Bank Holidays in February 2024

Bank Holidays in February 2024 : ২০২৪ সাল জানুয়ারি মাস শেষ করে দ্বিতীয় মাসে পা দিচ্ছে । আমরা দেখছি ২০২৪ এর জানুয়ারি মাসে বেশ কয়েক দিন ব্যাংকে ছুটি ছিল । প্রত্যেক মানুষেরই সারা মাস ধরে ব্যাংকে যাতায়াত থাকে । বিভিন্ন কাজের জন্য ব্যাংকে অথবা ব্যাংকের শাখায় ছুটতে হয় আমাদের । ফেব্রুয়ারি মাসে কদিন ব্যাংক ছুটি থাকবে অনেকে জানে না । রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত ছুটির তালিকা অনুসারে এই মাসেও বেশ কয়েকদিন ব্যাংক ছুটি থাকবে । যাতে আপনাদের ব্যাংকে গিয়ে ঘুরে আসতে না নয় তার জন্য ফেব্রুয়ারি মাসের ব্যাংকের ছুটির তালিকা নিচে দেওয়া হল । ফেব্রুয়ারি মাসের ব্যাংকের ছুটির তালিকা দেখার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন ।

 

নতুন বছরের দ্বিতীয় মাসে ব্যাংকে অনেক গুলি ছুটি রয়েছে । একথায় বলা যেতে পারে ফেব্রুয়ারি মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা ছিল বেশ লম্বা । একদমই ছোট নয় ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা । RBI এর প্রকাশিত তালিকা অনুযায়ী ভারতের ব্যাংক গুলিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাত্র ১৮ দিন খোলা থাকবে । এই মাসে ১১ দিন ব্যাংক বন্ধ থাকবে । এই ১১ দিনের মধ্যে ৪ টি রবিবার এবং দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত আছে । এছাড়া দু-দফায় টানা তিনদিন করে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কে ছুটি আছে ।

ফেব্রুয়ারি মাসে ব্যাংকের ছুটির তালিকা

 

ক্রমিক

নং

তারিখ

ব্যাংক বন্ধ থাকার কারন

1

04/02/2024

রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে

2

10/02/2024

দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সারাদেশে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে

3

11/02/2024

রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে

4

14/02/2024

সরস্বতী পুজোর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে (ত্রিপুরা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের)।

5

15/02/2024

লুই-এনগাই-নি এর কারণে মণিপুরের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

6

18/02/2024

রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে ।

7

19/02/2024

ছত্রপতি শিবাজি জয়ন্তীর কারণে মহারাষ্ট্রে ব্যাঙ্ক ছুটি থাকবে

8

20/02/2024

মিজোরাম এবং অরুণাচল প্রদেশে রাজ্য দিবসের স্মরণে ব্যাঙ্ক ছুটি থাকবে

9

24/02/2024

চতুর্থ শনিবার হওয়ার কারণে সারাদেশে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে

10

25/02/2024

রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে ।

11

26/02/2024

অরুণাচল প্রদেশে ন্যাকুমের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে

 

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রাজ্যগুলির প্রধান ছুটির দিনগুলিও নির্ধারণ করে থাকে । অনেক রাজ্যের নির্দিষ্ট উৎসব আছে সেই সব উৎসব উদযাপন করার জন্য রাজ্যের ব্যাংক ছুটি রয়েছে । তবে এই ছুটির দিন গুলিতে ব্যাংক বা ব্যাংকের শাখা বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা চালু থাকবে । এর পাশাপাশি চলবে ATM ও UPI পরিষেবা ।  এই ছুটির দিনগুলিতে রাষ্ট্রায়ত্ত বেসরকারি দুই ধরনের ব্যাঙ্কের শাখাই বন্ধ থাকবে বলে জানিয়েছে RBI

প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

  

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post