এ কেমন সাংবাদিকতা ? সাংবাদিক নাকি নারদমুনি !
সাংবাদিকদেরও বলিহারি তাদের কি ঘরে ভাই বোন নাই । তাদের কি মনে হয় না অন্য মানুষের লজ্জায় ফেলার আগে যে যদি এটা তার ভাই বোন হত !
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
এ কেমন সাংবাদিকতা । আমি এর তীব্র প্রতিবাদ জানাই । একজন ভারতীয় সাংবিধানিক অধিকার হলো যেকোনো বিক্ষোভে অংশ নেওয়া । কিন্তু সেই বিক্ষোভে একজন সাংবাদিক গিয়ে কেন তাদেরকে লজ্জায় ফেলবে । এটা কোন ধরণের ভদ্রতা ।
এতদিন তারা স্কুলে স্কুলে গিয়ে শিক্ষকদের বিভিন্ন প্রশ্ন করে অপ্রস্তুতে ফেলেছে । তাদের লজ্জাই ফেলেছ। তাদের সম্মানহানি করেছে । আমি কিছু বলিনি ।
এরপর তারা যেসব পরীক্ষার্থী পাস করতে পারেনি সেখানে গিয়েও আমরেলা বানান জিজ্ঞেস করে ছাত্র-ছাত্রীদের লজ্জাই ফেলেছে । আমি তাতেও কিছু বলিনি ।
আর এর ফলে আস্তে আস্তে তাদের বাড় বেড়েই গেছে । এবার তারা একুশে জুলাই সভায় গিয়ে সেখানে তৃণমূল কর্মীদের ২১ শে জুলাইয়ের কি হয়েছিল তা জানতে চাই । তাদের অনেকেই তা বলতে পারেনি। ফলে তারা লজ্জায় পড়েছে অপমানিত হয়েছে । তা বাবু একুশে জুলাই বাসে করে হৈ-হুল্লোড় করতে করতে যাবে ডিম ভাত মাংস ভাত খাবে তা হৈ হুল্লোড় করতে করতে ফিরে আসবে । এটাই তো বুঝি । তাদের ইতিহাস জানতে হবে কেন । আমি তখনও কিছু বলিনি ।
কিন্তু যখন তৃণমূলের এত বড় বিপদ । বিজেপির তরফ থেকে সিবিআই ইডি লেলিয়ে দিয়ে তৃণমূলের বড় বড় নেতাদের জেলে ভরছে । সেই সময় যখন তারা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। তখনও আপনারা পিন করছেন । বলি আপনারা সাংবাদিক নাকি নারদ মুনি ? আপনারা সেই বিক্ষোভ মিছিল এ গিয়ে কেন তাদের অপ্রস্তুতে ফেলবেন । এ কেমন ব্যবহার ।
তাদের কি এখন প্রশ্নের উত্তর দেওয়ার মানসিকতা রয়েছে । আপনারা তাদের গিয়ে প্রশ্ন করছেন কেন তারা বিক্ষোভ দেখাচ্ছে । বেশ করেছে বিক্ষোভ দেখাচ্ছে । এটা তাদের সাংবিধানিক অধিকার । আপনি তাদের প্রশ্ন করার কোন হরিদাস পাল । আপনি একজন সাংবাদিক সাংবাদিকতা কাজ করুন ।
এভাবে মানুষকে লজ্জায় ফেলা আপনাদের একদমই উচিত হচ্ছে না । তারা বিক্ষোভ দেখাতে এসেছে বিক্ষোভ দেখাবে চলে যাবে। অনেকটা চা খেতে এসে চা খেয়ে চলে যাওয়ার মত। তারা কেন ইডি সিবিআই এর অর্থ জেনে আসবে ।
যাইহোক বন্ধুরা এবিষয়ে আপনারা
কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না । প্রতিবেদন এখানেই শেষ করছি ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন