Mobile Phone Earning Money

Mobile Phone Earning Money : আমরা বিভিন্ন ইনকামের পথ খুঁজে বেরাই । প্রত্যেক দিন নিজেরদের কাজ শেষ করার পরেই আমাদের হাতে অনেক সময় থাকে । আমার সেই সময়টা সোশ্যাল মিডিয়ার পিছনে নষ্ট করি । ফেসবুক ভিডিও বা ইনস্টাগ্রামের রিলিস দেখেই নিজের মূল্যবান সময় নষ্ট করি । এই দেশের প্রায় প্রত্যেক মানুষের কাছে দৈন্দিন জীবনসঙ্গী হয়ে উঠেছে স্মার্ট ফোন । স্মার্ট ফোনকে কাজে লাগিয়ে আপনার অবসর সময়ে সাইড ইনকাম করতে পারেন । যেখান থেকে আপনি অতিরিক্ত রোজগার করতে পারেন । নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে এখুনি ডাউনলোড করুন এই অ্যাপ । যে অ্যাপের মাধ্যমে আপনি টাকা উপার্জন করতে পারবেন । তো চলুন দেখে নেওয়া যাক, আজ থেকে ফোনে কোন অ্যাপ রাখলে আপনার কাছে টাকা আসবে ।

সমীক্ষা –

অনলাইনে প্রচুর সমীক্ষা হয় । যে সমীক্ষায় যোগ দিলে আপনি খুব সহজ উপায়ে ইনকাম করতে পারবেন । বিভিন্ন অ্যাপ রয়েছে যেখানে নানান ধরণের প্রশ্ন হয় । যেসব প্রশ্নের উত্তর দিতে পারলেই পেয়ে যাবেন রিওয়ার্ড । যে অ্যাপ গুলি আপনি যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন । বাড়িতে বসেই উপার্জন করা সম্ভব । এই জন্য ফোনে রাখুন Google Opinion Rewards – এর মত অ্যাপ ।

ছবি বিক্রি -

অনেকেই আছেন যারা ছবি তুলতে খুব ভালোবাসে । বহু মানুষ প্রায় প্রত্যেক দিনই নিয়মিত ফোন ক্যামেরায় ছবি তোলে । আপনিও ছবি তুলতে ভালবাসলে এবার সেই ছবি গুলিকেই কাজে লাগান । স্মার্ট ফোনে তোলা ছবি গুলি বিক্রি করে উপার্জন করুন । ছবি বিক্রি করার জন্য একাধিক অ্যাপ আছে । কিন্তু সব ছিবি আপনার তোলা হতে হবে । ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি গুলি বিক্রি করা যাবে না । ফোন থেকে ছবি বিক্রি করার একটি দুর্দান্ত অ্যাপ হচ্ছে FOAP অ্যাপ । এই অ্যাপটি ইনস্টল করুন এবং বাড়িতে বসেই খুব সহজে ইনকাম করুন

নিজের তথ্য বিক্রি -
আপনি নিজের তথ্য বিক্রি করেও ইনকাম করতে পারেন । এখনকার দিনে বিভিন্ন অ্যাপের বিরুদ্ধে ডেটা চুরির অভিযোগ ওঠে আসে কিন্তু অনেকেই জানেন না নিজের ব্যক্তিগত ডাটা বিক্রি করে উপার্জন করা সম্ভব । আপনার যদি মনে হয় আপনার ব্যক্তিগত তথ্য গুলি বিক্রি করলে কোন সমস্যা হবে না, তাহলে কোন দ্বিধা ছাড়াই আপনি সেগুলি বিক্রি করতে পারেন । তার জন্য আপনাকে Nielsen’s Computer & Mobile Panel অ্যাপ ডাউনলোড করতে হবে । এই অ্যাপটি আপনার সমস্ত অ্যাকটিভিটি ট্র্যাক করবে । এছাড়া এই অ্যাপে যোগ দিলেই ৫০ মার্কিন ডলারের গিফট কার্ড পাওয়া যায় ।

লগ্নি -
ফোনের মাধ্যমে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে ভালো টাকা ইনকাম করা যায় । বিনিয়োগের জন্য আছে Groww, Zerodha, Upstocks সহ অনেক জনপ্রিয় অ্যাপ ফোনের মধ্যে এই ধরণের অ্যাপ গুলি ইন্সটল করে, অ্যাকাউন্ট খুলে, সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে । কিন্তু খুব সাবধানে ঠিক ভাবে বুঝে বিনিয়োগ করতে হবে । বিনিয়োগের সময় ঝুঁকির কথা ভুললে চলবে না

পরিবেশ রক্ষা –

আমরা অনেকেই জানি না পরিবেশ রক্ষা করেও স্মার্ট ফোন থেকে টাকা ইনকাম করা যায় । যারা প্রকৃতিকে রক্ষা করেন তাদের বিভিন্ন ছাড় দেই একটি অ্যাপ । সেই অ্যাপটি হল Cleanspace অ্যাপআপনি যত বেশি হাঁটবেন, দৌড়াবেন অথবা সাইকেল চালাবেন তত বেশ ছাড় পাবেন এই অ্যাপের মাধ্যমে । এবার শুধুমাত্র হেঁটে, দৌড়ে বা সাইকেল চালায়ে অনেক ডিসকাউন্ট পান ।  

পুরনো জিনিস বিক্রি

আজকের শেষ যে টাকা ইনকামের পদ্ধতিটি বলবো সেটি হচ্ছে পুরানো জিনিস বিক্রি । আপনাদের সকলের বাড়িতেই অনেক অপ্রয়োজনীয় জিনিস পরে থাকে । যেগুলি আমাদের কাজে আসে না । সেই সব অপ্রয়োজনীয় জিনিস গুলি স্মার্ট ফোনের মাধ্যমে বিক্রি করতে পারবেন । Facebook, OLX এর মতো বিভিন্ন অ্যাপকে কাজে লাগিয়ে ইনকাম করুন । এতে আপনার পুরনো জিনিস গুলি আপনার বাড়িতে থেকে সরাতে পারবেন আবার সেখান থেকে টাকাও আসবে ।

 প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

  

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post