এখনকার দিনে অনেক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম চালু হয়েছে । বেশির ভাগ মানুষই অনলাইনে
পেমেন্ট করতে পছন্দ করে । অনেক সময় নিজের কাছে ক্যাশ না থাকলে খুব সহজেই আমরা অনলাইনের
মাধ্যমে পেমেন্ট করতে পারি । আমরা বেশির মানুষই অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম
পেটিএমের
নাম
শুনেছি । বহু মানুষ আছে যারা এই অ্যাপটি নিয়মিত ব্যবহার
করেন । গুগল পে, ফোনপে এরকম
নানান অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ছাড়াও পেটিএমে বাড়তি সুবিধা হচ্ছে এই প্ল্যাটফর্মে বিভিন্ন কাজেই নির্দিষ্ট অঙ্কের ক্যাশব্যাক পাওয়া যায় ।
সে হতে পারে অ্যাড মানি অথবা মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্ট
। কিন্তু অনেকেই এখানে ক্যাশব্যাক
পায় আবার অনেকেই ক্যাশব্যাক
না
পেয়ে
হতাশ
হয়ে
পেটিএম
ব্যবহার
বন্ধ
করেও দেয় । পেটিএমের ক্যাশব্যাক পাওয়ার বেশি কয়েকটি
উপায় রয়েছে । যা মেনে চললে আপনিও ক্যাশব্যাশ পেতে পারেন । আজকের প্রতিবেদনের মাধ্যমে
কোন কোন পেমেন্টের মাধ্যমে অনেক বেশি ক্যাশব্যাক পেতে পারেন ।
পেটিএম (Paytm) অ্যাড মানি -
UPI এর মাধ্যমে
বেশ অনেক কিছুর পেমেন্ট করে থাকি । তার মধ্যে মোবাইল রিচার্জ, বিদ্যুতের বিল, গ্যাস বুকিং, টিভি রিচার্জ এখন সব
থেকে বেশি UPI এর মাধ্যমে করা হয় । কিন্তু, যদি কেউ চায় এই
রিচার্জ গুলি পেটিএমের মধ্যে পেটিএম ওয়ালেট দিয়েই করা
যেতে পারে । সেই
জন্য এই অ্যাপে মাঝে মধ্যেই একাধিক অফার চলে।যদি একটি
নির্দিষ্ট
অঙ্কের
টাকা
ওয়ালেটে
অ্যাড
করে রাখেন তাহলে ৩০০ টাকা পর্যন্ত
ক্যাশব্যাক
অথবা
ক্যাশব্যাক
পয়েন্টস
পেয়ে যেতে পারেন । এই অপশনটি
পেয়ে যাবেন
পেটিএম
হোম
পেজ
> ডিলস
অ্যান্ড
ক্যাশব্যাক
> ওয়ালেট
অফার্সে ।
UPI অফার (Paytm), স্ক্যান অ্যান্ড পে -
UPI ব্যবহার করেন না এরকম মানুষ এখনকার দিনে খুব কমই আছেন । প্রায় বেশির ভাগ মানুষই UPI ব্যবহার করেন । সেক্ষেত্রে পেটিএমের তরফে একাধিক UPI অফার থাকে । যার মাধ্যমে আপনি খুব সহজেই ক্যাশব্যাক, ক্যাশব্যাক পয়েন্টস অথবা শপিং ভাউচার পেতে পারেন । আবার কোন দোকানে টাকা মেটানোর সময় পেটিএম থেকে স্ক্যান করলেও সংস্থার তরফে ক্যাশব্যাক দেওয়া হয়।
পেটিএম (Paytm) বিল পেমেন্ট ক্যাশব্যাক –
বিভিন্ন জায়গায় পেমেন্ট করার সময় একাধিক প্রোমো কোড এবং অফার থাকে । যেমন মোবাইল রিচার্জ, DTH রিচার্জ, বিদ্যুৎ বিল, ক্রেডিট কার্ড পেমেন্ট, গ্যাস বুকিং, সিনেমার টিকিট ইত্যাদি রিচার্জে প্রোমো কোড এবং অফার পাওয়া যায় । যাকে কাজে লাগিয়ে প্রত্যেক পেমেন্টে ক্যাশব্যাক লাভ করতে পারবেন আপনিও । যেটি পরবর্তী সময়ে রিচার্জ অথবা বিল পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ।
পেটিএম (Paytm) ক্যাশব্যাক পয়েন্টস -
পেটিএম থেকে বিভিন্ন পেমেন্ট করলে শুধু ক্যাশব্যাক পাওয়া যায় তা নয় । কখনো কখনো আবার ক্যাশব্যাক পয়েন্ট যোগ হয় অ্যাকাউন্টে । এই পয়েন্ট কেউ চাইলে পেটিএম ভাউচার কেনার (মোবাইল রিচার্জে ব্যবহার করা যাবে এই ভাউচার) সময় ব্যবহার করতে পারেন । অথবা চাইলে এই পয়েন্ট শপিংয়েও কাজে লাগাতে পারেন । প্রত্যেক ১১০০ ক্যাশব্যাক পয়েন্টে ১০ টাকার ভাউচার কেনা যাবে ।
অনলাইন শপিং অফার (Paytm) -
অনলাইন শপিংয়ের ক্ষেত্রে আমরা অনেকেই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে
থাকি । এছাড়া এখন অনলাইনে ফুড অর্ডারও করা হয় । অনলাইন শপিং, অনলাইন
ফুড
অর্ডারের
ক্ষেত্রে
এই
অফার পেতে পারেন । সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পেটিএম
থেকে পেমেন্ট করতে হবে । আপনি যে প্ল্যাটফর্ম
থেকে
অর্ডার
করছেন
সেখানে আপানকে পেমেন্ট মোড পেটিএম
সিলেক্ট
করতে
হবে
এবং
প্রোমো
কোডও লাগতে পারে । এইভাবেই খুব সহজে ক্যাশব্যাক
পেতে পারেন ।
পেটিএম ক্যাশব্যাক অফার পেতে আজই ডাউনলোড করুন । পেটিএম ইনস্টল করার পর অবশ্যই যেকোনো একাউন্টে মিনিমাম ১ টাকা পাঠাবেন । -
Click Here to Download
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল |
|
আমাদের Facebook চ্যানেল |
|
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন