Saraswati Puja Rituals 2024

Saraswati Puja Rituals 2024 : মা সরস্বতী বিদ্যা বিদ্যার দেবী । সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে এটি একটি অন্যতম প্রধান হিন্দু উৎসবও । শাস্ত্রীয় বিধান মতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতী পূজা করা হয় । এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত রয়েছে । এই দিন অতন্ত্য শুভ দিন । এই দিন সমস্ত হিন্দু ধর্মের মানুষ মায়ের আরাধনায় মেতে উঠেন । বিশেষ করে পড়ুয়াদের জন্য এটি একটি শুভ দিন । পড়ুয়ারা এই দিন বিশেষ কিছু নিয়ম মেনে চললে তাদের ভাগ্য বদলে যাবে এবং তাদের পড়াশোনাতে উন্নতি হবে বলে জানাচ্ছেন বিভিন্ন জ্যোতিষী । যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা নিয়ে ভুগছে, পড়াশোনাতে মন বসছে না তাঁদের ভাগ্য বদলাতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন ।

বছর ২০২৪ সালের বসন্ত পঞ্চমী উৎসব অর্থাৎ সরস্বতী পূজা পালিত হবে ১৪ ফেব্রুয়ারি বুধবার সূর্যোদয় থেকে দুপুর ১২.০৯ পর্যন্ত হবে সরস্বতী পুজো এবং দেওয়া যাবে পুষ্পাঞ্জলি ৷ ওই দিন যদি সমস্ত নিয়ম মেনে মা সরস্বতীর পুজো করা হয় তাহলে শিক্ষার্থীদের জীবনে সাফল্যের সম্ভাবনা থাকে অনেকখানি । এমন অনেক নিয়ম আছে যা সরস্বতী পূজার দিনে করলে ছাত্র-ছাত্রীদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় ৷

জ্যোতিষী শাস্ত্র অনুসারে, যদি কোনও ছাত্র – ছাত্রীর পড়াশোনা করতে ভালো না লাগে অথবা পড়ালেখায় দুর্বল থাকে তাহলে বসন্ত পঞ্চমীর দিন কিছু নিয়ম মেনে চলতে হবে তাদের আপানার সন্তানের কথা মাথায় রেখে কিছু নিয়ম অনুসরণ করান তাদের, যেগুলি মেনে চললে আপনার সন্তানের জীবন সুন্দর হবে । মা সরস্বতীর আশীর্বাদ আপনার সন্তানের উপর থাকবে ।

মা সরস্বতীকে তার  পছন্দের ভোগ নিবেদন করলে মা সরস্বতী প্রসন্ন হন । তাই মা প্রসন্ন করার জন্য কিছু ভোগ নিবেদন করুন । বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীকে মিষ্টি বোঁদে এবং রাজভোগ দেওয়া শুভ বলে মনে করা হয় । বোঁদের লাড্ডু, মালপোয়া, জিলিপিও মা সরস্বতীর পছন্দ করে । এই ভোগ গুলি মা নিবেদন করলে মা সরস্বতী প্রসন্ন হবেন ।

ধর্মপালন সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার । উপরিউক্ত তথ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে গৃহীত । সবশেষে আপনার পূজার পদ্ধতি কি হবে সেটা আপনি নিজের মত করে সিদ্ধান্ত নিন । 

প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

  

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post