Top 5 Smartphone Under 5000 : অল্প টাকা খরচ করে কিনুন স্মার্টফোন । স্মার্টফোন কেনার কথা মাথায় এলেই আমরা এখন ভয় পায় তার দামের কারণে । বাজারে এখন একাধিক স্মার্ট ফোন আছে যেগুলির দাম আকাশ ছোঁয়া । কিন্তু আর আপনাকে এত টাকা খরচ করতে হবে না । খুবই অল্প মূল্যে পেয়ে যাবেন স্মার্টফোন । অনেক ভালো কোম্পানির স্মার্টফোন আছে যেগুলির দাম খুবই কম । নিজের অল্প বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চাইলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন ।
ফোন ছাড়া
এখনকার মানুষের সময়ই কাটতে চায় না । এখন প্রায় সমস্ত কাজেই স্মার্টফোনের প্রয়োজন হয়
। স্মার্টফোন মানেই আমরা মনে করি তার দাম হবে আকাশ ছোঁয়া । কিন্তু মাত্র কয়েক হাজার
টাকাতেই পেয়ে যাবেন আপনার পছন্দের ফোন । আজকের প্রতিবেদনে ৫ টি দুর্দান্ত স্মার্টফোনের
খবর নিয়ে হাজির হলাম । যেগুলি আপনি মাত্র ৫০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন ।
Itel A23s -
Itel A23s – এই
ফোনটির দাম খুবই কম ।
আপনি এই ফোনটি মাত্র ৪,৬৯৯
টাকায় পেয়ে যাবেন । এই
ফোনটিতে রয়েছে 5 ইঞ্চি ডিসপ্লে রয়েছে । তার
সাথে 2
GB RAM, 32 GB ইন্টারনাল
স্টোরেজ পেয়ে যাবেন । এছাড়া
ফোনটিতে 3020mAh ব্যাটারি
দেওয়া হয়েছে। এছাড়া
একটি বিশেষ সুবিধাও রয়েছে এই ফোনটিতে । এই ফোনে আপনি ফেস আনলকের মতো ফিচারও পেয়ে যাবেন ।
BUY NOW - Itel A23s
IKALL Z1 4G -
IKALL Z1 4G ফোনটির দাম মাত্র ৪,৭৯৯ টাকা। এই ফোনটিতে একটি 5.5-ইঞ্চি মাল্টি টাচ ডিসপ্লে আছে, যেটি 480×960 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে 3 GB RAM, 32 GB স্টোরেজ রয়েছে । এর পাশাপাশি এই ফোনটিতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ।
BUY NOW - IKALL Z1 4G
Nokia 2.1 -
Nokia 2.1 ফোনটি
পেয়ে যাবেন মাত্র ৪,৯৯৯
টাকায় । এই
Nokia ফোনটিতে 5.5-ইঞ্চি ডিসপ্লে আছে এবং ফোনটির স্ক্রিন রেজোলিউশন 1280×720 পিক্সেল । এই
ফোনটিতে আছে
1 GB RAM এবং 8 GB স্টোরেজ । আপনি
এই ফোনটির মধ্যে 4000mAh
ব্যাটারিও পেয়ে যাবেন । এটি
Nokia-র একটি খুবই জনপ্রিয় ফোন । এই
ফোনটি এত জনপ্রিয় হওয়ার কারণ
হচ্ছে এর দাম । এত কম দামে অনেক ফিচার রয়েছে এই ফোনে
।
BUY NOW - Nokia 2.1
POCO C51 -
এই ফোনটির দাম মাত্র ৫,৪৯৯ টাকা । POCO C51 ফোনটিতে 16.56 সেমি (6.52 ইঞ্চি) HD+ ডিসপ্লে আছে । এই ফোনটিতে আছে 4 GB RAM এবং 64 GB স্টোরেজ । আপনি এই ফোনটির মধ্যে 5000mAh ব্যাটারিও পেয়ে যাবেন । 8MP AI ডুয়েল ক্যামেরা রয়েছে । এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ।
BUY NOW - POCO C51
Itel A60s –
এই ফোনটি
আপনি পেয়ে যাবেন মাত্র ৬,৪৯৯ টাকায় । এই ফোনটিতে রয়েছে 6.6-ইঞ্চি HD + IPS ডিসপ্লে । এই
ফোনে 8 GB পর্যন্ত
RAM পেয়ে যাবেন । এছাড়া
একটি 8 মেগাপিক্সেল
AI রেয়ার ক্যামেরা এবং তার সাথে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে । এই
ফোনে ফিঙ্গারপ্রিন্ট
সেন্সর এবং ফেস আনলকের মতো ফিচার পাবেন ।
BUY NOW - Itel A60s
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন