Bank Holidays in February 2024 : ২০২৪
সাল জানুয়ারি মাস শেষ করে দ্বিতীয় মাসে পা
দিচ্ছে । আমরা দেখছি ২০২৪ এর জানুয়ারি মাসে বেশ কয়েক দিন ব্যাংকে ছুটি ছিল ।
প্রত্যেক মানুষেরই সারা মাস ধরে ব্যাংকে যাতায়াত থাকে । বিভিন্ন কাজের জন্য
ব্যাংকে অথবা ব্যাংকের শাখায় ছুটতে হয় আমাদের । ফেব্রুয়ারি মাসে কদিন ব্যাংক ছুটি
থাকবে অনেকে জানে না । রিজার্ভ
ব্যাঙ্ক
অফ
ইন্ডিয়ার প্রকাশিত ছুটির তালিকা অনুসারে এই মাসেও বেশ
কয়েকদিন ব্যাংক ছুটি থাকবে । যাতে আপনাদের ব্যাংকে গিয়ে ঘুরে আসতে না নয় তার জন্য
ফেব্রুয়ারি মাসের ব্যাংকের ছুটির তালিকা নিচে দেওয়া হল । ফেব্রুয়ারি মাসের
ব্যাংকের ছুটির তালিকা দেখার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন ।
নতুন বছরের দ্বিতীয় মাসে ব্যাংকে অনেক গুলি ছুটি রয়েছে । একথায় বলা যেতে পারে ফেব্রুয়ারি মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা ছিল বেশ লম্বা । একদমই ছোট নয় ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা । RBI এর প্রকাশিত তালিকা অনুযায়ী ভারতের ব্যাংক গুলিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাত্র ১৮ দিন খোলা থাকবে । এই মাসে ১১ দিন ব্যাংক বন্ধ থাকবে । এই ১১ দিনের মধ্যে ৪ টি রবিবার এবং দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত আছে । এছাড়া দু-দফায় টানা তিনদিন করে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কে ছুটি আছে ।
ফেব্রুয়ারি মাসে ব্যাংকের ছুটির তালিকা
ক্রমিক নং |
তারিখ |
ব্যাংক বন্ধ থাকার কারন |
1 |
04/02/2024 |
রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে |
2 |
10/02/2024 |
দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সারাদেশে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে । |
3 |
11/02/2024 |
রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে |
4 |
14/02/2024 |
সরস্বতী পুজোর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে (ত্রিপুরা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের)। |
5 |
15/02/2024 |
লুই-এনগাই-নি এর কারণে মণিপুরের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে । |
6 |
18/02/2024 |
রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে । |
7 |
19/02/2024 |
ছত্রপতি শিবাজি জয়ন্তীর কারণে মহারাষ্ট্রে ব্যাঙ্ক ছুটি থাকবে । |
8 |
20/02/2024 |
মিজোরাম এবং অরুণাচল প্রদেশে রাজ্য দিবসের স্মরণে ব্যাঙ্ক ছুটি থাকবে । |
9 |
24/02/2024 |
চতুর্থ শনিবার
হওয়ার কারণে সারাদেশে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে । |
10 |
25/02/2024 |
রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে । |
11 |
26/02/2024 |
অরুণাচল প্রদেশে ন্যাকুমের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে । |
প্রসঙ্গত, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রাজ্যগুলির প্রধান ছুটির দিনগুলিও নির্ধারণ করে থাকে । অনেক রাজ্যের নির্দিষ্ট উৎসব আছে সেই সব উৎসব উদযাপন করার জন্য রাজ্যের ব্যাংক ছুটি রয়েছে । তবে এই ছুটির দিন গুলিতে ব্যাংক বা ব্যাংকের শাখা বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা চালু থাকবে । এর পাশাপাশি চলবে ATM ও UPI পরিষেবা । এই ছুটির দিনগুলিতে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি দুই ধরনের ব্যাঙ্কের শাখাই বন্ধ থাকবে বলে জানিয়েছে RBI।
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন