Bakery Shop Business : অনেক মহিলারাই বাড়িতে বসে ব্যবসা করতে চায়
। কিন্তু কম খরচে কোন ব্যবসা শুরু করলে ভালো ইনকাম হবে বুঝতে পারে না । সামান্য কিছু
টাকা খরচ করে শুরু করুন এই ব্যবসা । অনেকেই বাড়ির বাইরে গিয়ে কাজ করতে পারেনা । নিজের
অবসর সময়কে কাজে লাগাতে চায় বহু মানুষ । এবার অবসর সময়কে কাজে লাগিয়ে এখুনি শুরু করে
ফেলুন এই ব্যবসাটি । বাড়ির সমস্ত মহিলারাই এই ব্যবসাটি করতে পারবে । তো চলুন জেনে নেওয়া
যাক কম খরচে বাড়িতে বসে করা যাবে ।
আজ আমরা কথা বলবো কেকের ব্যবসা নিয়ে । জন্মদিনের
পাশাপাশি এখন প্রত্যেক অনুষ্ঠানেই কেকের প্রয়োজন হয় আমাদের । যেমন – বিয়ের সমস্ত অনুস্থান
থেকে শুরু করে অন্নপ্রাশন সমস্ত কিছুতেই আমরা কেক কেটে থাকি । এই ব্যবসাটি খুব সহজেই
বাড়ির মহিলারা বাড়িতে বসেই করতে পারবে । আর বাজারে কেকের চাহিদা সবসময় থাকে । এই ব্যবসা
কীভাবে, কোথা থেকে শুরু করবেন আজ সেই সমস্ত তথ্য আমাদের প্রতিবেদনে পেয়ে যাবেন । আপনিও
এই ব্যবসা করতে চাইলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন ।
কীভাবে কেকের ব্যবসা শুরু করবেন ?
প্রথমে কাপ কেক দিয়ে এই ব্যবসা শুরু করতে
পারেন । পরবর্তীকালে সাফল্য এলে তখন ব্যবসা বাড়ানো যেতে পারে । এই ব্যবসা করার জন্য
আপনাকে প্রথমেই সিধান্ত নিতে হবে আপনি কোন ধরণের কেক বানাবেন । অনেকেই আছে যারা কাপ
কেক, গ্লুটেন মুক্ত কাপ কেক তৈরিতে বিশেষজ্ঞ । আবার অনেকেই আছে জন্মদিন, বিবাহ ইত্যাদি
এই ধরণের কেক তৈরিতে বিশেষজ্ঞ । তো সেরকম ভাবে আপনাকেও কোন একটি কেকের উপর বিশেষ দক্ষতা
তৈরি করতে হবে । সবসময় মনে রাখবেন সকলের থেকে অন্যরকমের কিছু বানাতে পারলে সাফল্য আসবেই
।
কেকের রেসিপি ঠিকঠাক করা -
এখনকার মানুষ নিজের পছন্দ অনুযায়ী কেক অর্ডার করে থাকে । কাস্টমাইজড কেক পাওয়ার জন্য বেশিরভাগ মানুষই যারা বাড়িতে কেক বানান তাদের থেকে কেক কিনতে পছন্দ করেন । তাই এই ব্যবসা করার সময় এর রেসিপির দিকে আপনাকে ভালো করে নজর দিতে হবে । প্রথমে কেক বানিয়ে কিছুজনকে সেটি খাইয়ে দেখুন রেসিপিটি ঠিক আছে কিনা । রেসিপির মধ্যে কিছু বদল ঘটাতে হলে আপনি পরের বার সেটি ঠিক করতে পারবেন । কেকের টেস্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ ।
কোন কোন উপাদান লাগবে ?
সাশ্রয়ী দামে কেক তৈরি করার জন্য যেগুলি প্রয়োজন সেগুলি হল - ময়দা, চিনি, কোকো পাউডার, স্প্রিঙ্কল, বাটার পেপারের এবং এসেন্স ইত্যাদি বিভিন্ন বেকিংয়ের জিনিস । যেগুলি আপনি খুব সহজেই অনলাইন অথবা অফলাইন বেকিং সাপ্লাই স্টোরগুলিতে পেয়ে যাবেন ।
কোন কোন রান্নাঘরের সরঞ্জাম লাগবে ?
বেকিংয়ের ব্যবসা শুরু করার জন্য কয়েকটি সঠিক সরঞ্জামের প্রয়োজন হবে । সেগুলি হচ্ছে ভাল মানের মিক্সার, নন-স্টিক কেক ট্রে, ডিজিটাল স্কেল, কুলিং ব়্যাক, পরিমাপের চামচ, মিশ্রণের বাটি, কাঠের চামচ, কেকের মিশ্রণ তৈরি এবং আইসিং-এর জন্য রাবারের স্প্যাটুলা, কেক কেস এবং একটি ভাল ওভেন । এগুলি আপনাকে প্রথমেই কিনে নিতে হবে ।
বিনিয়োগ –
মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু
করতে পারবেন । পরবর্তীকালে এই ব্যবসা বাড়লে তখন বেশি টাকা বিনিয়োগ করতে পারেন ।
FSSAI রেজিস্ট্রেশন -
এই ব্যবসা শুরু করার জন্য ফুড এবং সেফটি স্ট্যান্ডার্ড অথারিটি অব ইন্ডিয়া রেজিস্ট্রেশন প্রয়োজন আছে । বাড়ি থেকে ব্যবসা করতে চাইলেও এই রেজিস্ট্রেশনের প্রয়োজন । খাবার নিয়ে ব্যবসা করতে হবে এই রেজিস্ট্রেশন একদম বাধ্যতামূলক । এই রেজিস্ট্রেশন করা থাকলে হয়তো শুরু সেরকম কোন সমস্যা হবে না, কিন্তু পরবর্তীকালে এই নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে । ব্যবসা করছেন অথচ রেজিস্ট্রেশন না করা থাকলে FSSAI আপানার কাছে মোটা টাকা জরিমানা করতে পারে । এছাড়া ট্রেডমার্ক রেডিস্ট্রেশনের মাধ্যমে আপনার ব্র্যান্ডের নাম এবং লোগো সুরক্ষিত করতে পারেন ।
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন