Top 5 Smartphone Under 5000

Top 5 Smartphone Under 5000 : অল্প টাকা খরচ করে কিনুন স্মার্টফোন । স্মার্টফোন কেনার কথা মাথায় এলেই আমরা এখন ভয় পায় তার দামের কারণে । বাজারে এখন একাধিক স্মার্ট ফোন আছে যেগুলির দাম আকাশ ছোঁয়া । কিন্তু আর আপনাকে এত টাকা খরচ করতে হবে না । খুবই অল্প মূল্যে পেয়ে যাবেন স্মার্টফোন । অনেক ভালো কোম্পানির স্মার্টফোন আছে যেগুলির দাম খুবই কম । নিজের অল্প বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চাইলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন ।

ফোন ছাড়া এখনকার মানুষের সময়ই কাটতে চায় না । এখন প্রায় সমস্ত কাজেই স্মার্টফোনের প্রয়োজন হয় । স্মার্টফোন মানেই আমরা মনে করি তার দাম হবে আকাশ ছোঁয়া । কিন্তু মাত্র কয়েক হাজার টাকাতেই পেয়ে যাবেন আপনার পছন্দের ফোন । আজকের প্রতিবেদনে ৫ টি দুর্দান্ত স্মার্টফোনের খবর নিয়ে হাজির হলাম । যেগুলি আপনি মাত্র ৫০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন ।

Itel A23s -

Itel A23s – এই ফোনটির দাম খুবই কম । আপনি এই ফোনটি মাত্র ৪,৬৯৯ টাকায় পেয়ে যাবেন এই ফোনটিতে রয়েছে 5 ইঞ্চি ডিসপ্লে রয়েছে তার সাথে 2 GB RAM, 32 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন এছাড়া ফোনটিতে 3020mAh ব্যাটারি দেওয়া হয়েছে এছাড়া একটি বিশেষ সুবিধাও রয়েছে এই ফোনটিতে । এই ফোনে আপনি ফেস আনলকের মতো ফিচারও পেয়ে যাবেন

BUY NOW - Itel A23s

IKALL Z1 4G -

IKALL Z1 4G ফোনটির দাম মাত্র ৪,৭৯৯ টাকা এই ফোনটিতে একটি 5.5-ইঞ্চি মাল্টি টাচ ডিসপ্লে আছে, যেটি 480×960 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে এছাড়া ফোনটিতে 3 GB RAM, 32 GB স্টোরেজ রয়েছে । এর পাশাপাশি এই ফোনটিতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

BUY NOW - IKALL Z1 4G

Nokia 2.1 -

Nokia 2.1 ফোনটি পেয়ে যাবেন মাত্র ৪,৯৯৯ টাকায় এই Nokia ফোনটিতে 5.5-ইঞ্চি ডিসপ্লে আছে এবং ফোনটির স্ক্রিন রেজোলিউশন 1280×720 পিক্সেল এই ফোনটিতে আছে 1 GB RAM এবং 8 GB স্টোরেজ আপনি এই ফোনটির মধ্যে 4000mAh ব্যাটারিও পেয়ে যাবেন এটি Nokia- একটি খুবই জনপ্রিয় ফোন এই ফোনটি এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এর দাম । এত কম দামে অনেক ফিচার রয়েছে এই ফোনে ।

BUY NOW - Nokia 2.1 

POCO C51  -

এই ফোনটির দাম মাত্র ৫,৪৯৯ টাকা POCO C51 ফোনটিতে 16.56 সেমি (6.52 ইঞ্চি) HD+ ডিসপ্লে আছে এই ফোনটিতে আছে 4 GB RAM এবং 64 GB স্টোরেজ আপনি এই ফোনটির মধ্যে 5000mAh ব্যাটারিও পেয়ে যাবেন 8MP AI ডুয়েল ক্যামেরা রয়েছে । এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ।

BUY NOW - POCO C51 

Itel A60s –

এই ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র ৬,৪৯৯ টাকায় । এই ফোনটিতে রয়েছে 6.6-ইঞ্চি HD + IPS ডিসপ্লে এই ফোনে 8 GB পর্যন্ত RAM পেয়ে যাবেন এছাড়া একটি 8 মেগাপিক্সেল AI রেয়ার ক্যামেরা এবং তার সাথে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতো ফিচার পাবেন

BUY NOW - Itel A60s

প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

  

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post