LAVA Yuva 3 Price

এই স্মার্ট জগতে ভালো কোম্পানির ভালো মডেলের ফোন ব্যবহার করতে চায় । কিন্তু দিন দিন স্মার্ট ফোনের দাম বেড়েই চলেছে । নিজের সাধ্যের মধ্যে সাধ পূরণ করার জন্য LAVA একটি নতুন ফোন ফোন লঞ্চ করেছে । সেই ফোনটি নিয়েই আজকে আলোচনা করব আপনি যদি এই ফোনটি কিনতে চান তাহলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন । প্রতিবেদনের মধ্যে ফোনের দাম সহ সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া হল ।

সস্তায় স্মার্ট ফোন কিনতে চাইলে একটি অন্যতম কোম্পানি হচ্ছে LAVA । এটি একটি জনপ্রিয় ব্র্যান্ড । এই কোম্পানি ভারতের বাজারে একটি নতুন স্মার্ট ফোন নিয়ে হাজির হয়েছে । LAVA –র নতুন ফোনটি হল Lava Yuva 3 । এই ফোনটির ডিজাইন থেকে শুরু করে ফিচার সমস্ত কিছুই নজর কাড়বে গ্রাহকের । এছাড়া যারা ছবি তুলতে ভালবাসেন তাদের জন্য একটি দুর্দান্ত ফোন হচ্ছে এটি । এই ফোনটি খুব কম দামে পাওয়া যাচ্ছে । আজ আমরা আলোচনা করব Lava Yuva 3 এই স্মার্ট ফোনটি নিয়ে

Lava Yuva 3 –

LAVA Yuva 3 Price : আপনি ফোনটি খুব সহজেই Amazon-এ পেয়ে যাবেন । এছাড়া এই ফোনটি লাভার -স্টোরেও পেয়ে যাবেন । এই ফোনটিতে দুটি স্টোরেজ অপশন আছে । একটি হচ্ছে 64GB এবং আর একটি হচ্ছে 128GB স্টোরেজ । Yuva 3 ফোনটি একটি প্রিমিয়াম ব্যাঙ্ক ডিজাইন আছে । যাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাওয়া যায় । এছাড়া এই ফোনটির ক্যামেরাও দুর্দান্ত । আপনি যদি ছবি তুলতে ভালবাসেন তাহলে এই ফোনটি আপনার জন্য একদম উপযুক্ত একটি ফোন । এই ফোনটির লিংক প্রতিবেদনের শেষ দেওয়া হল ।

ফোনটির দাম –

এই ফোনটির দাম খুবই কম বলা চলে । 64GB স্টোরেজ ফোনটির দাম মাত্র 6,799 টাকা

ফোনটির স্পেসিফিকেশন -

এবার আমরা এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানব ।

1) এই ফোনটিতে আছে 4+4 (ভার্চুয়াল) GB RAM + 64GB / 128GB UFS 2.2 ROM

2) ফোনটিতে 13MP ট্রিপল AI রিয়ার ক্যামেরা সহ একটি 5MP ফ্রন্ট ক্যামেরা আছে ।

3) এই ফোনটিতে বটম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও অ্যান্ড্রয়েড 13 এবং ফেস আনলক ফিচার আছে ।

4) এতে একটি 6.5 ইঞ্চি HD+ পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে যেটি 90Hz রিফ্রেশ রেট -সহ আসে

5) Yuva 3- রয়েছে UNISOC T606 অক্টা-কোর প্রসেসর আছে ।

6) 5000 এমএএইচ ব্যাটারি দেওয়া হচ্ছে । যেটি খুব কম সময়ে চার্জ করবে আপনার ফোনকে ।

7) 18 W চার্জিং সাপোর্ট আছে । যেটি Type - CUSB Cable এর সাথে আসে ।

8) ফোনের 2 বছরের নিরাপত্তা আপডেট অ্যান্ড্রিড 14 আপগ্রেডের সঙ্গে দেওয়া হয়েছে

9) এই ফোনটিতে ৩ টি রঙের অপশন আছে । যা হল Eclipse Black, Cosmic Lavender এবং Galaxy White

Phone Name – LAVA Yuva 3

Ram & Memory – 4 / 64 GB

Battery – 5000 Milliamp Hours

Camera - 13MP AI Triple Camera

Price - 6,799

Buy Now – Click Here

 প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

  

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post