দেবাংশু ভট্টাচার্যের চরম আক্রমণ সিপিএম বিজেপিকে । মাছের তেলে মাছ ভাজলেন !
বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ দলে একটাই পোস্ট বাকি সবই ল্যাম্পপোস্ট । অর্থাৎ তৃণমূল দলে একটাই মাত্র পোস্ট হয়েছে সেটি হচ্ছে মমতা ব্যানার্জি বাকি সবই ল্যাম্পপোস্ট । অর্থাৎ বাকিদের কোন গুরুত্ব নেই দলে । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বলবেন সেটাই দলের নির্দেশ । সেটাই দলের আদেশ সেটাই দলের সংবিধান ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
দীর্ঘদিন ধরে বিরোধীরা একথাই বলে আসছে । আর এবার সেই কথা তুলেই দেবাংশু ভট্টাচার্য বিরোধীদের আক্রমণ শানালেন ।
বর্তমানে ইডি এবং সিবিআই তদন্তের জন্য বেশ চাপে রয়েছে রাজ্যের শাসক দল । ইতিমধ্যেই মূল দলের বাঘা দুই নেতা গ্রেফতার হয়েছেন । বিডি গ্রেপ্তার করেছে পার্থ চ্যাটার্জি এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি কে । অন্যদিকে সিবিআই গ্রেপ্তার করেছে অনুব্রত মণ্ডল এবং তার বডিগার্ড সাইগাল হোসেনকে ।
আর এর ফলে বিরোধি দলগুলো যেন নতুন করে উৎসাহ ফিরে পেয়েছে । বিরোধীদের মধ্যে বর্তমানে একটি উৎসবের মেজাজ চলছে । অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর সারা রাজ্য বিরোধীদের সেই উৎসব দেখেছে ।
তারা রাজ্যজুড়ে নকুলদানা গুড় বাতাসা বিলি করেছে । অন্যদিকে রাজ্যের শাসক দল কিন্তু দমে যায়নি । তারা বিআইপিডি নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যজুড়ে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে । এবং সেই বিক্ষোভ মিছিল থেকে অনেক ক্ষেত্রেই অনুব্রত স্টাইলে হুমকিও এসেছে । কেউ বলেছে চরাচরম ভাগবা যাবে তো আবার কেউ বলেছে পিটিয়ে মাজা ভেঙে দেবে ।
আর এই আবহে দেবাংশু ভট্টাচার্য বিরোধীদের আক্রমণ করলেন তাদেরই অস্ত্র দিয়ে । বিরোধীদের বক্তব্য তৃণমূল দলে একটি পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট । আর এখানেই প্রশ্ন দেবাংশুর । যদি তৃণমূলের একটি পোস্ট থাকে বাকি সব ল্যাম্পপোস্ট থাকে তাহলে দুইজন ল্যাম্পপোস্ট গ্রেফতার হয়েছে তাতে বিরোধীদের এত আনন্দের কি আছে । অর্থাৎ এখানে ল্যাম্পপোস্ট বলতে তুমি পার্থ চ্যাটার্জি এবং অনুব্রত মণ্ডলের কথা বলতে চেয়েছেন ।
তার সাফ জবাব হলো পোস্ট এর তো এখনো কিছু হয়নি । অর্থাৎ মমতা ব্যানার্জির তো এখনো কিছু হয়নি । তাহলে বিরোধীরা এত নাচানাচি কেন করছে । এটাই দেবাংশু প্রশ্ন ।
তো চলুন ভিডিওতে দেখে নিন তিনি ঠিক কি বলেছেন । এবং কমেন্টে জানান এবিষয়ে আপনাদের কি মতামত
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন