রাজ্যের স্কুলগুলিতে বড়সড় পরিবর্তন এক্ষুনি দেখুন
স্কুল ইউনিফর্ম এবার নীল-সাদা । রাজ্যের সরকারি স্কুলের পোশাকের রং পরিবর্তন হতে চলেছে ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পোশাকের রং হবে নীল-সাদা। পোশাকে থাকবে বিশ্ব বাংলার লোগো। সেই মর্মে মার্চ মাসে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা ঘোষণা করে শিক্ষা দফতর।
কলকাতা এবং হাওড়ার বেশ কিছু সরকারি স্কুলে পড়ুয়াদের নীল-সাদা পোশাক দেওয়া শুরু হয়েছে। আগামী বছরের মধ্যেই রাজ্যের সব স্কুলে একই ইউনিফর্ম।
সরকারি ও সরকার অনুমোদিত স্কুলগুলিতে নীল-সাদা পোশাক দেওয়ার কাজ শুরু করে দিল প্রশাসন। সম্প্রতি এই কাজে গতি আনতে স্কুলের প্রধান শিক্ষকদের কাছে একটি চালান পাঠানো হয়েছে। কোন স্কুলের কত পরিমাণ সাদা নীল ইউনিফর্ম প্রয়োজন তা ওই চালানে লেখা হবে। সেই চালানে প্রধান শিক্ষক স্বাক্ষর করলেই স্কুলের জন্য বরাদ্দ পোশাক পৌঁছে দেওয়া হবে। কলকাতা এবং হাওড়ার বেশ কিছু সরকারি স্কুলে পড়ুয়াদের নীল-সাদা পোশাক দেওয়া শুরু হয়েছে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন