Creative Business Ideas 2024 : বহু মানুষ চাকরি না করে এখন নতুন ব্যবসা করার পরিকল্পনা করে থাকে । এত ব্যবসা থাকার কারণে অনেকেই বুঝতে পারে না কোন ব্যবসা শুরু করবে । এমন অনেক ব্যবসা আছে যেগুলির সম্পর্কে আমরা জানি না । যেগুলি থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব । আমরা আপনাদের কাছে বিভিন্ন ব্যবসার খবর নিয়ে আসি । আজ সেরকমই একটি নতুন ব্যবসা সম্পর্কে আলোচনা করব ।
স্বল্প বিনিয়োগে ব্যবসা
শুরু করতে চাইছেন । তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই । অল্প বিনিয়োগ করে ভালো টাকা
ইনকাম করুন । এই ব্যবসা শুরু করার আরও একটি ভালো দিক আছে, সরকারের কাছ থেকে সহায়তা নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন । যেকোনো ব্যক্তি এই ব্যবসা করতে পারবেন
। ব্যবসাটি হচ্ছে কলা কাগজ
ব্যবসা । তো চলুন এই ব্যবসা সম্পর্কে জেনে নেওয়া যাক ।
কলা নিয়ে বিভিন্ন ব্যবসা -
কলা গাছের বিভিন্ন জিনিস
দিয়ে ব্যবসা শুরু করতে পারেব । যেমন কলা গাছের বাকল বা কলার খোসার তন্তু থেকে প্রচুর কাগজ তৈরি করা যায় । বাজারে যে সমস্ত কাজ চলে সেই কাগজের তুলনায়, কলার কাগজের ঘনত্ব অনেক কম, শক্তিশালী এবং দ্রুত পচনশীল
। কলার ফাইবারের কোষীয় সংমিশ্রণ থাকার কারণে, এই কাগজে সেলুলোজ, হেমি
- বৃদ্ধি পায় । এছাড়া কলার তন্তু থেকে কাগজ তৈরি করা যেতে পারে ।
কীভাবে ব্যবসা শুরু করবেন ?
এই কলার তন্তু থেকে কাগজ
তৈরি করার জন্য আপনাকে ছোট্ট একটি প্রক্রিয়া অবলম্বন করতে হবে । আপনাকে এই ব্যবসা শুরু
করার জন্য KVIC প্রকল্প শুরু করতে হবে ।
ব্যবসা শুরু করার খরচ –
এই ব্যবসা শুরু করার জন্য
মোট ১৬ লাখ ৪৭ হাজার টাকা খরচ করতে হবে । কিন্তু একটি ভালো বিষয় হচ্ছে এই ব্যবসা শুরু
করার জন্য নিজের পকেট থেকে বেশি টাকা খরচ করতে হবে না । এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে
নিচের কাছে থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে । আর বাকি ১১ লাখ টাকা পেয়ে
যাবেন সরকারি প্রকল্পের ঋণের মাধ্যমে ।
এই ব্যবসা করলে কত লাভ হবে ?
কলার তন্তু দিয়ে কাগজ বানিয়ে
কোন ব্যক্তি বার্ষিক ৫ লাখ টাকার বেশি মুনাফা পেতে পারেন । এই ব্যবসার শুরু করার প্রথম
বছরে ৫.০৩ লাখ টাকা, দ্বিতীয় বছরে ৬.০১ লাখ টাকা এবং তৃতীয় বছরে ৬.৮৬ লাখ টাকা লাভ
করতে পারেন । বছর বাড়ার সাথে সাথে আপনি এই
ব্যবসায় ভালো আয় করতে পারেন । এছাড়া এই ব্যবসা শুরু করার
জন্য জিএসটি রেজিস্ট্রেশন, এমএসএমই উদ্যম অনলাইন রেজিস্ট্রেশন, বিআইএস সার্টিফিকেট, পলিউশন দফতর থেকে NOC নেওয়া প্রয়োজন
।
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন