Akorik Movie Reviews 2023 : সিঙ্গল মাদার ঋতুপর্ণার 'আকরিক' ছবিটি মুক্তির অপেক্ষায় । বড়পর্দায় কামব্যাক ভিক্টরের ।
আকরিক একটি সিঙ্গেল মাদারের গল্প । বাস্তবে বহু মহিলায়
সিঙ্গেল মাদারের জীবন যাপন করেন । কিন্তু তাদের সেই লড়াই বেশ কঠিন । সমাজের নানা সমালোচনার
মধ্য দিয়ে নিজের জীবনে এগিয়ে যেতে হয় এক সিঙ্গেল মাদারকে । অনেক ঝড় ঝাপটা সামলে বড়
করতে হয় নিজের সন্তানকে । ঠিক এমনই এক সিঙ্গেল মাদারের গল্প নিয়ে তৈরি হয়েছে আকরিক সিনেমাটি ।
ছবিটি পরিচালনা করেছেন তথাগত ভট্টাচার্য । এক ৭৫ বছরের বৃদ্ধ এবং
১০ বছরের একটি ছেলের বন্ধুত্বের কথা বলবে এই ছবিটি । আধুনিকতার যুগে বদলে গিয়েছে সময়। যুগের সঙ্গে তালে তালে মিলিয়ে বদলে গিয়েছে মানুষের জীবনধারারও। এখন মানুষ বড়ই প্রযুক্তি নির্ভর। ঐতিহ্যগত যৌথ পরিবার কাঠামোর অধীনে বেড়ে উঠেছেন বছর ৭৫-এর এক বৃদ্ধ ব্যক্তি। এ দিকে সিঙ্গেল মাদারের কাছে মানুষ বছর ১০-এর এক ছেলে। দু-জনে আলাদা পারিবারিক কাঠামো থেকে। কিন্তু তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। কেমন হবে তাদের বন্ধুত্ব? কীভাবে তাদের বন্ধুত্ব হল? সেই গল্পই তুলে ধরা হবে ছবিতে। আর এই ছবি দিয়েই বহুদিন পর রুপোলি পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
২০০১ সালে পরিচালক তথাগতর প্রথম ছবি ‘অন্তর্ঘাত’-এ অভিনয় করেছিলেন ভিক্টর। ফের তথাগতর ছবি দিয়েই বহুদিন পর টলিউডে কামব্যাক করছেন অভিনেতা। ‘আকরিক’-এ সুপ্রতিম রায়কে ভিক্টরের ছেলের ভূমিকায় দেখা যাবে। যিনি পেশায় একজন বিজ্ঞানী এবং বিদেশে থাকেন।
ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সুপ্রতিম রায় ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুরাধা রায়, শিশুশিল্পী অঙ্কন মল্লিক, শিশুশিল্পী স্বপ্নদীপ অধিকারী, সুদেষ্ণা চক্রবর্তী, অঙ্গনা বসু, জয়শ্রী অধিকারী, অভিষেক গাঙ্গুলি, অনিন্দ্য সরকার। এই ছবি সিনেমা হলের পাশাপাশি ওটিটি ও বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে।
এখন দেখার বিষয় দর্শক মহলে
ছবিটি কেমন প্রতিক্রিয়া তৈরি করে । ছবিটি নিয়ে উন্মাদনা যথেষ্ট রয়েছে । আগামী ৭ ই এপ্রিল সেই উন্মাদনার অবসান ঘটতে
চলেছে ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন