Save Mobile From Theft

স্মার্ট ফোন আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে । এখন পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজকর্ম সব কিছুতেই প্রয়োজন স্মার্ট ফোন । এমনকি আমাদের অবসর সময়ের সঙ্গী হয়ে উঠেছে স্মার্ট ফোন । আমারা প্রায় সমস্ত মানুষই সারাদিন কাজ করার পর অবসর সময় ফোন হাতে বসে পড়ি । একবার ভেবে দেখুন তো যদি এই ফোন কোন ভাবে হারিয়ে যায় তাহলে কি হবে ? অনেকেরই বিভিন্ন জায়গায় ফোন চুরি হয়ে যায় । তারপর সেই ফোনটি ফেরত পাওয়ার আশা একদমই ছেড়েদি । ফোন চুরি হয়ে গেলে সেই সমস্যা সমাধানের কি কোন উপায় আছে । আদেও কি ফোন হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় ? তো জেনে নেওয়া যাক সত্যিই কি ফোন হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়, আজকের প্রতিবেদনে এই নিয়েই আলোচনা করব ।

একটি স্মার্টফোন হারিয়ে যাওয়া মানে শুধুমাত্র ফোন হারানো নয় । তার মধ্যে থাকা সমস্ত তথ্য অর্থাৎ স্টোর্ড থাকা একাধিক ডাটা যেমন কন্ট্যাক্টস বা জরুরি ডকুমেন্ট, ছবি, ভিডিয়ো ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য হারিয়ে যাওয়া । এবার ফোন হারিয়ে গেলে খুব সহজেই এগুলি খুঁজে পাবেন । কিন্তু কীভাবে সেটি সম্ভব, তা জানার জন্য টিপস ট্রিকসটি দেখে নিন আমাদের প্রতিবেদনের মাধ্যমে ।  


IMEI নম্বর ব্যবহার করুন -


সমস্ত স্মার্টফোনের মধ্যেই থাকে ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি বা IMEI নম্বর । কোন ব্যক্তির কী ফোন রয়েছে, সেই ফোনটি অন্য ফোনের থেকে নম্বরের হিসেবে কোথায় কি আলাদা, সেই আইডেন্টিটির জন্যই ফোনে থাকে 15 ডিজিটের IMEI নম্বর থাকে । এবার থেকে আপনার ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সবার প্রথমে অথরিটিকে নোটিফাই করুন । এটা করবেন কারন – আপনার ফোনটা যে হারিয়ে গেছে তার একটা ডকুমেন্ট পাওয়া । এই ব্যবপারতা খুবই গুরুত্বপূর্ণ, কারন ফোন হারিয়ে গেলে যাতে সেটি অপব্যবহারের হাত থেকে রোখা যায় । এক্ষেত্রে আপনার সুবিধা হবে আপনি যদি ভিজিট করেন সেন্ট্রাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা CEIR-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট টেলিমেটিক্স বা CDOT । এই ওয়েবসাইটে ভিসিট করে আপনার হারিয়ে যাওয়া স্মার্ট ফোন ব্লক করতে পারবেন । ফোনটি ফিরে পাওয়ার পর তখন সেটিকে আনব্লকও করতে পারবেন । হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া একটা ফোন ব্লক করে রাখলে সেটি ব্ল্যাকলিস্টেড হয়ে যায় । কোনও নেটওয়ার্কে সেটি কানেক্ট করতে পারে না ।


Google Find My Device -

 

স্মার্টফোন হারিয়ে গেলে Google Find My Device অ্যাপ ব্যবহার করতে পারেন । এখানে আপনাকে লগইন করতে হবে । Google অ্যাকাউন্টের লগইন করার জন্য লগইন আইডি এবং পাসওয়ার্ড লাগবে । একটা কোথা মাথায় রাখবেন এখানে আপনি যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করবেন, সেই অ্যাকাউন্টটিই যেন আপনার সেই হারিয়ে বা চুরি যাওয়া ফোনের সাথে লিঙ্কড থাকে । আপনি আপনার স্মার্টফোনে প্লে স্টোর থেকে Find My Device অ্যাপটি ডাউনলোড করতে পারেন । এই অ্যাপের সাহায্যে লোকেট করতে পারবেন । এছাড়া যার কাছে ফোনটি রয়েছে তাকে সতর্কও করতে পারবেন এবং যে ব্যক্তির কাছে ফোনটি রয়েছে তাকে সতর্কও করতে পারবেন । যদি আপনার ফোনটি বাড়িতেও হারিয়ে ফেলেন তাহলে এর দ্বারা আপনি একবার রিংও করে নিতে পারেন । এর থেকে যদি ফোনটি ফিরে পাওয়ার কোনও সম্ভাবনা দেখেন, অর্থাৎ যে ব্যক্তির কাছে ফোনটি আছে, সেই ব্যক্তির যদি ফেরানোর কোনও ইচ্ছেই না থাকে, তাহলে সেক্ষেত্রে ডিভাইসটি Find My Device-এর সাহায্যে ইরেজ় করে দিতে পারেন


প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now


 

 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post