Business Ideas With Low Investment

Business Ideas With Low Investment : আমরা অনেকেই চাকরির চেষ্টা করি । কিন্তু বর্তমান সময়ে চাকরি পাওয়া খুবই কঠিন একটি কাজ । চাকরি না পেয়ে অনেকেই ব্যবসা করছে বা ব্যবসা করতে চাইছে । কিন্তু ব্যবসা করতে গেলে সবসময় সফল হওয়া যায় না । কোন ব্যবসা করলে ভালো ইনকাম হবে সেটা অনেকেই বুঝতে পারে না । নতুন ব্যবসা শুরু করতে চাইলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন । যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের জন্যই আজকের প্রতিবেদনটি ।

এমন কোন ব্যবসা করা দরকার যার চাহিদা সবসময় থাকবে । আমরা যে ব্যবসার কথা বলবো সেই ব্যবসাটি মাত্র কিছু টাকা দিয়েই শুরু করতে পারবেন । স্বল্প টাকা বিনিয়োগ করে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব । খুব সহজেই এই ব্যবসা শুরু করতে পারবেন । বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার করে ভালো টাকা ইনকাম করা সম্ভব । যেকোনো ব্যক্তি এই ব্যবসা করতে পারবেন ।

বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার –

যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের প্রথমে আশেপাশের এলাকা থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করতে হবে । এই আবর্জনা সংগ্রহ করার জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পুরসভার সঙ্গে যোগাযোগ করতে পারেন । যেমন আবর্জনা সংগ্রহ করতে পারবেন তার উপর নির্ভর করেই বোঝা যাবে সেগুলি থেকে কি কি জিনিস তৈরি করা যাবে ।

পুনর্ব্যবহারযোগ্য জিনিসের চাহিদা -   

কোনও ব্যক্তি যদি জাঙ্কের ব্যবসা করেন সেক্ষেত্রে মোটা মুনাফা অর্জন করতে পারবেন । বিশ্বব্যাপী প্রত্যেক বছর 2 বিলিয়ন টনের ও বেশি আবর্জনা উৎপাদিত হয় ভারত একাই স্ক্র্যাপ উৎপাদিত করে থাকে । ভারত প্রত্যেক বছর 277 মিলিয়ন টনের বেশি স্ক্র্যাপ উৎপাদন করে এই আবর্জনা গুলির পুনর্ব্যবহার করে বিভিন্ন গয়না, পেইন্টিংয়ের মতো নানান জিনিস তৈরি করা হয় এগুলো বিক্রি করে আপনি ভালো টাকা আয় করতে পারবেন । এছাড়া বাজারে এগুলির চাহিদাও ভালোই রয়েছে

কত টাকা বিনিয়োগ করতে হবে?

এই ব্যবসা শুরু করার জন্য ৫ – ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে । যা থেকে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন ।

ভালোই আয় করা সম্ভব –

এই ব্যবসাটির মূল উপাদান হচ্ছে আবর্জনা । যেটি খুব সহজেই এবং খুবই সস্তায় পেয়ে যাবেন । আবর্জনা গুলি সংগ্রহ করে সেগুলি খুব ভালো ভাবে পরিষ্কার করে নিতে হবে । এরপর বিভিন্ন আইটেম বিভিন্ন ভাবে রং ও ডিজাইন করতে হবে । আবর্জনা গুলি থেকে বহু জিনিস তৈরি করা যায় । যেমন – খারাপ টায়ার থেকে চেয়ার তৈরি করা হয়, এছাড়া বস্তার ব্যাগ, বিভিন্ন সাজসজ্জার সামগ্রী তৈরি করা হয় । এই প্রোডাক্ট গুলি খুব সহজেই অনলাইন এবং অফলাইনে বিক্রি করতে পারবেন ।

 প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

    

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post