'চলে আসুন আমার বিছানায়' উরফির খোলামেলা প্রস্তাব
উরফি জাভেদ (Urfi Javed) নাম তো সুনাহি হোগা । বর্তমানে সোশ্যাল সেন্সেসন উরফি জাভেদ তাঁর খোলামেলা পোশাকের
জন্য নেটিজেনদের ঘুম কেড়েছে । শুধুই খোলামেলা বললে ভুল হবে নিজের অদ্ভুত দর্শন পোশাকের জন্য তিনি মিডিয়ায়
সবসময়ই হট টপিক । ‘সাহসী’ পোশাক পরার জন্য আগে থেকেই পরিচিতি ছিল তাঁর। বিগ বস থেকে বেরোনোর পরে তা আরো বহুগুণে বেড়ে গিয়েছে। অভিনয় ছেড়ে এখন ফ্যাশনের নামে উদ্ভট ও অর্ধনগ্ন পোশাক দেখিয়েই লাইমলাইটে জায়গা করে রেখেছেন উরফি।
বর্তমানে এমটিভির জনপ্রিয় নন ফিকশন শো ‘স্প্লিটসভিলা’তেও দেখা যাচ্ছে উরফিকে। প্রতিযোগীদের জন্য শোটা আরো মজার করে তুলছেন তিনি । সেই সঙ্গে দর্শকদের জন্যও থাকছে নানান সারপ্রাইজ। সম্প্রতি শোয়ের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল, যেখানে তিনি বেশ কিছু প্রশ্নের অত্যন্ত সাহসি উত্তর
দিয়েছেন ।
উরফিকে প্রশ্ন করা হয় কেউ যদি তাঁর সঙ্গে প্রতারণা করে, তার সঙ্গে কি তিনি থাকবেন ? এক মুহূর্ত না ভেবে উরফি জবাব দেন , ‘তার যৌনাঙ্গ কুচিকুচি করে কেটে ফেলব!’ এরপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, অন্যকে দেখতে বেশি ভাল লাগে, নাকি অন্যরা তাকে দেখবে সেটা বেশি পছন্দ তাঁর ? উরফির সটান উত্তর, সারা পৃথিবীর মানুষই তাঁকে দেখে।
আর এখানেই তাকে
প্রশ্ন করা হয় উরফি বিছানায় কেমন ? লাউড নাকি শান্ত ? এর উত্তর দিতে গিয়ে উরফি প্রথমে একটু লজ্জা পেলেও তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নেন
। এবং এরপর তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর দেন । তিনি বলেন ‘বিছানার ব্যাপার স্যাপার ওই পর্যন্ত রাখলেই ভাল হয়। বাকি জানতে চাইলে, আপনি চলে আসুন আমার বিছানায়।’
উরফি জানেন লাইমলাইতে কিভাবে
থাকতে হয় । তাঁর পোশাক যতই অদ্ভুত ও খোলামেলা হোক না কেন , মানুষ যতই তাঁর সমালোচনা
করুক না কেন । তিনি জানেন তাঁর এই স্টাইল এবং
ফ্যাশনই হল তাঁর টি আর পি ধরে রাখার আসল কৌশল ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন