WhatsApp Loan : লোনের জন্য আমরা ব্যাংকে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যায় । একটি লোন পাবার জন্য বেশ অনেক দিন ধরে নিজের কাজের ক্ষতি করে ব্যাংকে গিয়ে বসে থাকতে হয় । এর ফলে অনেক সময় নষ্ট হয় । এখন বাড়িতে বসেই খুব সহজেই ঋণ পাওয়া যায় । লোনের জন্য আর ব্যাংকে ব্যাংকে ঘুরতে হবে না । বাড়িতে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন লোন । কীভাবে এই লোন পাবেন সেটি জানার জন্য আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন ।
IIFL ফিন্যান্সের তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবসায়িক ঋণ দেবে এই সংস্থা । জানা যাচ্ছে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মুহুর্তের মধ্যে এই ঋণের আবেদন মঞ্জুর করা হবে । IIFL ফিন্যান্সের উদ্যোগে ক্ষুদ্র, মাঝারি ও ছোটো শিল্প খাতে বড় সুযোগ নিয়ে আসা হয়েছে । এই লোনে আবেদন করা থেকে শুরু করে টাকা লেনদেন সমস্ত কিছুই হবে ডিজিটাল পদ্ধতিতে । IIFL ফিন্যান্সের এই উদ্যোগ বর্তমান সময়ে দেশের ৪৫ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে একটি বড় সুযোগ এসেছে । যেটি সাধারণ মানুষের কাছে অনেক সুবিধাজনক বলে মনে করা হয় । হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেকোনো সময় এই ঋণের জন্য আবেদন করা যাবে ।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে লোন পাবেন?
IIFL ফিন্যান্সের এই ঋণের সুবিধা পাওয়ার জন্য এআই-বটের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আবেদনকারীকে । যদি আপনার আবেদনটি সমস্ত প্রয়োজনীয় বিবরণের সঙ্গে মিলে যায় তাহলে খুব সহজেই আপনি অল্প সময়ের মধ্যে আপনার লোনের অনুমোদন পেয়ে যাবেন । এই লোনটির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ পেপারলেস। এখানে লোন নেওার জন্য প্রথমে আবেদনকারীকে ৯০১৯৭০২১৮৪ এই হোয়াটসঅ্যাপ নম্বরে শুধুমাত্র Hi লিখে পাঠাতে হবে । এই পদ্ধতিতে লোন পেলে অনেক জটিল পথ সহজ হয়ে যায় । শুধুমাত্র একটি Hi পাঠিয়ে কোন ঝামেলা ছাড়াই সম্পূর্ণ সহজ উপায়ে লোন পেয়ে যাবেন ।
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল |
|
আমাদের Facebook চ্যানেল |
|
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন