Bank Overdraft Facility

Bank Overdraft Facility : আপনি কি জানেন আপনার ব্যাংকে অ্যাকাউন্টে ওভারড্রাফটের সুবিধা পাওয়া যায় কিনা । যদি না জানেন তাহলে এখুনি ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করুন সেখানে ওভারড্রাফটের সুবিধা পাওয়া যায় কিনা । যাঁরা ভাবছেন নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন । নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলেই প্রথমেই ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করবেন সেখানে ওভারড্রাফটের সুবিধা পাওয়া যায় কিনা । ওভারড্রাফট বা ওডি হটাৎ করে খুব কাজে আসতে পারে । যে সব গ্রাহকের জনধন অ্যাকাউন্ট আছে তাঁরাও এই সুবিধা পাবেন ।

ওভারড্রাফ্টের সুবিধা থাকলে গ্রাহকরা তার তাৎক্ষণিক সুবিধা পেয়ে থাকেন । কিন্তু কত টাকা পেতে পারেন সেটি আগেই ঠিক করা হ য় । এই ওভারড্রাফ্টের সুবিধা থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন । গ্রাহক চাইলে যে কোনও এটিএম থেকে টাকা তুলতে পারবেন । প্রয়োজনে যেটি খুবই কাজে লাগতে পারে ।

OD আইন অনুযায়ী, প্রত্যেকটি ব্যাঙ্ক আলাদাভাবে OD-এর পরিমাণ নির্ধারণ করতে পারে । আপনাদের বোঝানোর জন্য একটি উদাহরণ দেওয়া হল । যেমন - যদি কোন গ্রাহকের জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে তিনি OD-এর আওতায় ১০,০০০ টাকা পেতে পারেন । গ্রাহক এই সুবিধা সবসময় পাবে । সরাসরি এটিএম থেকে এই টাকা তুলতে পারবেন । ওভারড্রাফ্টের আওতায় টাকা তোলার জন্য অ্যাকাউন্টে টাকা রাখার কোন দরকার নেই ।

হয়তো কোন গ্রাহকের জনধন অ্যাকাউন্ট আছে সেই গ্রাহকের অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স আছে তাহলেও সেই গ্রাহক ১০,০০০ টাকা তুলতে পারবে । এরপর গ্রাহককে সেই টাকা সুদ সহ ফেরত দিতে হবে । একটি লক্ষ্যণীয় বিষয় হচ্ছে OD শুধুমাত্র ১০,০০০ টাকার পরিমাণেই সীমিত নয় । অনেক ব্যাঙ্ক আছে যেগুলি ১০,০০০ এর বেশি OD অ্যাকাউন্ট অফার করে থাকে । তবে সেক্ষেত্রে গ্রাহকদের সেই অ্যাকাউন্ট গুলিতে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখায় দিকে নজর দিতে হবে ।

এবার প্রশ্ন হচ্ছে কত সুদ কত লাগবে । জন ধন অ্যাকাউন্টে প্রাপ্ত OD-এর সুদ ২ – ১২% মধ্যে হতে পারে । এই সুদটি বিভিন্ন ব্যাঙ্কের উপর নির্ভর করে, তবে এর সুদ ১২% উপরে হবে না ।

ধরা যাক, একটি ব্যাঙ্কের ওভারড্রাফ্ট সুবিধা ৫০,০০০ টাকা রয়েছে এবং গ্রাহক সেখান থেকে ১০,০০০ টাকা তোলেন । তাহলে তখন ৫০,০০০ টাকার সুদ নেওয়া হবে না শুধুমাত্র ১০,০০০ টাকায় সুদ নেওয়া হবে ৷ কিন্তু কেবল জরুরি পরিস্থিতির সময় ওভারড্রাফ্ট ব্যবহার করা উচিৎ ।

 প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

    

 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post