চুল নিয়ে
মানুষের সমস্যার শেষ নেই । প্রত্যেক মানুষই চুল নিয়ে নানান সমস্যায় পরে । প্রত্যেক
দিন একমুঠো করে চুল ওঠা লেগেই আছে । শুধু কি চুল ওটা, না হাজার সমস্যা আছে চুল নিয়ে
। যেমন খুশকি, গরমে ঘামের কারণে দূষণ, চুল
রুক্ষ্ম হয়ে যাওয়া, স্ট্রেসের কারণে হাজার হাজার চুল পড়া । কারোর কারোর প্রায় টাক
পড়তে বাকি শুধু । নানান দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেও এই সমস্যার সমাধান হচ্ছে
না । চুল নিয়ে সমস্যা থেকেই যাচ্ছে । দামি দামি প্রোডাক্ট নয় এবার এই সমস্যার সমাধান
আপনি নিজেই করতে পারবেন । তো চলুন জেনে নেওয়া যাক এই সমস্যার সমাধান ।
বাজারে অনেক
রকম শ্যাম্পু পাওয়া যায় । যার উপর ভরসা করেই আমরা বসে থাকি । কিন্তু তাতেও কিছু হয়
না । আগের সমস্যা তো মেটেই না, ঘুরিয়ে আরও কিছু সমস্যা যোগ হয় । তার পিছনে একটাই কারণ
। বাজারে চলতি সমস্ত শ্যাম্পুতেই মেশানো থাকে রাসায়নিক । যার ফলে বেশি করে চুলের ক্ষতি
হয় । তাই এবার থেকে বাইরের প্রোডাক্টের উপর ভরসা না করে বাড়িতেই বানিয়ে ফেলুন হার্বাল
শ্যাম্পু । কীভাবে ভাবে এই হার্বাল শ্যাম্পু বানাবেন তার সমস্ত পদ্ধতি নিচে দেওয়া হল
।
আজ যে শ্যাম্পুর
কথা বলবো তা আপনি সহজেই বাড়িতে বানাতে পারবেন । যেটি সব ধরণের চুলেই ব্যবহার করা যাবে
। এই হার্বাল শ্যাম্পুটি অ্যালোভেরা দিয়ে তৈরি
করতে হবে । আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরার অনেক গুন রয়েছে । অ্যালোভেরা আমাদের
চুলের জন্যও অনেক স্বাস্থ্যকর । তাই অ্যালোভেরার
তৈরি শ্যাম্পু ব্যবহার করলে আপনি সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন ।
কি কি লাগে এই শ্যাম্পু তৈরি করতে?
১) ১/৪ কাপ ডিস্টিলড
ওয়াটার (ভালো করে ফুটিয়ে তারপর
ঠাণ্ডা করে নিতে হবে)
২) ১/৪ কাপ ক্যাসিটেল
সাবান
৩) ১/২ চা চামচ
ভেজিটেবিল ওয়েল (অলিভ ওয়েল দেওয়া যেতে পারে)
৪) ১
টেবিল চামচ অ্যালোভেরা
জেল
৫) ২ ফোঁটা
যেকোনো এসেন্সিয়ল অয়েল
(ল্যাভেন্ডার অয়েল দেওয়া
যেতে পারে)
৬) পরিস্কার
শ্যাম্পুর বোতল
কীভাবে শ্যাম্পু বানাবেন?
১ টি কাঁচের
বাটিতে সমস্ত উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিন । এরপর সেটিকে একটি শ্যাম্পুর বোতলে ভরে ঝাঁকিয়ে
নিন । প্রত্যেক সপ্তাহে ২ – ৩ বার এই হার্বাল
শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন । দেখবেন ম্যাজিকের মত কাজ । রুক্ষ্ম এবং ওয়েলি
চুলের জন্য এটি খুব উপকারী । এটি কিছু দিন ব্যবহার করলেই চুলের নানান সমস্যা দূর হয়ে
যাবে খুব তাড়াতাড়ি ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন