Business Ideas With Low Investment : আমরা অনেকেই
চাকরির চেষ্টা করি । কিন্তু বর্তমান সময়ে চাকরি পাওয়া খুবই কঠিন একটি কাজ । চাকরি না
পেয়ে অনেকেই ব্যবসা করছে বা ব্যবসা করতে চাইছে । কিন্তু ব্যবসা করতে গেলে সবসময় সফল
হওয়া যায় না । কোন ব্যবসা করলে ভালো ইনকাম হবে সেটা অনেকেই বুঝতে পারে না । নতুন ব্যবসা
শুরু করতে চাইলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন । যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের
জন্যই আজকের প্রতিবেদনটি ।
এমন কোন
ব্যবসা করা দরকার যার চাহিদা সবসময় থাকবে । আমরা যে ব্যবসার কথা বলবো সেই ব্যবসাটি
মাত্র কিছু টাকা দিয়েই শুরু করতে পারবেন । স্বল্প টাকা বিনিয়োগ করে লাখ লাখ টাকা ইনকাম
করা সম্ভব । খুব সহজেই এই ব্যবসা শুরু করতে পারবেন । বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার করে ভালো টাকা ইনকাম
করা সম্ভব । যেকোনো ব্যক্তি এই ব্যবসা করতে পারবেন ।
বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার –
যারা ব্যবসা
শুরু করবেন ভাবছেন তাদের প্রথমে আশেপাশের এলাকা
থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করতে হবে । এই আবর্জনা সংগ্রহ করার জন্য
মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পুরসভার সঙ্গে যোগাযোগ করতে পারেন । যেমন আবর্জনা সংগ্রহ
করতে পারবেন তার উপর নির্ভর করেই বোঝা যাবে সেগুলি থেকে কি কি জিনিস তৈরি করা যাবে
।
পুনর্ব্যবহারযোগ্য জিনিসের চাহিদা -
কোনও
ব্যক্তি যদি জাঙ্কের ব্যবসা করেন সেক্ষেত্রে মোটা মুনাফা অর্জন করতে পারবেন । বিশ্বব্যাপী
প্রত্যেক বছর 2 বিলিয়ন টনের ও বেশি আবর্জনা উৎপাদিত হয় । ভারত
একাই স্ক্র্যাপ উৎপাদিত করে থাকে । ভারত প্রত্যেক বছর
277 মিলিয়ন টনের বেশি স্ক্র্যাপ উৎপাদন করে । এই
আবর্জনা গুলির পুনর্ব্যবহার করে বিভিন্ন গয়না, পেইন্টিংয়ের মতো নানান জিনিস তৈরি করা হয় । এগুলো
বিক্রি করে আপনি ভালো টাকা আয় করতে পারবেন । এছাড়া বাজারে এগুলির চাহিদাও ভালোই রয়েছে ।
কত টাকা বিনিয়োগ করতে হবে?
এই ব্যবসা শুরু করার জন্য ৫ – ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে । যা থেকে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন ।
ভালোই আয় করা সম্ভব –
এই ব্যবসাটির মূল উপাদান হচ্ছে আবর্জনা । যেটি খুব সহজেই এবং খুবই সস্তায় পেয়ে যাবেন । আবর্জনা গুলি সংগ্রহ করে সেগুলি খুব ভালো ভাবে পরিষ্কার করে নিতে হবে । এরপর বিভিন্ন আইটেম বিভিন্ন ভাবে রং ও ডিজাইন করতে হবে । আবর্জনা গুলি থেকে বহু জিনিস তৈরি করা যায় । যেমন – খারাপ টায়ার থেকে চেয়ার তৈরি করা হয়, এছাড়া বস্তার ব্যাগ, বিভিন্ন সাজসজ্জার সামগ্রী তৈরি করা হয় । এই প্রোডাক্ট গুলি খুব সহজেই অনলাইন এবং অফলাইনে বিক্রি করতে পারবেন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন