LPG Cylinder Price Reduction

LPG Cylinder Price Reduction : সাধারণের মানুষের জন্য সুখবর । ১ লা এপ্রিল কমল গ্যাসের দাম । দির্ঘ ৩ মাস ধরে গ্যাস দাম বেরেছিল । চলতি বছরে শুরু থেকেই গ্যাসের দাম বেড়ে চলেছে । জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গ্যাসের দাম কমার বদলে বেড়েই গেছে । মার্চ মাসে প্রত্যেক সিলিন্ডার পিছু ২৫.৫০ টাকা বেড়েছিল । কিন্তু শেষমেশ এপ্রিল মাসে এসে দাম কমল গ্যাসের । এবার তেল কোম্পানি গ্যাসের দাম কমিয়েছে । চলতি বর্ষের ১ লা এপ্রিল গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে । ৩০.৫০ টাকা কমানো হয়েছে গ্যাসের দাম । কমানো হয়েছে কমার্শিয়াল এলপিজি- দাম অর্থাৎ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম । তবে আমরা বাড়িতে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি তার দামে কোন রকম পরিবর্তন আসেনি । বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম একই রয়েছে ।

কোথায় কত কমেছে ?

১. কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৩০ টাকা

২. দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৩০.৫০ টাকা

৩. চেন্নাইয়ে সিলিন্ডারের দাম কমেছে ৩০.৫০ টাকা

৪. মুম্বাইয়ে গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৩১.৫০ টাকা

কোথায় কত দাম?

১. আগে কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯১১ টাকা । গ্যাস সিলিন্ডারের দাম কমার ফলে কলকাতায় এখন গ্যাস সিলিন্ডারের দাম ১৮৭৯ টাকা

২. দিল্লিতে এলপিজি সিলিন্ডার আগে পাওয়া যাচ্ছিল ১৯৯৫ টাকায় । যার বর্তমান দাম ১৭৬৪.৫০ টাকা

৩. মুম্বইয়ে পূর্বে সিলিন্ডারের দাম ছিল ১৭৯৪ টাকা যেটি এখন কমে হয়েছে ১৭১৭.৫০ টাকা

৪. বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমার পর চেন্নাইয়ে এখন ১৯৩০ টাকায় পাওয়া যাবে গ্যাস ।

বর্তমানে বাড়ির গ্যাস সিলিন্ডারের দাম –

আগেই বলেছি শুধুমাত্র বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে । ১৪. কেজি-  বাড়ির গ্যাস সিলিন্ডারে কম দাম কমেনি । পূর্বে যা দাম ছিল এখনো একই আছে । তো চলুন দেখে নেওয়া যাক বর্তমান সময়ে বাড়ির গ্যাস সিলিন্ডারে দাম কোথায় কত ।

১. কলকাতায় ৮২৯ টাকা

২. দিল্লিতে ৮০৩ টাকা

৩. মুম্বইতে ৮০২.৫০ টাকা

৪. চেন্নাইতে ৮১৮.৫০ টাকা

 প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now


 

 

 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post