WB Sabala Scheme : কিশোরীদের জন্য রাজ্যের সবলা প্রকল্প। জানুন কারা পাবে সুবিধা?
WB Sabala Scheme : ভারতের মেয়েরা সব দিকে
এগিয়ে থাকলেও এই দেশের বহু স্থানে কন্যা সন্তানকে এখনো বোঝা বলে মনে করা হয় । অনেক
জায়গায় এখনো কন্যা সন্তানরা ঠিক মত সম্মান পায় না । এরপ্রভাব পরে তাদের পুষ্টির উপর
। এই সমস্যার পাশাপাশি আরও একটি বড় সমস্যা হচ্ছে জন সংখ্যা । অনেক পরিবারে একাধিক সন্তান
থাকার কারনে তাদের প্রতিপালনে করার ক্ষেত্রে পরিবারের উপর অনেক চাপ পরে । আবার সেই
পরিবারে অর্থনৈতিক অবস্থা খারাপ হলে তার প্রভাব পরে বাড়ির বাচ্চাদের স্বাস্থ্যের উপর
। এই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি প্রকল্প শুরু করা হয়েছে , যেটির নাম ‘সবলা প্রকল্প’ । এই প্রকল্প শুরু করা হয়েছে
শুধুমাত্র মেয়েদের কথা ভেবে । মেয়েদের সুস্থ সবল করার উদ্দেশ্যেই এই প্রকল্পের সুচনা
। আজ এই প্রতিবেদনে সেই প্রকল্প সম্পর্কে বলবো । এই প্রকল্প সম্পর্কে জানার জন্য প্রতিবেদনটি
শেষ পর্যন্ত পড়ুন ।
সবলা প্রকল্প কি ?
সবলা প্রকল্পটি শুধুমাত্র
মেয়েদের জন্য । এই প্রকল্পটি হল কিশোরীদের
মূলত
দক্ষতা
বৃদ্ধি
করার
প্রকল্প । এই প্রকল্প অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু করা হয়েছে কিশোরী
মেয়েদের জন্য । এই প্রকল্পের মাধ্যমে পুষ্টিকর খাদ্য পাবে ১১ থেকে ১৮ বছরের কিশোরী
মেয়েরা । এর পাশাপাশি জীবনের দক্ষতা,
বৃত্তিমূলক
দক্ষতা,
স্বাস্থ্য,
পরিষ্কার-পরিচ্ছন্নতা
সংক্রান্ত
নানা
জ্ঞান
অর্জনও
করতে
পারবে তারা । এই প্রকল্পের একটি অন্যতম লক্ষ্য হল
মেয়েরা পিছিয়ে না থাকে । তারা যাতে সব জায়গায় এগিয়ে যেতে পারে । এই সবলা প্রকল্পের
মাধ্যমে মেয়েরা বিভিন্ন বিদ্যালয়ে পুষ্টিকর খাদ্য পাচ্ছে । যাদের আর্থিক অবস্থা খারাপ
তারা এর মাধ্যমে পুষ্টিকর খাদ্য পাচ্ছে । তাদের বেড়ে ওঠার সময় তাদের পুষ্টির যোগান
দিতে রাজ্য সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ।
সবলা প্রকল্পের কর্মসূচি এবং কাজ করার পদ্ধতি –
১. এই প্রকল্পের মাধ্যমে ১১ – ১৮ বছর বয়স
পর্যন্ত মেয়েরা একদম নিখরচায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের
মাধ্যমে
পুষ্টিকর
খাদ্য
পাবে।
২. এই প্রকল্পে শুধুমাত্র খাদ্যই দেওয়া হয় না, এর পাশাপাশি কিশোরীদের
ভবিষ্যতের কথাও ভাবা হয়েছে । অনেক জায়গায় দেখা যায় মেয়েরা পড়াশোনা করে
না । অনেক অল্প বয়সেই তদের বিয়ে দিয়ে দেওয়া হয় । এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের এমন
ভাবে শিক্ষা দেওয়া হয় যাতে তারা জীবনে
দক্ষ
হয়ে
উঠতে পারে । বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে মেয়েদের স্বনির্ভর করে তোলার নানা পাঠ দেওয়া
হয় ।
৩. এই প্রকল্পের আওতায়
কিশোরীদের স্বাস্থ্য প্রাধান্য পেয়েছে । এই প্রকল্পের মাধ্যমে তাদের নানান জ্ঞান দেওয়া
হয় , যেমন - কীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন
থাকতে হবে,
নিজের
স্বাস্থ্যের
যত্ন
নেওয়া
ইত্যাদি
।
৪. এই প্রকল্পের মাধ্যমে ১১ – ১৮ বছরের মেয়েদের একটি করে ‘কিশোরী কার্ড’ দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
কারা পাবে এই প্রকল্পের সুযোগ-সুবিধে?
এই প্রকল্পের সুবিধা নেওার জন্য বেশ কয়েকটি শর্ত মানতে হবে ।
১. এই প্রকল্পের সুবিধা পেতে কিশোরীর বয়স হতে হবে
১১ -১৮ বছরের মধ্যে ।
২. এখনো বহু জায়গায় মেয়েদের
বাল্যবিবাহ দেওয়া হয় । সেক্ষেত্রে কিশোরীর বিবাহ হলে এই প্রকল্পের সুবিধা পাবে না ।
৩. কিশোরীটিকে পড়াশোনা
করতে হবে । এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিদ্যালয়ের ছাত্রী হতে হবে ।
৪. এই সুবিধা লাভ
করতে
পারবে কলকাতা,
কোচবিহার,
নদিয়া,
জলপাইগুড়ি,
পুরুলিয়া,
মালদা
এবং
আলিপুরদুয়ার-
এই
সাতটি
জেলার
বসবাসকারী
মেয়েরা ।
সবলা প্রকল্পে কেমন কাজ চলছে?
উপরিক্ত ৭ টি জেলায় ২০১১ সালে জুলাই মাসে ১৪১ টি
ICDS প্রজেক্ট এই প্রকল্পের কাজ শুরু হয় । ২৯৪৪৪ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই প্রকল্পের কাজ করছে । এই
প্রকল্পের সুবিধা পাচ্ছেন ১১ – ১৮ বছরের ১২ লক্ষ ৭২ হাজার মেয়েরা ।
এছাড়া এর পাশাপাশি স্কুল
পাশ ১৬ -১৮ বছরের মেয়েদেরও নানান শিক্ষা প্রদান করা হচ্ছে । বিভিন্ন বেসরকারি সংস্থা
বা
স্বেচ্ছাসেবী
প্রশিক্ষিত
ব্যক্তিদের
(ভিটিপিএস)
মাধ্যমে
বিউটিশিয়ান,
হস্তশিল্প,
সেলাই,
ছাপাখানা
এবং
ডায়িং,
খাদ্য
প্রক্রিয়াকরণ
ইত্যাদির
এর
মতো
বিভিন্ন
পেশার
বৃত্তিমূলক
প্রশিক্ষণ
দেওয়া
হয়েছে
কিশোরীদের । এর ফলে মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম
করতে পারছে । তাদেরকে অন্যের উপর নির্ভর কতে হচ্ছে না ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন