Hasir Alo Scheme : হাসির আলো প্রকল্পে লাগবে না বিদ্যুতের বিল 

Hasir Alo Scheme


রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছেযেই প্রকল্প গুলির মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়নানান প্রকল্পের মধ্যে রাজ্য সরকারের একটি দুর্দান্ত প্রকল্প হচ্ছেহাসির আলোপ্রকল্পরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প শুরু করেনএই রাজ্যে প্রচুর প্রকল্প শুরু করেছে রাজ্য সরকারএখনো বহু মানুষ সেই সব প্রকল্পের কথা জানেন নাসেরকমই এই প্রকল্প সম্পর্কে বহু মানুষ কিছু জানেন নাতো চলুন জেনে নেওয়া যাক কি এইহাসির আলোপ্রকল্প ? কারা, কীভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে তার সমস্ত তথ্য দেওয়া হল আজকের প্রতিবেদনে

হাসির আলো প্রকল্প কি ?

এই প্রকল্পটি একটি বিদ্যুৎ মুকুব করার প্রকল্পদরিদ্রসীমার নিচে থাকা মানুষদের জন্য এই প্রকল্পমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেনসাধারণ মানুষ সরকারের কাছে বিদ্যুৎের মাশুল নিয়ে অনেক প্রতিবাদ করেছেঅন্য রাজ্যের থেকে এই রাজ্যে প্রতি ইউনিটে বিদুতের দাম অনেক বেশি থাকার জন্য নানান অভিযোগ করেছে সাধারণ মানুষমূলত এই কারণেই গরীব মধ্যবিত্ত পরিবারের জন্য এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিলবিদুতের বোঝা কমানর জন্য এই প্রকল্পের সূচনা

এই প্রকল্পের সুবিধা কারা পাবেন ?

রাজ্যের যাদের অন্ত্যদয় অন্ন যোজনা বা BPL তালিকাভুক্ত রেশন কার্ড আছে তারা এই সুবিধা পাবেরাজ্যের দরিদ্রসীমার নিচে থাকা যেসব পরিবারের তিন মাসে বিদ্যুৎ খরচ ৭৫ ইউনিট পর্যন্ত তাদের বিদ্যুৎ চার্জ সম্পূর্ণ ভাবে মুকুব করা হবে

এই প্রকল্পের সুবিধা পাওয়ার অন্যান্য শর্ত -

রাজ্যের মানুষরা কেবলমাত্র বাড়ির বিদ্যুৎ মিটারের ক্ষেত্রেই এই প্রকল্পের সুযোগ নিতে পারবেনএছাড়া বার্ষিক আয় নুন্যতম .৫০ টাকা হতে হবেবিদ্যুতের খরচ প্রতি তিন মাসে সর্বাধিক ৭৫ ইউনিট হতে হবেপশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে

  

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post