Businesses You Can Run From Home : বর্তমান সময়ে বাড়ির মেয়েরা
বা গৃহবধূরা বাড়িতে বসেই অনেক কাজ করে নিজে কিছু ইনকাম করার চেষ্টা করে । এখন দেশের
বহু মহিলারা আর্থিক
ভাবে
স্বাবলম্বী
হয়ে
উঠছে । ছোট
ছোট নানান
ব্যবসা
করে টাকা উপার্জন করে । এত কাজের মাঝে কোন ব্যবসা
করলে ভালো উপার্জন করা হবে সেটি অনেকেই বুঝতে পারে না । প্রত্যেক মহিলার আর্থিক ভাবে
স্বাবলম্বী হওয়া উচিৎ । সেক্ষেত্রে কোন ব্যবসা করলে ভালো টাকা উপার্জন করতে পারবেন
সেই নিয়ে কথা বলবো । আপনিও বাড়িতে বসে ব্যবসা করতে পারেন । আজ সেরকমই একটি ব্যবসার
খবর নিয়ে হাজির হলাম ।
এই ব্যবসা করার জন্য আপনাকে
বাইরে যেতে হবে না । বাড়িতে বসেই রান্না করে এই ব্যবসা চালিয়ে যেতে পারবেন । এবার নিশ্চয়
আপনার মনে প্রশ্ন আসছে রান্না করে কীভাবে ইনকাম করা যায় । এই ব্যবসাটি হল টিফিন সার্ভিসের ব্যবসা । মাত্র ৮ -১০ হাজার টাকা ইনভেস্ট করেই এই
ব্যবসা শুরু করতে পারবেন । জেনে নিন কীভাবে বাড়িতে বসে টিফিন সার্ভিসের ব্যবসা করবেন ।
টিফিন সার্ভিসের ব্যবসা –
বহু মানুষ পড়াশোনা, চাকরি
বা অন্যান্য কাজের জন্য বাইরে থাকেন । বাড়ির ছেড়ে থাকার ফলে তাদের খাবার অভ্যাসের অনেক
বদল ঘটে । প্রায় প্রত্যেকদিন তাদের হোটেল বা বাইরের খাবার খেতে হবে । যা আমাদের শরীরের
পক্ষে খারাপ হয় । সেখানে এই টিফিনের প্রয়োজনীয়তা অনেক বেশি । এরকম সময় অনেকেই নিজের
বাড়ির খাবারের খোঁজ করে । নিজেরা খাবার বানিয়ে খাবে সেটাও সম্ভব হয়না । এরকম চাকুরিজীবী বা পড়ুয়াদের জন্য খাবার বানিয়ে প্রচুর অর্থ উপার্জন করা যেতে পারে ।
বহু মানুষ টিফিন সার্ভিসের
উপর নির্ভর করে থাকে । যারা কাজের জন্য বা পড়াশোনার জন্য বাইরে থাকেন তাদের টিফিনের
খুব প্রয়োজন হয় । বহু মানুষ বাড়ির খাবার খেতে হোম ডেলিভারি বা টিফিন সার্ভিসের উপর
নির্ভরশনীল হয়ে থাকে । এই ধরণের খাবার অর্ডার করলে হোটেল বা রেস্তোরাঁর থেকে অনেক কম
টাকা খরজ হয় তাদের । ভালো খাবারের সাথে তাদের টাকাও সেভ হয় । এই জন্য মানুষের এই চাহিদার
কথা মাথায় রেখেই আপনি এই টিফিন সার্ভিসের ব্যবসা শুরু করতে পারেন । এই ব্যবসার প্রচার
করলে অনেক লাভ হবে আপনার ব্যবসায় । এই ব্যবসা শুরু করার একটি বড় সুবিধা হচ্ছে এই ব্যবসা শুরু করার জন্য
কোন প্রকার সার্টিফিকেট লাগে না ।
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন