Bank Holidays January 2024 : জানুয়ারি মাসে ব্যাংক বন্ধ থাকবে ১৬ দিন! জেনে রাখুন।

Bank Holidays January 2024


এখনকার দিনে ব্যাংক হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গি । অনলাইন ব্যাঙ্কিং বা ATM পরিষেবা থাকা সত্ত্বেও আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যাংকে অথবা ব্যাংকের শাখায় যেতে হয় । প্রায় প্রত্যেকদিনই ব্যাংকে লম্বা লাইন দেখা যায় । নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসে ব্যাংকে অনেক গুলি ছুটি ঘোষণা করা হয়েছে । রিজার্ভ ব্যাংকের তরফে নতুন বছরের ছুটি ঘোষণা করা হয়েছে । জানুয়ারি মাসে বেশ কয়েকদিন চুতি রয়েছে ব্যাংকে । এই মাসে ১৬ দিন ব্যাংক বন্ধ থাকবে । তাই ব্যাংকে অথবা ব্যাংকের শাখায় যাওয়ার আগে এই মাসের ব্যাংকের ছুটির তালিকা দেখে নিন ।

কত দিন ব্যাংক ছুটি থাকবে ?

বছরের শুরুতেই প্রথম মাসের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে । RBI রাজ্যের বিভিন্ন স্থানীয় উৎসব এবং বার্ষিকী অনুসারে ছুটির তালিকা প্রকাশ করেছে । বিভিন্ন উৎসব মিলিয়ে মোট ১৬ দিন ছুটি থাকবে ব্যাংকে । যেমন - লোহরি, মকর সংক্রান্তি, প্রজাতন্ত্র দিবস ইত্যাদি বিভিন্ন কারনে ব্যাংকে ছুটি থাকবে । এসবের সাথে সাথে দ্বিতীয় ও চতুর্থী শনিবার ছাড়া প্রত্যেক রবিবার ব্যাংক বন্ধ থাকবে ।

জানুয়ারি 2024- রাজ্যভিত্তিক ছুটির তালিকা –

রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুসারে প্রত্যেক মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক ছুটি থাকে । এই মাসে কবে ব্যাংক ছুটি থাকবে সেটি নিচে ছকের সাহায্যে দেখানো হল । এছাড়া আরও বিস্তারিত তথ্যে জানার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন ।   

 

ব্যাংক ছুটির তালিকা (জানুয়ারি – ২০২৪)

ক্রমিক নং

তারিখ

বিষয়

১.

০১/০১/২০২৪

নববর্ষ উপলক্ষে আইজল, চেন্নাই, গ্যাংটক, ইফাল, ইটানগর, কোহিমা এবং শিলং- ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে ।

২.

০২/০১/২০২৪

নতুন বছরের কারণে আইজলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

৩.

০৭/০১/২০২৪

রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে

৪.

১১/০১/২০২৪

মিশনারি দিবসে আইজলে ছুটি থাকবে
 

৫.

১৩/০১/২০২৪

দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

৬.

১৪/০১/২০২৪

রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
 

৭.

১৫/০১/২০২৪

বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি এবং হায়দ্রাবাদে পঙ্গল/তিরুভাল্লুভার দিবস/মকর সংক্রান্তি/মাঘ বিহুর কারণে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে৷

৮.

১৬/০১/২০২৪

তিরুভাল্লুভার দিবসের কারণে চেন্নাইতে ব্যাঙ্ক ছুটি৷

৯.

১৭/০১/২০২৪

উঝাভার থিরুনালের কারণে চেন্নাইতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
 

১০.

২১/০১/২০২৪

রবিবারের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

 

১১.

২২/০১/২০২৪

ইমোইনু ইরাপ্টার কারণে ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

১২.

২৩/০১/২০২৪

গান এবং নাচের কারণে ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

১৩.

২৫/০১/২০২৪

থাই পোশম/হজরত মোহাম্মদ আলীর জন্মদিনের কারণে চেন্নাই, কানপুর এবং লখনউতে ব্যাঙ্ক ছুটি থাকবে

১৪.

২৬/০১/২০২৪

প্রজাতন্ত্র দিবসের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
 

১৫.

২৭/০১/২০২৪

চতুর্থ শনিবারের কারণে সারা দেশে ব্যাংকগুলি বন্ধ থাকবে
 

১৬.

২৮/০১/২০২৪

রবিবার ছুটির কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে

 


প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।  


আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post