Best SIP to Invest Now : বহু মানুষ একটু সঞ্চয়ের আশায় বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে । কেউ কেউ ভালো সুদ পাবার আশায় টাকা বিনিয়োগ করে থাকে । আবার অনেকের একটা ভুল ধারনা রয়েছে যে বিনিয়োগ করতে হলে বড় অঙ্কের টাকা রাখতে হবে । অনেকের বিনিয়োগ করার ইচ্ছা থাকলেও এই কারণে করতে পারে না । কিন্তু এটা একদমই ভুল ধারনা । বিনিয়োগ করার ক্ষেত্রে বড় অংকের টাকা বিনিয়োগ করতে হবে এটি ভুল ধারনা । আপনি নিজের আয় মত অল্প অল্প করে সঞ্চয় করে মোটা টাকার ফান্ড তৈরি করতে পারবেন । আপনার আয় বাড়লে তখন আপনি চাইলে বিনিয়োগের টাকা বাড়াতে পারেন । নানান স্কিম রয়েছে যেখানে মাত্র ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যাবে, এবং সেখান থেকে লাখ টাকা আয় করতে পারবেন । এই ধরণের নানান স্কিম রয়েছে । কোথায়, কোন স্কিমে বিনিয়োগ করলে ভালো টাকা লাভ করা যায় সেটি জানার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন ।
এসআইপি (SIP) -
আপনি চাইলেই SIP –র মাধ্যমে
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন । SIP বেশ কিছু বছর থেকে খুব ভালো রিটার্ন দিচ্ছে
। সেই জন্য SIP-র জনপ্রিয়তা বেড়েছে অনেক । SIP মার্কেট লিঙ্কড হয় এবং মার্কেটে রিস্কও থাকে ৷ বিশেষজ্ঞরা মনে করছে, SIP -তে ১২% পর্যন্ত
রিটার্ন পাওয়া যাচ্ছে । এখানে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার প্রয়োজন মত বিনিয়োগের টাকা বাড়াতে পারবেন । তখন আপনার রিটার্নও বেড়ে যাবে । আপনি যদি এখানে
মাসে ৫০০ টাকা করে ১৫ বছরের জন্য টাকা রাখেন, তাহলে সেটি ১২% সুদ সহ ২,৫২,৫৮৮ টাকা পাবেন । আবার ২০ বছর টাকা পাঠালে ২০ বছর টাকা রাখলে পাবেন
৪,৯৯,৫৭৪ টাকা ।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় (SSY) -
সুকন্যা সমৃদ্ধি যোজনা
যেটি শুধুমাত্র মেয়েদের জন্য চালু করা হয়েছে । মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে এই স্কিম
চালু করা হয়েছে । এই স্কিমে বছরে কমপক্ষে ২৫০ টাকা জমা করতে হবে । এখানে বিনিয়োগ করলে
৮.২% সুদ পাওয়া যাবে । যদি আপনি এখানে মাসে
৫০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে তাহলে ১৫ বছর পর মোট ৯০ হাজার টাকা পাওয়া যাবে । ১৫
– ২০ বছরের মধ্যে যদি বিনিয়োগ না করলেও আপনার এই অ্যাকাউন্টে সুদ জমা হবে । ম্যাচিউরিটির
সময় ২,৭৭,১০৩ টাকা পাবেন ।
পিপিএফ (PPF) -
আপনার যদি মনে হয় কোন রিস্ক
না নিয়েই বিনিয়োগ করবেন সেক্ষেত্রে পিপিএফ আপনার জন্য ভালো অপশন । এটি হল একটি সরকারি স্কিম । এখানে আপনি ৫০০ টাকা
দিয়ে শুরু করতে পারবেন । বর্তমান সময়ে এই স্কিমে ৭.১% সুদ পাওয়া যাচ্ছে । কম্পাউন্ডিং ইন্টারেস্টের সুবিধাও
রয়েছে । আপনি এখানে যদি ৫০০ টাকা করে জমা করেন তাহলে ১৫ বছর পর ১,৬২,৭২৮ টাকা পাবেন এবং ২০ বছর পর ২,৬৬,৩৩২ টাকা পাবেন ।
পোস্ট অফিস রেকারিং (Post Office RD) -
পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে টাকা
রাখতে পারেন । এখানে বিনিয়োগ করলে আপনাকে কোন দুশ্চিন্তায় পড়তে হবে না । ৫০০ টাকা থেকেও
যদি কম বিনিয়োগ করতেচান তাহলে এটি আপনার কাছে একটি সেরা অপশন । একথায় বলা যেতে পারে
টাকা রাখার জন্য সেরা অপশন হল এটি । বর্তমান সময়ে এখানে ৬.৭% সুদ পাওয়া যাচ্ছে । এখানে মাত্র ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন ।
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন