Top Earning Mobile Apps

আমরা প্রায় সকলই এখন স্মার্ট ফোন ব্যবহার করি । যারা স্মার্ট ফোন ব্যবহার করে তারা অনেকেই জানে না ফোন থেকে মাস গেলেই ভালো টাকা ইনকাম করা সম্ভব । অনেকেই আছে যারা নানান অ্যাপের মাধ্যমে মাসের পর মাস ইনকাম করছে । এমন কিছু অ্যাপ আছে যে অ্যাপ গুলির মাধ্যমে আপনার প্রতিদিনের খরচ উঠে আসবে । যেমন - মোবাইলের বিল, কারেন্টের বিল এই ধরণের নানান খরচ । কোথায়, কোন অ্যাপের মাধ্যমে ইনকাম করতে পারবেন জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন ।

Foap -

অনেকেই আছে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে । সেই ফটোগ্রাফিকে কাজে লাগিয়ে ইনকাম করা সম্ভব । আপনি চাইলেই এই অ্যাপকে কাজে লাগিয়ে প্রত্যেক ছবিতে ৩০০ – ৫০০ টাকা আয় করতে পারবেন । তার জন্য প্রথমেই আপনাকে এই অ্যাপে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে হবে । তারপর সেখানে আপনার গ্যালারিতে থাকা ছবি গুলি আপলোড করতে হবে । যেসব গ্রাহক আগ্রহী হবেন সেই সব গ্রাহক তখন সেই ছবিগুলি কেনার প্রস্তাব দেবে আপনাকে । এই অ্যাপের অর্থের লেনদেন করা হয় Paypal এর মাধ্যমে ।  

mCent –

এই অ্যাপের মাধ্যমেও টাকা ইনকাম করা সম্ভব । শুধুমাত্র ফোনে একাধিক অ্যাপ্লিকেশন ইন্সটল করার বদলে আপানকে এই অ্যাপ টাকা দেবে । এই টাকা পাবেন রিওয়ার্ড পয়েন্ট হিসাবে । এই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি মোবাইল রিচার্জ বা অন্যান্য বিল পে করতে পারবেন । অ্যাপ ইন্সটলের সাথে সাথে ভিডিও ফরম্যাটে বিজ্ঞাপন দেখার ও পয়েন্ট দেওয়া হয় । এছাড়া অন্যান্য ইউজারদের ইনভাইট করলেও পয়েন্ট পাবেন ।

Squadrun –

এই অ্যাপটিতে বেশ কয়েকটি টাস্ক পূরণ করতে হয় । আপনার দক্ষতা অনুযায়ী আপনাকে টাস্ক দেওয়া হবে । টাস্ক গুলি অ্যাপে শো করবে । নির্দিষ্ট গাইড লাইন মেনে সেগুলি আপনাকে পূরণ করতে হবে । টাস্ক পূরণ করার পর নির্দিষ্ট পয়েন্ট পেয়ে যাবেন । যেটি পরবর্তিকালে Paytm অ্যাকাউন্টে টান্সফার করতে পারবেন । কিন্তু টাকা ইনকাম করার জন্য আপনাকে কমপক্ষে ওখান থেকে ৬০ টাকা ইনকাম করতে হবে ।

Keettoo -

এই অ্যাপের মাধ্যমে টাকা ইনকামের পদ্ধতি হচ্ছে, এখানে আপনার কি-বোর্ডে কিছু বিজ্ঞাপন শো করাবে এই অ্যাপটি ইন্সটল করার পরই আপনার কাছে সেই নোটিফিকেশন চলে আসবে আপনি যত বিজ্ঞাপন দেখবেন আপনার তত টাকা ক্রেডিট হবে এই অ্যাপটি প্রতি বিজ্ঞাপনে আপনাকে 1 টাকা করে দেবে । এই টাকাটি Paytm অথবা Mobikwik ওয়ালেটের মাধ্যমে আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন । কিংবা এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আনতে পারেন

CrownIt -

এই অ্যাপকেও কাজে লাগিয়ে আপনি অনেক টাকা আয় করতে পারবেন । অফলাইন ব্যবসা যেমন স্পা, রেঁস্তোরা এই ধরণের অংশীদারদের কাছ থেকে যখন কোনো অ্যাপ ইউজার পরিষেবা নেবে এবং তার বিল আপলোড করবে তার পরিবর্তে আপনাকে ক্যাশব্যাক দেবে এই অ্যাপ এই অ্যাপটি 2014 সাল থেকে শুরু হয় এই অ্যাপে আপনি যে ক্যাশব্যাক পাবেন সেটি অনলাইন শপিং, সিনেমা এবং রিচার্জে ব্যবহার করতে পারেন

পেটিএম ক্যাশব্যাক অফার পেতে আজই ডাউনলোড করুন । সকল অফার পেতে পেটিএম ইনস্টল করার পর অবশ্যই যেকোনো একাউন্টে মিনিমাম ১ টাকা পাঠাবেন । - 

Click Here to Download 

প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

  

 

                         

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post