স্মার্ট ফোন আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে । এখন পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজকর্ম সব কিছুতেই প্রয়োজন স্মার্ট ফোন । এমনকি আমাদের অবসর সময়ের সঙ্গী হয়ে উঠেছে স্মার্ট ফোন । আমারা প্রায় সমস্ত মানুষই সারাদিন কাজ করার পর অবসর সময় ফোন হাতে বসে পড়ি । একবার ভেবে দেখুন তো যদি এই ফোন কোন ভাবে হারিয়ে যায় তাহলে কি হবে ? অনেকেরই বিভিন্ন জায়গায় ফোন চুরি হয়ে যায় । তারপর সেই ফোনটি ফেরত পাওয়ার আশা একদমই ছেড়েদি । ফোন চুরি হয়ে গেলে সেই সমস্যা সমাধানের কি কোন উপায় আছে । আদেও কি ফোন হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় ? তো জেনে নেওয়া যাক সত্যিই কি ফোন হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়, আজকের প্রতিবেদনে এই নিয়েই আলোচনা করব ।
একটি
স্মার্টফোন হারিয়ে যাওয়া মানে শুধুমাত্র ফোন হারানো নয় । তার মধ্যে থাকা সমস্ত
তথ্য অর্থাৎ স্টোর্ড থাকা একাধিক ডাটা যেমন কন্ট্যাক্টস বা জরুরি ডকুমেন্ট, ছবি, ভিডিয়ো ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য হারিয়ে যাওয়া । এবার ফোন হারিয়ে
গেলে খুব সহজেই এগুলি খুঁজে পাবেন । কিন্তু কীভাবে সেটি সম্ভব, তা জানার জন্য টিপস ও ট্রিকসটি দেখে নিন আমাদের
প্রতিবেদনের মাধ্যমে ।
IMEI নম্বর ব্যবহার করুন -
সমস্ত
স্মার্টফোনের মধ্যেই থাকে ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি বা IMEI নম্বর
। কোন ব্যক্তির কী ফোন রয়েছে, সেই ফোনটি অন্য ফোনের থেকে নম্বরের হিসেবে কোথায় কি আলাদা,
সেই আইডেন্টিটির জন্যই ফোনে থাকে 15 ডিজিটের IMEI নম্বর থাকে । এবার থেকে আপনার ফোন
হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সবার প্রথমে অথরিটিকে নোটিফাই করুন । এটা করবেন কারন
– আপনার ফোনটা যে হারিয়ে গেছে তার একটা ডকুমেন্ট পাওয়া । এই ব্যবপারতা খুবই
গুরুত্বপূর্ণ, কারন ফোন হারিয়ে গেলে যাতে সেটি অপব্যবহারের হাত থেকে রোখা যায় । এক্ষেত্রে
আপনার সুবিধা হবে আপনি যদি ভিজিট করেন সেন্ট্রাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার
বা CEIR-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট টেলিমেটিক্স বা CDOT ।
এই ওয়েবসাইটে ভিসিট করে আপনার হারিয়ে যাওয়া স্মার্ট ফোন ব্লক করতে পারবেন । ফোনটি
ফিরে পাওয়ার পর তখন সেটিকে আনব্লকও করতে পারবেন । হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া একটা
ফোন ব্লক করে রাখলে সেটি ব্ল্যাকলিস্টেড হয়ে যায় । কোনও নেটওয়ার্কে সেটি কানেক্ট করতে
পারে না ।
Google Find My Device -
স্মার্টফোন হারিয়ে গেলে Google Find My Device অ্যাপ ব্যবহার করতে পারেন । এখানে আপনাকে লগইন করতে হবে
। Google অ্যাকাউন্টের লগইন করার জন্য লগইন আইডি
এবং পাসওয়ার্ড লাগবে । একটা কোথা মাথায় রাখবেন এখানে আপনি যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করবেন, সেই অ্যাকাউন্টটিই যেন আপনার সেই হারিয়ে বা চুরি যাওয়া ফোনের সাথে লিঙ্কড থাকে । আপনি আপনার
স্মার্টফোনে প্লে
স্টোর থেকে Find My Device অ্যাপটি ডাউনলোড করতে পারেন । এই
অ্যাপের সাহায্যে লোকেট করতে পারবেন । এছাড়া যার কাছে ফোনটি রয়েছে তাকে সতর্কও করতে পারবেন এবং যে ব্যক্তির কাছে ফোনটি রয়েছে তাকে সতর্কও করতে পারবেন । যদি আপনার ফোনটি বাড়িতেও হারিয়ে ফেলেন তাহলে এর দ্বারা আপনি একবার রিংও করে নিতে পারেন । এর থেকে যদি ফোনটি ফিরে পাওয়ার কোনও সম্ভাবনা দেখেন, অর্থাৎ যে ব্যক্তির কাছে ফোনটি আছে, সেই ব্যক্তির যদি ফেরানোর কোনও ইচ্ছেই না থাকে, তাহলে সেক্ষেত্রে ডিভাইসটি Find My Device-এর সাহায্যে ইরেজ় করে দিতে পারেন ।
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন