Catering Business Plan : বর্তমান
সময়ে চাকরির আশা ছেড়ে অনেকেই ব্যবসায় করতে চায় । কিন্তু সঠিক ব্যবসা খুঁজে পায় না ।
এত এত ব্যবসার মাঝে কোন ব্যবসা করলে ভালো উপার্জন হবে সেটাই অনেকে বুঝতে পারে না ।
মাত্র কিছু টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করলে বদলে যাবে জীবন । প্রত্যেক মাসে ভালো
টাকা আসবে নিজের কাছে । আপনার ফাঁকা পকেট ভর্তি করার জন্য শুরু করুন এই ব্যবসা । তো
চলুন জেনে নেওয়া যাক এই ব্যবসা সম্পর্কে ।
আজ একটি
পুরানো ব্যবসা সম্পর্কে বলবো । যেই ব্যবসাটি এখনকার দিনেও খুব ভালো চলবে । এই ব্যবসাটি
হচ্ছে ক্যাটারিংয়ের ব্যবসা । মাত্র ১০,০০০ টাকা দিয়ে শুরু করে ফেলুন এই ব্যবসা
। বাড়িতে বসেই কম টাকা বিনিয়গেই এই ব্যবসা শুরু করতে পারবেন । শুনে অবাক হচ্ছেন কীভাবে
এত কম বিনিয়োগে ব্যবসা করা সম্ভব । তো জেনে নেওয়া যাক কীভাবে কম টাকা বিনিয়োগ করে এই
ব্যবসা করবেন ।
ক্যাটারিংয়ের ব্যবসা –
খাওয়া – দাওয়া ছাড়া কোন অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না
। যেকোনো সামাজিক কাজেই খাবারের ব্যবস্থা থাকে । এখনকার দিনে ব্যবস্তার কারণে কেউ নিজেরা
এসব দায়িত্ব নিতে চায় না । তাই সেক্ষেত্রে তখন প্রয়োজন হয় ক্যাটারিংয়ের । তাই সারাবছরই
এই ব্যবসার বাজার থাকবে । এর ব্যবসার বাজার কোনদিনই কমবে না ।
কীভাবে এই ব্যবসা শুরু করবেন ?
যেকোনো সময়
যেকোনো জায়গা থেকে এই ব্যবসা শুরু করতে পারবেন
। আপনি চাইলে আপনার বাড়িতে থেকেই এই ব্যবসা করতে পারবেন । তার জন্য আপনাকে শুধু রেশন
ও প্যাকেজিং খরচ করতে হবে । মাথায় রাখতে
হবে বর্তমান সময়ে সমস্ত মানুষ হাইজেন মেনে চলতে পছন্দ করে।
এই ব্যবসার করার জন্য কি লাগবে ?
ক্যাটারিংয়ের
ব্যবসা করার জন্য একটি পরিষ্কার রান্নাঘর প্রয়োজন । আপনাকে কয়েকটি বাসনপত্র কিনতে হবে
। আপনি এককালীন বিনিয়োগ করে কিছু বাসনপত্র কিনে নিলে সেগুলি আপনার বছরের পর বছর চলবে
। এছাড়া গ্যাস সিলিন্ডারেরও প্রয়োজন লাগবে ।
কত ইনকাম হবে এই ব্যবসা থেকে ?
এই ব্যবসার
শুরু করার জন্য খুব বেশি টাকা লাগে না ঠিকই কিন্তু শ্রমের দরকার হয় প্রচুর । এই ব্যবসা
করে প্রাথমিক পর্যায়ে প্রত্যেক মাসে ২৫,০০০
– ৫০,০০০ টাকা ইনকাম করতে পারবেন । পরে ব্যবসা বাড়লে মাসে ৫০,০০০ টাকাও ইনকাম হতে পারে । এমনকি আপনার ব্যবসাকে সেই লেভেলে নিয়ে যেতে পারলে লাখ টাকা আয় করাও অসম্ভব কিছু নয় ।
অনেক অনেক ছোট ছোট পার্টি আছে যারা কম টাকায় ভালো ক্যাটারের খোঁজ করে । প্রথমেই এই ধরণের কাজ ধরার চেষ্টা করুন । আস্তে আস্তে পরে বড় অনুষ্ঠানের অর্ডার নেবেন । যেকোনো ব্যবসা করার জন্য সেই ব্যবসার উপর জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন । এই ক্যটারিংয়ের ব্যবসার জন্যও এই কথাটি প্রযোজ্য । আপনি এই ব্যবসা বাড়ানোর জন্য অনলাইন পদ্ধতিও অবলম্বন করতে পারেন । অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আমি আপনার ব্যবসা সম্পর্কে প্রচার করতে পারেন । এর মাধ্যমে আপনার ব্যবসার দ্রুত প্রচার হয়ে যাবে । সেক্ষেত্রে ফেসবুক, ইউটিউব, হোয়াটঅ্যাপ আপনার অন্যরকম প্রচারের মাধ্যম হতে পারে ।
বি দ্রঃ - উপরের প্রতিবেদনটিতে কেবলমাত্র তথ্য পরিবেশন করা হয়েছে । আমারা কোনরকম বিনিয়োগের পরামর্শ দিই না । মনে রাখবেন যেকোনো ব্যবসাতেই লাভ ক্ষতি দুই রয়েছে । তাই বুঝেশুনে বিনিয়োগ করবেন ।
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন