Saraswati Puja Rituals 2024 : মা সরস্বতী বিদ্যা বিদ্যার দেবী । সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে এটি একটি অন্যতম প্রধান হিন্দু উৎসবও । শাস্ত্রীয় বিধান মতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতী পূজা করা হয় । এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত রয়েছে । এই দিন অতন্ত্য শুভ দিন । এই দিন সমস্ত হিন্দু ধর্মের মানুষ মায়ের আরাধনায় মেতে উঠেন । বিশেষ করে পড়ুয়াদের জন্য এটি একটি শুভ দিন । পড়ুয়ারা এই দিন বিশেষ কিছু নিয়ম মেনে চললে তাদের ভাগ্য বদলে যাবে এবং তাদের পড়াশোনাতে উন্নতি হবে বলে জানাচ্ছেন বিভিন্ন জ্যোতিষী । যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা নিয়ে ভুগছে, পড়াশোনাতে মন বসছে না তাঁদের ভাগ্য বদলাতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন ।
এ
বছর ২০২৪ সালের বসন্ত
পঞ্চমী উৎসব অর্থাৎ সরস্বতী পূজা পালিত হবে ১৪ ফেব্রুয়ারি । বুধবার
সূর্যোদয় থেকে দুপুর ১২.০৯ পর্যন্ত হবে সরস্বতী পুজো এবং দেওয়া যাবে পুষ্পাঞ্জলি ৷ ওই দিন যদি সমস্ত নিয়ম
মেনে মা সরস্বতীর পুজো করা হয় তাহলে শিক্ষার্থীদের
জীবনে সাফল্যের সম্ভাবনা থাকে অনেকখানি । এমন অনেক নিয়ম আছে যা সরস্বতী পূজার দিনে করলে ছাত্র-ছাত্রীদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় ৷
জ্যোতিষী
শাস্ত্র অনুসারে, যদি কোনও ছাত্র – ছাত্রীর পড়াশোনা করতে ভালো না লাগে অথবা পড়ালেখায় দুর্বল থাকে তাহলে বসন্ত পঞ্চমীর দিন কিছু নিয়ম মেনে চলতে হবে তাদের । আপানার
সন্তানের কথা মাথায় রেখে কিছু নিয়ম অনুসরণ করান তাদের, যেগুলি মেনে চললে আপনার সন্তানের
জীবন সুন্দর হবে । মা সরস্বতীর
আশীর্বাদ আপনার সন্তানের উপর থাকবে ।
মা সরস্বতীকে তার পছন্দের ভোগ নিবেদন করলে মা সরস্বতী প্রসন্ন হন । তাই মা প্রসন্ন করার জন্য কিছু ভোগ নিবেদন করুন । বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীকে মিষ্টি বোঁদে এবং রাজভোগ দেওয়া শুভ বলে মনে করা হয় । বোঁদের লাড্ডু, মালপোয়া, জিলিপিও মা সরস্বতীর পছন্দ করে । এই ভোগ গুলি মা নিবেদন করলে মা সরস্বতী প্রসন্ন হবেন ।
ধর্মপালন
সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার । উপরিউক্ত তথ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে গৃহীত । সবশেষে
আপনার পূজার পদ্ধতি কি হবে সেটা আপনি নিজের মত করে সিদ্ধান্ত নিন ।
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন