Real Money Games Online

Real Money Games Online : খুব সহজেই গেম খেলে টাকা আয় করা যায় । গেম খেলে টাকা ইনকাম করতে চাইছেন ? কিন্তু কোথায় কোন গেম খেললে খালি পকেট ভর্তি হবে বুঝতে পারছেন না । গেম খেলে আয়ের সন্ধানে থাকলে, এবার গুগল আপনার জন্য বিরাট সুখবর নিয়ে এল । আজ আপনাদের কাছে একটি দুর্দান্ত খবর নিয়ে হাজির হলাম ।  কীভাবে গেম খেলে টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কিত খবর নিয়ে চলে এসেছি । এই গেমস সম্পর্কে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি পুরোটা পড়ুন ।

ভারতবর্ষের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য রিয়েল মানি গেমসের সংখ্যা বাড়তে চলেছে । রিয়েল মানি গেমসের সংখ্যা বাড়াতে চলেছে সার্চ জায়েন্ট । আগামী দিনে আরও অনেক রিয়েল মানি গেমস পাওয়া যাবে প্লে-স্টোরে । কারন গুগল বহু দেশে এই প্রোগ্রাম রোল আউট করার সিদ্ধান্ত নিয়েছে । জানা যাচ্ছে, এই বছরই জুন মাস থেকে ব্রাজিলমেক্সিকোভারতবর্ষে রিয়েল মানি গেমসের সংখ্যা বাড়ানো হবে । পরবর্তীকালে আরও অনেক দেশকে এই প্রোগ্রামের আওতায় নিয়ে আসা হবে ।

রিয়েল মানি গেমস কী?

রিয়েল মানি গেমস হল মজার এবং আকর্ষনীয় গেম । ‘রিয়েল মানি গেমস’ এই নাম শুনেই সবাই বুঝতে পারছেনযে এই গেম খেলে সতিই টাকা জেতা যাবে । এই ধরনের গেমসে বাজি লাগিয়ে কিংবা নানা রকম গেম খেলে অনেক টাকা আয় করা যাবে  এই গেমগুলোর মধ্যেও ভাগ আছে  কোন গেম ক্যাসিনো গেমস নামে পরিচিতআবার কোনটি ফ্যান্টাসি বা লটারি গেমস নামে পরিচিত  কেন্দ্রীয় সরকার এই ধরনের গেমসের জন্য নির্দিষ্ট আইনও এনেছে  গুগল রিয়েল মানি গেমসের সাপোর্ট বাড়াতে চলেছে এরকমই শোনা যাচ্ছে  যেটি অবশ্যই সংশ্লিষ্ট নিয়মগুলোকে প্রভাবিত করতে পারে  এই ধরনের গেমস চালু করার ক্ষেত্রে বেশ কিছু প্ল্যান আছে গুগলের 

গুগল ২০২১ সালে প্লে-স্টোরে রিয়েল মানি গেমস অ্যাপ নিয়ে এসেছিল  ভারতে পাইলট প্রোজেক্টের মাধ্যমে ২০২২ সালে শুরু হয় ফ্যান্টাসি স্পোর্টস এবং রামি স্পোর্টস  গুগলও এই ধরনের অ্যাপকে অনুমতি দেয়  ২০১৩ সালে মানে গত বছর এই অনুমতির মেয়াদ ১৫ জানুয়ারি২০২৪ পর্যন্ত রাখা হয়েছিল, কিন্তু সময় বাড়িয়ে এখন ৩০ জুন করা হয়েছে 


দুর্দান্ত ক্যাশব্যাক পান - 

দুর্দান্ত ক্যাশব্যাক পেতে নিচের অ্যাপটি ইন্সটল করুন  । জেনে নিন কিভাবে পাবেন ক্যাশব্যাক । প্রথমে অ্যাপটিকে ইনস্টল করে কেঅয়াইসি কমপ্লিট করবেন । এবার আপনার কোনো বন্ধূকে ২৫ টাকা পাঠালে ২০ টাকা ক্যাশব্যাক পাবেন । চুপি চুপি ডাউনলোড করুন নিচের লিংক থেকে  -

Download Now

প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post