SBI Business Loan : স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে বিরাট সুখবর
। স্টেট ব্যাংক হচ্ছে দেশের বড় ব্যাংক । SBI গ্রাহকরা পেতে চলেছে একটি বিরাট সুবিধা
। গ্রাহকরা যাতে যাতে সরাসরি লাভ পেতে পারে সেই জন্য একটি বিশাল সিধান্ত নেওয়া হয়েছে
স্টেট ব্যাংকের পক্ষ থেকে । এবার খুব সহজেই অল্প সময়ের মধ্যে বাড়িতে বসেই একটি দুর্দান্ত
লোনের জন্য আবেদন করতে পারেন । আপনিও যদি SBI এর গ্রাহক হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি
শেষ পর্যন্ত পড়ুন ।
ই – মুদ্রা লোন -
এখনকার দিনে আমরা বিভিন্ন স্কিম সম্পর্কে আমরা জানি । এরকমই একটি দুর্দান্ত স্কিম হচ্ছে মুদ্রা স্কিমে । স্টেট ব্যাংকের গ্রাহকরা ই – মুদ্রা লোনে এক বড় সুযোগ পেতে পারেন । যাদের কাছে SBI এর অ্যাকাউন্ট আছে সেসব গ্রাহকরা ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন । খুব সহজেই ই – মুদ্রা পাওয়া যাবে স্টেট ব্যাংকে ।
কীভাবে
লোণ পাওয়া যাবে?
এই লোনের সব থেকে বড় সুবিধা হচ্ছে এই লোনের জন্য গ্রাহককে
বাইরে যেতে হবে না । ই – মুদ্রা লোনের জন্য বাড়িতে বসেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা
যাবে । অর্থাৎ বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে । খুবই অল্প সময়ের মাধ্যমে
পেয়ে যাবেন লোণ । মাত্র ৩ মিনিটে ৫০ হাজার টাকার ঋণ পাবেন ।
কারা এই লোণ পাবে?
১) এই ই-মুদ্রলোন ছোট ব্যবসায়ীদের দেওয়া হবে ।
২) এই লোণ পাওয়ার জন্য গ্রাহকের কাছে ৬ মাসের পুরনো সেভিংস অ্যাকাউন্ট হতে হবে
।
ই-মুদ্রা লোনের সময়সীমা হল ৫ বছর । যদি কোনও গ্রাহক ৫০ হাজার টাকার বেশি লোণ নিতে চান সেক্ষেত্রে সেই ব্যক্তিকে ব্যাঙ্কের শাখাতে যেতে হবে ৷ গ্রাহকে ব্যবসা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে ৷ তিনি ওখান থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন । গ্রাহককে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, জিএসটির শংসাপত্র ও রেজিস্ট্রেশন নম্বর দেখাতে হবে ৷ গ্রাহকে কাস্ট সার্টিফিকেট বা জাতি শংসাপত্র জমা দিতে হবে ৷
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল |
|
আমাদের Facebook চ্যানেল |
|
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন