ব্রেকিংঃ জানুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কত টাকার ইনকাম ট্যাক্স দেন
আপনি কি জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কত টাকা ইনকাম ট্যাক্স দেন । আপনারা কি জানেন তিনি এই বছর কত টাকা ইনকাম ট্যাক্স দিয়েছেন । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার গর্বের সঙ্গে ঘোষণা করেন যে তিনি সরকার থেকে একটি পয়সাও নেন না । তিনি অনেকবার এমপি হয়েছেন , কেন্দ্রের মন্ত্রী ছিলেন ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
তিনি বর্তমানে মুখ্যমন্ত্রীর রয়েছেন । কিন্তু তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সরকার থেকে একটি পয়সাও নেননি । বারবার মঞ্চে দাঁড়িয়ে বলে থাকেন । তাহলে তার সংসার কি করে চলে এ কথার উত্তর ও তিনি মঞ্চে দাঁড়িয়ে দিয়েছেন । তিনি বারবার বলেছেন বই বিক্রি করেই তার জীবন চলে।
আজকেও তার ব্যতিক্রম হয়নি । তবে আজকে এর সাথে আরেকটি গোপন তথ্য তিনি সকলের উদ্দেশ্যে জানিয়েছেন ।
তিনি আজ বলেছেন সেই বই লেখার যে রয়েলটি সেখান থেকেই তার জীবন চলে । তিনি বলেছেন ১০০ টাকা বইয়ের দাম হলে সেখান থেকে দশ টাকার রয়েলটি পাওয়া যায় । কোন বইয়ের দাম ৫০০ টাকা হলে সেখান থেকে ৫০ টাকা রয়েলটি পাওয়া যায় ।
তিনি এর সাথে সাথে এও বলেছেন যে কত টাকা ইনকাম ট্যাক্স এই বছর তিনি দিয়েছেন । তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে তিনি বই বিক্রি করেই 5 লাখ টাকার ইনকাম ট্যাক্স দিয়েছেন এবং তিন লাখ টাকার টিডিএস কাটা হয়েছে । আপনারা জানেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ১২০ টির ওপর বই লিখে ফেলেছেন । তো চলুন নিচের ভিডিওতে দেখে নিন তিনি ঠিক কি বলেছেন তাঁর ইনকাম ট্যাক্স
দেওয়া সম্পর্কে
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন