।
কিষাণ বিকাশ পত্র –
কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্টটি
পোস্ট অফিস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা পঞ্জাব ন্যাশেনাল ব্যাংকের মতো সরকারি মালিকানাধীন
ব্যাঙ্কগুলির শাখায় খোলা যাবে । এই অ্যাকাউন্ট খোলার সময় বিনিয়োগ করার কোন উচ্চ সীমা
নেই । এই প্রকল্পে আরও একটি দারুন সুবিধা হচ্ছে, আপনি এই স্কিমে নুন্যতম ১০০০ টাকা
বিনিয়োগ করতে পারবেন । আপনি চাইলেই লক্ষাধিক টাকা বিনিয়োগ করতে পারেন এই স্কিমে । এখন
এই স্কিমে বছরে ৭.৫% সুদ দেওয়া হচ্ছে ।
এই স্কিমে
বিনিয়োগ করলে, মাত্র কয়েক বছরের মধ্যেই আপনার টাকা হয়ে যেতে পারে দিগুন । মাত্র কিছুদিন
বিনিয়োগ করলেই দিগুন রিটার্ন পাবেন । এটি হচ্ছে একটি একক বিনিয়োগ প্রকল্প । এর মানে
হচ্ছে এই স্কিমে একবারই বিনিয়োগ করতে হবে । এই স্কিমে বারবার কিস্তিতে টাকা জমা করার দরকার নেই । একটি কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট ১৮ বছর বা তার থেকে বেশি বয়সী ব্যক্তিদের দ্বারা যৌথভাবে অ্যাকাউন্ট খোলা যেতে পারে । এছারাও নাবালকদের জন্য তাদের অভিভাবকরা এই অ্যাকাউন্ট খুলতে পারে ।
এই স্কিমে আপনি যত টাকা বিনিয়োগ করবেন আপনার
সেই টাকাটি ১১৫ মাসে দিগুন হবে । ১১৫ মাস শুনে আপনাদের মনে হবে অনেক সময় । কিন্তু হিসাব
করে দেখলে মাত্র ৯ বছর ৭ মাসে টাকা দিগুন হবে । যদি আপনি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন
তাহলে সেটি ৯ বছর পরে ১০ লক্ষ টাকায় এসে পৌঁছাবে ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন