How to Remove Pigmentation : সারা মুখে দাগ পরে গেছে? কোন ক্রিম বা অন্য কোন কিছুতেই সরছে না দাগ । তাহলে কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ! জানেন কি ? না জানলে জেনে নিন এখুনি । দাগছোপ দূর করার সহজ টোটকা, যা আপনার স্কিনকে করে তুলবে সুন্দর । এখনকার দিনে স্কিন পিগমেন্টেশনের সমস্যা খুবই কমন একটি ব্যপার । সানস্ক্রিন ছাড়া রোদে বেড়ানোই যায় না । আবার কারোর হরমোনের ভারসাম্যহীনতা, প্রদাহ এবং জিনগত কারণে পিগমেন্টেশন বেড়ে যায় । এছাড়া আরও নানান কারণে এটি হতে পারে । পিগমেন্টেশন গোটা শরীরের তুলনায় মুখেই বেশি দেখা যায় । অনেক চেষ্টা করেও এটি দূর করা সম্ভব হয় না ।
স্কিন কেয়ার -
মুখে দাগহীন
মানুষ খুবই কম বলা চলে । প্রত্যেক মানুষেরই দাগহীন ত্বক একটি স্বপ্নের মত । বহু দামি
কোম্পানির জিনিস ব্যবহার করার পরও উজ্জ্বল ও দাগ মুক্ত ত্বক পাওয়া যায় না । সময় বাড়ার
সাথে সাথে দাগও বেড়ে যায় । আমরা শুধুমাত্র কয়েকটি দামি দামি ক্রিম, ফেসওয়াশ ইত্যাদি
নানান প্রোডাক্ট ব্যবহার করি, তার বাইরে স্কিনের কোন কেয়ারই করি না । প্রত্যেকদিন রুটিন
মেনে স্কিন কেয়ার করলে পিগমেন্টেশনকে দূর করা সম্ভব । রুটিন মেনে যদি তিনটি ধাপে স্কিনের
যত্ন নেওয়া হয় তাহলেই উধাও হবে পিগমেন্টেশন । ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং এই তিনটি ধাপ রোজ মেনে চলতে হবে । এছাড়া
প্রত্যেক দিন সানস্ক্রিন ব্যবহার করতে হবে ।
স্কিন কেয়ারের পাশাপাশি এই কাজটি করুন -
তবে শুধুমাত্র
স্কিন কেয়ার করলেই হবে না । শুধুমাত্র স্কিন কেয়ারের উপর ভরসা করে পিগমেন্টেশনের সমস্যাকে দূর করতে চাইলে হবে না ।
আমরা কমবেশি সবাই জানি ত্বকের নানান রোগের জন্য দায়ী থাকে লাইফস্টাইল ও ডায়েট । ডায়েটে বেশির ভাগ খাবার রাখতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট,
ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ
খাবার গুলি । তাহলের এই স্কিন সমস্যা থেকে মুক্তি পাবেন । সুষম আহার গ্রহন করলে ত্বকের টোন ও টেক্সচার ভালো হয় । এতে শুধুমাত্র
পিগমেন্টেশন কমে তা নয় ব্রন, র্যাশের সমস্যাও দূর হয় ।
কীভাবে পানীয় বানাবেন -
প্রত্যেকদিন
স্কিন কেয়ার এবং ডায়েট মেনে চলুন । এর পাশাপাশি শসা, বেদানা, কারি পাতা এবং লেবুর রস
দিয়ে একটি পানীয় বানিয়ে খান । বাড়িতে বানানো এই পানীয় আপনার স্কিনকে দাগ, ব্রন র্যাশ
থেকে সুরক্ষিত রাখবে এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়বে । ১/২ কাপ
শসা
ও বেদানার
দানা
নিন তার মধ্যে ১০ -১২ টি তাজা কারিপাতা যোগ করুন । এরপর
১/২ চামচ লেবুর রস দিন তারপর সমস্ত উপাদান
একসাথে ব্লেন্ড করে জুস বানিয়ে নিন । এই পানীয়টি
খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে ।
পানীয়র উপকারিতা -
আপানার মনে
প্রশ্ন আসতেই পারে এগুলির সাথে ত্বকের কি সম্পর্ক । কেন এগুলি একসাথে পানীয় বানিয়ে
খেলে সব সমস্যার সমাধান হবে । তাহলে এবার এগুলির গুনাগুণ জেনে নিন ।
১. শসার
মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট
ও
সিলিকা আছে, যেটি দাগ কমাতে সাহায্য করে
।
২. বেদানা,
কারি পাতা ও লেবুর রসের
মধ্যে আছে ভিটামিন C ও অ্যান্টিঅক্সিডেন্ট । যেটি দাগ
দূর করার পাশাপাশি ত্বকের প্রাকৃতিক জেল্লা
ফুটিয়ে তোলে ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন