Akshaya Tritiya
2023 : অক্ষয় তৃতীয়া হিন্দু এবং জৈন ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত পবিত্র একটি
দিন । বেশ কয়েকটি কারনে এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মানা হয় । হিন্দু শাস্ত্র অনুসারে
এই দিনে বেদব্যাস এবং গণেশ মহাভারত রচনা আরম্ভ করেন । বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই
দিনেই জন্ম গ্রহন করেছিলেন । আরও বলা হয় এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে
এসেছিলেন । এদিনই কুবেরের তপস্যায় মহাদেব তুষ্ট হয়েছিলেন । এবং তাকে অতুল ঐশ্বর্য দান
করেছিলেন ।আর যেহেতু এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল তাই এদিন মা লক্ষ্মীর পূজা
করা হয় ।
হিন্দু শাস্ত্র
অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় অক্ষয় তৃতীয়া
। এবছর ২২ শে এপ্রিল ২০২৩ তারিখে এই মহা উৎসব পালন করা হবে ।
আগেই উল্লেখ করা
হয়েছে অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে কেন এত পবিত্র । আর সেই কারনেই
এই দিনটি দান ধ্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ । শাস্ত্র অনুসারে এই দিনে সোনা তথা বিভিন্ন
অলঙ্কার কেনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় ।প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে সোনা
কেনা হলে তাঁর ফল জীবনভর পাওয়া যায় । তবে এই দিনে দান ধ্যান , সোনা কেনা অত্যন্ত্ শুভ
হলেও বেশ কিছু কাজ রয়েছে যা এই দিন একদমই করা উচিত নয় ।
অক্ষয় তৃতীয়ায় এই কাজগুলি একদমই করবেন না
অক্ষয় তৃতীয়ার
দিন এই কাজগুলি করা থেকে নিজেকে বিরত রাখুন । নাহলে এর ফল আপনার জীবনে বিরুপ হতে পারে
। যথা –
১. এই দিন নিজেকে
মদ , মাংস , রসুন প্রভৃতি উত্তেজক খাবার থেকে দূরে রাখুন । এই দিন পেঁয়াজ রসুন যুক্ত
খাবার বর্জন করুন ।
২. এই দিন স্নান
না করে তুলসী পাতা তুলতে নেই । এমনকি তুলসী পাতা তোলার আগে প্রার্থনা করে অনুমতি নিতে
হয় । নাহলে মা লক্ষ্মী রুষ্ট হন ।
৩. যেহেতু এই
তিথিতে লক্ষ্মীর পুজা হয়ে থাকে তাই নিজ শরীর এবং নিজের ঘর উভয়কেই এদিন পরিস্কার রাখতে
হয় ।
৪. এই শুভ দিনে
যেমন ভালো কাজের অপরিসীম ফল পাওয়া যায় , তেমনই খারাপ কাজের প্রভাবও খুব ভয়ানক হয় ।
৫. অক্ষয় তৃতীয়ার
দিন খালি হাতে বাড়ি ঢুকবেন না । এর ফলাফল অশুভ হয় ।
৬. অক্ষয় তৃতীয়ার
দিন কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় ।এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহত্যাগ করেন ।
৭. এই দিনে ঘরের
সিন্দুক যেন কোনভাবেই অপরিস্কার না থাকে । তাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন । এবং
ঘড়ে অর্থাভাবের
পরিস্থিতি হতে পারে ।
৮. এই দিন কোনভাবেই
মিথ্যা কথা বলা উচিত নয় । কারণ তাঁর কু প্রভাব অন্যদিনের তুলনায় অনেক বেশী পড়ে ।
৯. এদিন রাগ
, হিংসা , কুবচন বলা থেকে বিরত থাকুন । কারন এর অশুভ ফল ঘুরিয়ে আপনার উপরেই পরবে ।
১০. এই দিনে কাউকে
অহেতুক কষ্ট দেবেন না । এতে নিজের জিবনেই বেশী করে কষ্ট পাবেন ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন