DIY Rose Hair Mask : আমাদের দৈন্দিন জীবনে কাজের ফাঁকে নিজের যত্ন নেওয়া হয় না । চুল আমাদের জীবনে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস । যেটির উপর খেয়াল না রাখলেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয় । এখন প্রত্যেকেই চুলের নানান সমস্যা নিয়ে ভুগি । চুল ভালো রাখার জন্য সঠিক উপায়ে যত্ন নেওয়া খুব প্রয়োজন, এটা আমরা সবাই জানি । কিন্তু আদেও কি চুলের যত্ন নেওয়া হয় ! না হয়, শুধুমাত্র কয়েকটি দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকি । কিন্তু অনেকেই রয়েছেন যারা দামি হেয়ার প্রোডাক্টের বদলে প্রাকৃতিক উপায়ে চুল রাখার চেষ্টা করে । আপনিও চাইলেই বাড়িতেই হেয়ার প্রোডাক্ট বানাতে পারেন । তার জন্য সামান্য কয়েকটি জিনিসের প্রয়োজন ।
চুল ভালো রাখতে প্রাকৃতিক উপাদান হিসাবে
যার নাম প্রথমেই আসে সেটি হচ্ছে গোলাপের পাপড়ি । গোলাপের পাপড়ি চুলের জেল্লা বাড়ানোর
পাশাপাশি একাধিক সমস্যা দূর করে । তাই আজই বানিয়ে ফেলুন এই হার্বাল প্রোডাক্টি । কীভাবে
গোলাপের পাপড়ি দিয়ে হেয়ার মাস্ক বানাবেন জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন ।
হেয়ার মাস্ক বানাতে কি কি লাগবে?
ঘরোয়া কয়েকটি জিনিস দিয়েই হেয়ার মাস্ক
বানানো সম্ভব । হেয়ার মাস্ক বানাতে প্রয়োজন গোলাপ ফুল, গোলাপের
জল এবং পরিমাণ মতো অ্যালোভেরা জেল । এছাড়া আপনি চাইলেই এগুলির সাথে
সামান্য পারিমানে নারকেল তেল ব্যবহার করতে পারেন ।
বানানোর পদ্ধতি –
১) প্রথমেই গোলাপ ফুলের পাপড়ি গুলো
ছাড়িয়ে নিতে হবে ।
২) তারপর পাপড়ি গুলো ধুয়ে নিতে হবে
।
৩) এরপর একটি পাত্রের মধ্যে অ্যালোভেরা
জেল এবং গোলাপ জল মিশিয়ে নিতে হবে ।
৪) অ্যালোভেরা
জেল এবং গোলাপ জল মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে ।
৫) ব্লেন্ডারে
গোলাপের পাপড়ি এবং অ্যালোভেরা জেলের মিশ্রণ দিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন ।
৬) সবশেষে আপনি চাইলে সামান্য পরিমাণ নারকেল তেল যোগ করে দিন । তাহলেই হেয়ার মাস্ক তৈরি হয়ে যাবে ।
কীভাবে ব্যবহার করবেন ?
এটি অবশ্যই নিয়ম মেনে ব্যবহার করতে হবে । প্রথমে চুল কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে । তারপর হেয়ার মাস্কটি হাতে নিয়ে ভালো ভাবে চুলে লাগিয়ে নিতে হবে । স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় ভালো ভাবে লাগিয়ে নিতে হবে । এক ঘণ্টা লাগিয়ে রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলে দিন ।
কি কি গুন রয়েছে –
গোলাপের পাপড়িতে অনেক ভিটামিন C আছে । যেটি স্ক্যাল্পের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে । এর ফলে স্ক্যাল্প ভালো থাকবে এবং চুলের বৃদ্ধিও ঘটবে । এছাড়া আপনার চুলের মধ্যে জমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্ক্যাল্পে টক্সিন বের করে দেবে । ফ্রি ব়্যাডিকালসের বিরুদ্ধেও লড়াই করবে । তার ফলে আপনার অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমে যাবে । এটি ব্যবহার করলে অল্প দিনেই চুল সুস্থ এবং সুন্দর হয়ে উঠবে ।
বি দ্রঃ- এটি প্রত্যেক দিন ব্যবহার করার প্রয়োজন নেই । সপ্তাহে মাত্র ১ দিন এটি ব্যবহার করলেই হবে । কিন্তু আপনার স্ক্যাল্পে যদি কোনও সমস্যা থেকে থাকে অথবা কোনও চিকিৎসা চলে, তাহলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে কোনও কিছুই চুলে ব্যবহার করবেন না।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন