পিঠে চড়াম চড়াম ঢাক বাজবে!' সিবিআই হেফাজতে অনুব্রত, তবু হুঁশিয়ারি তৃণমূল নেতার
আমার মা প্রায়ই একটা কথা বলে । বলে বাঘ চলে গিয়েছে আর নেকড়ের উরুম ধুরুম শুরু ।ছোটবেলায় বাবা যখন কাজে বেরিয়ে যেত তখন আমাদের দুষ্টুমি টা একটু বেশি বেড়ে যেত । আর সেটাকে বোঝাতে গিয়ে মা বলতেন বাঘ চলে গিয়েছে আর অমনি নেকড়ে উরুম ধুরুম।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
বর্তমানে বীরভূমের পরিস্থিতিতেও অনেকটাই ঐরকম । অনুব্রত মন্ডলের ঘর থেকে তাকে গ্রেপ্তার করেছে সিবিআই । বর্তমানে তিনি দশদিনের সিবিআই হেফাজতে রয়েছেন । এখন বীরভূমে তিনি নেই । তাই বলে তার অনুগামীরা তার অভাব বুঝতে দিলেন না ।
অনুব্রত মণ্ডল রাজ্যের অন্যতম চেনা মুখ তার অনন্য ডায়লগ এর জন্য । তা সে চরাম চরাম ঢাক বাজানো হোক অথবা সুটিয়ে লাল করে দেওয়া হোক । এই ডায়লগ এর জন্য অনেকের কাছেই তিনি প্রিয় আবার অনেকের কাছেই রাগ আর ক্ষোভের কারণ । সে যাইহোক বর্তমানে তিনি বীরভূমে নেই ।তা সত্ত্বেও বীরভূমে তার দেওয়া ডায়লগই ধ্বনিত হলো ।
আসলে অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর থেকেই বিরোধীরা রাজ্যজুড়ে নকুল দানা আর বাতাসা বিলি করে একরকম উৎসব পালন করেন । অন্যদিকে সিবিআই এবং ইডির পক্ষপাতমূলক আচরণ এর জন্য তৃণমূলের তরফ থেকেও রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল দেখা যায় ।
আর তেমনই একটি বিক্ষোভ মিছিল থেকে বীরভূমেরই ইলামবাজার থেকে উঠে এলো চড়াম চড়াম ঢাক বাজানোর হুংকার । সেখানে অনুব্রতর সমর্থনে মিছিল করেন শাসক দলের নেতা-কর্মীর। মিছিল শেষে পথসভা করা হয়৷ সেই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা দুলাল রায় বলেন, 'নার্ভাস হওয়ার কোন কারণ নেই৷ এই ইলামবাজারে যদি কেউ গুড়-বাতাসা বিলি করে, তাঁর পিঠের চামড়ায় চড়াম-চড়াম করে ঢাক বাজাব৷ কথা দিয়ে রাখছি৷'
তবে শুধু দুলাল রায় নন, বীরভূম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্যও এ দিন বিরোধীদের কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন৷ শুক্রবার বীরভূমের পাঁচ মাথার মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি প্রকাশ্যেই বলেছেন
, 'কয়েকটা নেংটি ইঁদুর টিভিতে বক্তব্য দিচ্ছে। মনে রাখবেন তৃনমুল কংগ্রেসের কর্মীরা মরে যায়নি। যদি রাস্তা ঘাটে কোনও বিরোধী দলের কেউ অনুব্রত মণ্ডলের নামে অশালীন মন্তব্য করেন কিম্বা অশালীন কথা বলেন, তাহলে তৃণমুল কংগ্রেসের কর্মীরা পিটিয়ে মাজা ভেঙে দেব ।'
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন