'চলে আসুন আমার বিছানায়' উরফির খোলামেলা প্রস্তাব



উরফি জাভেদ (Urfi Javed) নাম তো সুনাহি হোগা । বর্তমানে সোশ্যাল সেন্সেসন উরফি জাভেদ তাঁর খোলামেলা পোশাকের জন্য নেটিজেনদের ঘুম কেড়েছে ।  শুধুই খোলামেলা বললে ভুল হবে নিজের অদ্ভুত দর্শন পোশাকের জন্য তিনি মিডিয়ায় সবসময়ই হট টপিক । সাহসীপোশাক পরার জন্য আগে থেকেই পরিচিতি ছিল তাঁর বিগ বস থেকে বেরোনোর পরে তা আরো বহুগুণে বেড়ে গিয়েছে অভিনয় ছেড়ে এখন  ফ্যাশনের নামে উদ্ভট ও অর্ধনগ্ন পোশাক দেখিয়েই লাইমলাইটে জায়গা করে রেখেছেন উরফি

 

বর্তমানে এমটিভির জনপ্রিয় নন ফিকশন শোস্প্লিটসভিলাতেও দেখা যাচ্ছে উরফিকে প্রতিযোগীদের জন্য শোটা আরো মজার করে তুলছেন তিনি সেই সঙ্গে দর্শকদের জন্যও থাকছে নানান সারপ্রাইজ সম্প্রতি শোয়ের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল, যেখানে তিনি বেশ কিছু প্রশ্নের অত্যন্ত সাহসি উত্তর দিয়েছেন ।

উরফিকে প্রশ্ন করা হয় কেউ যদি তাঁর সঙ্গে প্রতারণা করে, তার সঙ্গে কি তিনি থাকবেন ? এক মুহূর্ত না ভেবে উরফি জবাব দেন , ‘তার যৌনাঙ্গ কুচিকুচি করে কেটে ফেলব!’ এরপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, অন্যকে দেখতে বেশি ভাল লাগে, নাকি অন্যরা তাকে দেখবে সেটা বেশি পছন্দ তাঁর ? উরফির সটান উত্তর, সারা পৃথিবীর মানুষই তাঁকে দেখে

আর এখানেই তাকে প্রশ্ন করা হয় উরফি বিছানায় কেমন ? লাউড নাকি শান্ত এর উত্তর দিতে গিয়ে উরফি প্রথমে একটু লজ্জা পেলেও তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নেন । এবং এরপর তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর দেন । তিনি বলেন বিছানার ব্যাপার স্যাপার ওই পর্যন্ত রাখলেই ভাল হয় বাকি জানতে চাইলে, আপনি চলে আসুন আমার বিছানায়

 

উরফি জানেন লাইমলাইতে কিভাবে থাকতে হয় । তাঁর পোশাক যতই অদ্ভুত ও খোলামেলা হোক না কেন , মানুষ যতই তাঁর সমালোচনা করুক না কেন । তিনি জানেন তাঁর  এই স্টাইল এবং ফ্যাশনই হল তাঁর টি আর পি ধরে রাখার আসল কৌশল ।




Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post