Lottery Winning Prizes Today : আজ আপনাদের সাথে একটি মজার ঘটনা নিয়ে আলোচনা করব । যে খবরটি প্রকাশিত
হয়েছে এইসময় ডিজিট্যালে । খবরটি মজার হলেও বদলে দিয়েছে একটি পরিবারের জীবনযাপন । সেও
হয়তো জানত না হটাৎ করেই তার সাথে এরকম চমৎকার হবে । তো চলুন আমাদের প্রতিবেদনের মাধ্যমে
পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক ।
ধুপগুড়ির এক বাসিন্দার কপাল খুলে গেল । ধুপগুড়ির এই ব্যাক্তি সেলুন
চালাতেন । ছোট খাটো বিষয় নিয়েই স্ত্রীর সাথে ঝামেলা লেগে থাকত, যেমনটা প্রত্যেক সংসারে
হয়ে থাকে । তাদের আর্থক অবস্থা ভালো না থাকার কারণে তার বউয়ের অনেক সখই পূরণ করতে পারতেন
না, আর সেই নিয়েই লেগে যেত ঝামেলা । গত রবিবার বাইকের কিস্তি দিতে না পারার কারণে স্ত্রীর
সাথে ঝামেলা লাগে তার । বউয়ের মুখ ভার দেখে বউয়ের গঞ্জনা শুনতে শুনতে সেই ব্যাক্তি
বাড়ি থেকে বেরিয়ে যায় মাংস কিনতে । তারপর বাড়ি ফেরে হাসি মুখে, খুশির খবর নিয়ে । বাড়ি
এসেই বউয়ের মুখে রসগোল্লা তুলে দিলেন সেই ব্যাক্তি । তার বউকে একটি খুশির খবর দিলেন
যে, তিনি এখন কোটিপতি হয়ে গেছেন ।
ওই ব্যাক্তি সেই দিন ১ কেজি মাংস কেনার পর বাড়ি ফেরার সময় ৩০ টাকার
লটারি কাটেন । আর সেই লটারি তার জীবন বদলে দেয় । সেলুনকর্মী নিজেও ভাবতে পারেননি তার
সাথে এমনটা হবে । তিনি লটারি কাটার কিছুক্ষনের মধ্যেই জানতে পারেন কোটি টাকার লটারি
জিতেছেন । সেই খবর নিমেষেই ছড়িয়ে যায় পুরো এলাকায় । এই লটারি জেতার খবর শুনে তার বউয়ের
ভারি মুখেও হাসি ফিরেছে । কয়েক ঘন্টার মধ্যে স্বামী কোটিপতি হয়ে গেছেন এই খবর শুনে
যে কারোর মুখে হাসি আশা তো স্বাভাবিক । মাত্র ১ ঘণ্টা ৩০ মিনিটের ব্যবধানে তার জীবন
বদলে গেল । সেলুনকর্মী হয়ে গেল কোটিপতি, হয়তো একেই বলে ভাগ্য ।
ওই এলাকার বাসিন্দারা এই খবর পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হন । ইতিমধ্যে অনেক মানুষই কোটিপতি নিবাসকে দেখতে ভিড় জমিয়েছেন । স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী তিনি ছিলেন শান্ত
প্রকৃতির মানুষ । কিন্তু সংসারের আর্থিক অনটনের কারণে তার স্ত্রীর সাথে প্রায় ঝগ্রা
লেগেই থাকত । তবে গ্রামবাসীরা জানিয়েছেন তিনি নিপাট ভালমানুষ । তাই হয়তো ভগবান তার
মুখে হাসি ফুটিয়ে তুলেছে ।
সেই ব্যক্তিও জানিয়েছেন, তিনি বহু দিন ধরে লটারি কাটছেন । কিন্তু
আজকে ৩০ টাকার লটারি কাটার পর ১ কোটি টাকা পেলাম । আমি যে কোনোদিন কোটি টাকা পাবস এটি
স্বপনেও ভাবিনি । এখন থেকে জীবন অনেকটাই সহজ হবে এরকমটাই আশা করছি । আবার নতুন করে বাঁচব । যদি এই লটারি জেতার কথা শনার পর থেকেই সেই সেলুনকর্মীর
স্ত্রী আনন্দে আটখানা ।
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন