Become a Bata Franchise Partner

Become a Bata Franchise Partner :  

‘Bata’ – যার নাম কমবেশি সকলেই জানি । বাটা কর্পোরেশনটি আয়তনের দিক দিয়ে বিশ্বের সমস্ত জুতো তৈরির কোম্পানি গুলির থেকে উচ্চ স্থানে রয়েছে । জানা গেছে বাটা বছরে ১৫০ মিলিয়ন জোড়া জুতো বিক্রি করে থাকে । বাটার এখন ৫ হাজারেরও বেশি আউটলেটের খুচরা দোকান আছে । এটি ১২৫ এর বেশি পুরানো ব্যবসা বলা চলে । এটি মূলত একটি পারিবারিক মালিকাধীন ব্যবসা । এই কোম্পানিটির মোট ৩ টি ইউনিট আছে ।

১. বাটা

২. বাটা ইন্ডাস্ট্রিয়াল (নিরাপত্তা জুতা)

৩. এডব্লিউ ল্যাব (ক্রীড়া শৈলী)

বাটা ভারতবর্ষে ১৯৩১ সালে বাটা শু কোম্পানি প্রাইভেট লিমিটেড হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল । যেটি ছিল ভারতের বৃহতম খুচরা দোকান এবং জুতো প্রস্তুতকারকও । ভারতে জুতোর ব্যবসার প্রথম উৎপাদন কারখানা ছিল বাটা । যে কারখানাটি ISO:9001 সার্টিফিকেট পেয়েছিল । বহু বছর থেকে জুতোর ফ্যাশানকে ধরে রেখেছে বাটা ।

কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য –

১. Bata –র নতুন স্টোরের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উচ্চ গুনসম্পন্ন আইটেম । যেগুলি গ্রাহকদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে ।

২. Bata – র প্রোডাক্ট গুলি ৩০ হাজারেরও বেশি ডিলারের মাধ্যমে বিক্রি করা হচ্ছে । এর ফলে লক্ষ লক্ষ গ্রাহকদের কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছে ।

৩. এই কোম্পানিটি প্রত্যেকদিন 1 milion গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকে ।

৪. Bata প্রয়োগগত এবং বাণিজ্যিক কাজ কর্মে উত্তম ।

৫. এই কোম্পানিটি ৫০ হাজারেরও বেশি কর্মী নিয়োগ করেছে ।   

৬. ৭০ টির দেশে এর খুচরা দোকান আছে ।

Bata –র কি কি পণ্য পাওয়া যায় ?

স্যান্ডেল, জুতা, কেডস, শক, বাচ্চাদের এবং মহিলাদের জুতা, এছারাও অন্যান্য বিভিন্ন শৈলী সহ পুরুষদের জুতারও একটি লাইন চালু করা হয়েছে । Bata –র একটি খুচরা দোকানও আছে যেটি দেশের ১০ টি বিখ্যাত ব্রান্ডের জুতা বিক্রি করে থাকে । এই কোম্পানিটি বহু যুগ ধরে হস্তশিল্পে দারুন জুতো তৈরি করে চলেছে ।

কোম্পানির ফ্র্যাঞ্চাইজের বিবরণ-

Bata –র দোকান খোলার জন্য কি কি প্রয়োজন এবং সেটি কীভাবে খোলা যাবে তার সমস্ত তথ্য নিচে দেওয়া হল ।

কতটা জায়গার প্রয়োজন ?

এই দোকান খোলার জন্য অবশ্যই প্রধান রাস্তা রয়েছে সেরকম একটি জায়গার প্রয়োজন । জায়গাটি ১০০০ – ২০০০ বর্গফুটের মধ্যে হওয়া প্রয়োজন ।

খরচ –

আন্দাজ করা যাচ্ছে , Bata ফ্র্যাঞ্চাইজি শুরুর জন্য বিনিয়োগ করতে হবে INR 30 লক্ষ থেকে INR 50 লক্ষের মধ্যে ।

বিনিয়োগের রিটার্ন –

বিনিয়োগের রিটার্ন মানে হচ্ছে আপনি যা বিনিয়োগ করছেন তার থেকে কতটা রিটার্ন পাবেন । যেটি বিক্রয় বা পরিষেবার 45% পর্যন্ত হতে পারে । এটিকে বলা হয় Return on Investment । এটি হচ্ছে এক ধরনের পারফরম্যান্স পরিমাপ ।

লাভ -

উদ্যোক্তার উপার্জন তার মোট বিক্রয়ের উপর নির্ভর করবে  যত বেশি বিক্রি হবে তত বেশি লাভ হবে  বাটা ফ্র্যাঞ্চাইজিতে মোট লাভ  ৪০ – ৪১ শতাংশ ।

 

চুক্তি এবং মেয়াদ বিবরণ-

যখন কোন ব্যক্তি বাটা ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করে, তখন কোম্পানির তরফ থেকে আবেদনকারীর সাথে যোগাযোগ করা হয় । তার আবেদনের ভিত্তিতে যোগ্যতা বিচার করা হয় । তারপর আবেদনকারীকে সমঝোতা স্মারক (Memorandum of Understanding) স্বাক্ষর করার জন্য ডাকা হয় । আবেদনকারীকে ৩ বছরের একটি ফ্র্যাঞ্চাইজ চুক্তিতে সই করতে হয় ।

কীভাবে আবেদন করবেন?

১. আবেদন করার জন্য উদ্যোক্তাকে Bata –র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।

২. অফিসিয়াল ওয়েবসাইটে পর্যাপ্ত লিংকে ক্লিক করে ফ্র্যাঞ্চাইজ নথিভুক্ত করুন ।

৩. আবেদন করার জন্য বাটা ফ্র্যাঞ্চাইজি অনলাইন আবেদন ফর্ম পেয়ে যাবেন ।

৪. সমস্ত তথ্য প্রদান করে ফর্মটি পূরণ করুন ।

৫. সবশেষে আবেদন জমা দিন ।

 

  প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now


 

 

 

 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post