স্বাধীনতার ৭৫ বছরপূর্তিতে সাঁওতালি গানে আদিবাসীদের সাথে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী
আজ রেড রোডের একটি বর্ণময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয় হেলিকপ্টার এর সাহায্যে পুষ্পবৃষ্টি ও করা হয় । করোনার কারণে গত দুই বছর রেড রোডের এই অনুষ্ঠান বন্ধ ছিল । আজ দর্শকাসনে ছিল অগণিত মানুষের ভিড় ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
আর সেখানেই সাঁওতালি নাচের পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এর আগে যখন তিনি সাঁওতালি নাচের পা মিলিয়ে ছিলেন তখনই তার দুই পাশের দুজন আদিবাসী ছিল গ্লাভস । বাকি অন্য কারো হাতেই গ্লাভস ছিল না । আর সেটাকে নিয়েই বিরোধীরা চরম কটাক্ষ করেছিল । কিন্তু মুখ্যমন্ত্রী আসলে করণা ভাইরাসের কারণে এই ধরনের সর্তকতা নিতে বাধ্য হয়েছিলেন ।
যদিও আজ রেড রোডের অনুষ্ঠানে সেসব কোন সতর্কতার বালাই দেখা যায়নি । আদিবাসী মহিলাদের সাথে দুই হাতে দুই হাত ধরে পা মেলালেন নিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
তবে এখানেও একটি গন্ডগোল দেখা যায় দেখা যায় যখন বিধায়ক বিরবাহা হাঁসদা মুখ্যমন্ত্রীর হাত ধরে পা মেলাতে আসেন তখন মুখ্যমন্ত্রী তার হাত ধরেন নি । তার ফলে বিরবাহা পাশের আদিবাসী মহিলার হাত ধরে তাদের সাথে পা মেলাতে থাকেন । আমি জানিনা এটা নিয়েও আবার বিরোধীরা কোনরকম রব তুলবে কিনা !
তোঁ চলুন দেখে নিন সেই ভিডিও ...
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন