আমরা প্রায় সকলই এখন স্মার্ট
ফোন ব্যবহার করি । যারা স্মার্ট ফোন ব্যবহার করে তারা অনেকেই জানে না ফোন থেকে মাস
গেলেই ভালো টাকা ইনকাম করা সম্ভব । অনেকেই আছে যারা নানান অ্যাপের মাধ্যমে মাসের পর
মাস ইনকাম করছে । এমন কিছু অ্যাপ আছে যে অ্যাপ গুলির মাধ্যমে আপনার প্রতিদিনের খরচ
উঠে আসবে । যেমন - মোবাইলের বিল, কারেন্টের বিল এই ধরণের নানান খরচ । কোথায়, কোন অ্যাপের মাধ্যমে ইনকাম করতে
পারবেন জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন ।
Foap -
অনেকেই
আছে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে
। সেই ফটোগ্রাফিকে কাজে লাগিয়ে ইনকাম করা সম্ভব । আপনি চাইলেই এই অ্যাপকে কাজে লাগিয়ে
প্রত্যেক ছবিতে ৩০০ – ৫০০ টাকা আয় করতে পারবেন । তার জন্য প্রথমেই আপনাকে এই অ্যাপে
একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে হবে । তারপর সেখানে আপনার গ্যালারিতে থাকা ছবি গুলি
আপলোড করতে হবে । যেসব গ্রাহক আগ্রহী হবেন সেই সব গ্রাহক তখন সেই ছবিগুলি কেনার প্রস্তাব
দেবে আপনাকে । এই অ্যাপের অর্থের লেনদেন করা হয় Paypal এর মাধ্যমে ।
mCent
–
এই অ্যাপের মাধ্যমেও টাকা ইনকাম করা সম্ভব । শুধুমাত্র
ফোনে একাধিক অ্যাপ্লিকেশন ইন্সটল করার বদলে আপানকে এই অ্যাপ টাকা দেবে । এই টাকা পাবেন
রিওয়ার্ড পয়েন্ট হিসাবে । এই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি মোবাইল রিচার্জ বা অন্যান্য
বিল পে করতে পারবেন । অ্যাপ ইন্সটলের সাথে সাথে ভিডিও ফরম্যাটে বিজ্ঞাপন দেখার ও পয়েন্ট
দেওয়া হয় । এছাড়া অন্যান্য ইউজারদের ইনভাইট করলেও পয়েন্ট পাবেন ।
Squadrun
–
এই অ্যাপটিতে বেশ কয়েকটি টাস্ক পূরণ করতে হয় । আপনার দক্ষতা
অনুযায়ী আপনাকে টাস্ক দেওয়া হবে । টাস্ক গুলি অ্যাপে শো করবে । নির্দিষ্ট গাইড লাইন
মেনে সেগুলি আপনাকে পূরণ করতে হবে । টাস্ক পূরণ করার পর নির্দিষ্ট পয়েন্ট পেয়ে যাবেন
। যেটি পরবর্তিকালে Paytm অ্যাকাউন্টে টান্সফার করতে পারবেন । কিন্তু টাকা ইনকাম করার
জন্য আপনাকে কমপক্ষে ওখান থেকে ৬০ টাকা ইনকাম করতে হবে ।
Keettoo
-
এই অ্যাপের মাধ্যমে টাকা ইনকামের পদ্ধতি হচ্ছে, এখানে আপনার কি-বোর্ডে কিছু বিজ্ঞাপন শো করাবে । এই অ্যাপটি ইন্সটল করার পরই আপনার কাছে সেই নোটিফিকেশন চলে আসবে । আপনি যত বিজ্ঞাপন দেখবেন আপনার তত টাকা ক্রেডিট হবে । এই অ্যাপটি প্রতি বিজ্ঞাপনে আপনাকে 1 টাকা করে দেবে । এই টাকাটি Paytm অথবা Mobikwik ওয়ালেটের মাধ্যমে আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন । কিংবা এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আনতে পারেন ।
CrownIt -
এই অ্যাপকেও কাজে লাগিয়ে আপনি অনেক টাকা আয় করতে পারবেন
। অফলাইন ব্যবসা যেমন স্পা,
রেঁস্তোরা এই ধরণের অংশীদারদের কাছ থেকে যখন কোনো অ্যাপ ইউজার পরিষেবা নেবে এবং তার বিল আপলোড করবে তার পরিবর্তে আপনাকে ক্যাশব্যাক দেবে এই অ্যাপ । এই অ্যাপটি 2014 সাল থেকে শুরু হয় । এই অ্যাপে আপনি যে ক্যাশব্যাক পাবেন সেটি অনলাইন শপিং, সিনেমা এবং রিচার্জে ব্যবহার করতে পারেন
।
পেটিএম ক্যাশব্যাক অফার পেতে আজই ডাউনলোড করুন । সকল অফার পেতে পেটিএম ইনস্টল করার পর অবশ্যই যেকোনো একাউন্টে মিনিমাম ১ টাকা পাঠাবেন । -
Click Here to Download
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন