Surya Grahan 2023

Surya Grahan 2023 : বৈশাখ মাসের আমাবস্যা তিথিতে বছরের প্রথম সূর্যগ্রহন সংঘটিত হচ্ছে। যদি সঠিক সময়ের কথা বলা হয় তাহলে বলতে হবে ২০ শে এপ্রিল ২০২৩ তারিখ সকাল ৭.০৪ মিনিটে এই সূর্যগ্রহন শুরু হবে এবং দুপুর ১২ টা ২৯ মিনিট পর্যন্ত এই গ্রহন থাকবে । এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সূতক কাল । আর এই সূতক কালই হল এমন একটি সময় খণ্ড যেসময় শাস্ত্রমতে বেশ কিছু কাজ করা বারন রয়েছে । একইভাবে বেশ কিছু কাজ করতে বলা হয়েছে । তো চলুন প্রথমে বুঝে নেওয়া যাক এই সূতক কাল কি ?

সূতক কাল কি ?

শাস্ত্র মতে সূতক কাল হল একটি বিশেষ সময়খণ্ড । সূর্য এবং চন্দ্র গ্রহনের পূর্বে  সূতক কাল শুরু হয় । সাধারণত সূর্য গ্রহন শুরুর ১২ ঘণ্টা আগে থেকে সূতক কাল শুরু হয় । শাস্ত্রে সূতক শুরু হওয়া থেকে গ্রহন সমাপ্ত হওয়া পর্যন্ত সমস্ত শুভ কর্ম নিষিদ্ধ । এইসময় প্রকৃতি অনেক বেশী সংবেদনশীল থাকে এবং নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় । এই একই কারনে এসময় মন্দির বন্ধ করে দেওয়া হয় এবং কোন শুভ কাজ করা হয় না । সাধারনভাবে সূর্য গ্রহনের ১২ ঘণ্টা আগে থেকে সুতক কাল শুরু হয় এবং চন্দ্র গ্রহণের ৯ ঘণ্টা আগে থেকে এই সূতক কাল শুরু হয় ।

তো চলুন এবার দেখে নেওয়া যাক এই সূর্য গ্রহনের সময় কি কি কাজ করবেন ? এবং কি কি কাজ করবেন না ?

সূর্য গ্রহনের সময় কি কি কাজ করবেন ?

শাস্ত্র মতে সূর্য গ্রহনের সময় নিম্নলিখিত কাজ গুলি অবশ্য করনীয় । যথা –

১. সূতক কাল শুরু হওয়ার সময় থেকে খাবার দাবারে তুলসী পাতা দিয়ে রাখুন । বিশেষ করে দুধ এবং অন্যান্য দুগ্ধজাত খাবারে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন ।

২. এসময় গর্ভবতী মহিলার আশেপাশে নারকেল রাখলে গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকা যায় ।

৩. সূতক কাল থেকে গ্রহন সমাপ্ত হওয়া পর্যন্ত সময়ের মধ্যে গর্ভবতী মহিলা , অসুস্থ এবং বৃদ্ধাদের সেই খাবারই খেতে দেবেন যাতে আগে থেকে তুলসী পাতা দেওয়া ছিল ।

৪. গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকার জন্য মন্ত্র , জপ , ধ্যান ইত্যাদি করুন ।

 

সূর্য গ্রহণের সময় কি কি কাজ করবেন না ?

সূর্য গ্রহণের সময় ভুলেও নিম্নলিখিত কাজ গুলি করবেন না । নাহলেই হতে পারে বিপদ । যথা -

১. শাস্ত্র মতে এই সময় রান্না করা নিষিদ্ধ । এইসময় রান্না করলে তা অশুদ্ধ হতে পারে ।

২. সূতক কাল শুরু হওয়া থেকে সূর্য গ্রহণ সমাপ্ত হওয়া পর্যন্ত পূজা অর্চনা বন্ধ রাখুন ।

৩. এসময় কোন ধরনের শুভ কাজ করবেন না ।

৪. এসময় কোন নতুন কাজ শুরু করবেন না ।

৫. এসময় গর্ভবতী মহিলাদের সবথেকে বেশী সচেতন হতে হবে । গ্রহন চলাকালীন তাঁর বাইরে না বের হওয়ায় ভালো । কোন রকম কাজ বিশেষত ছুরি , কাঁচি ব্যাবহার একদমই করবেন না । গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কোনরকম কাজ করতে না দেওয়ায় ভালো ।

৬. গ্রহন চলাকালীন মিথ্যাচার করবেন না।

৭. এসম্য অপরাধ করলে তাঁর পাপ বহুগুন বৃদ্ধি পায় ।

৮. গ্রহণ চলাকালীন খারাপ চিন্তাভাবনা মনে আনবেন না ।

 

 

 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post